National university Principal of finance second year questions

National university Principal of finance second-year questions. National university, Principal of finance, second-year”
(university questions_2010-18)
১.’অগ্নি অনুপাত’ (ACID test) কি? (What is ‘Add Test ratio)
উত্তর: অগ্নি সম্পত্তি ও অগ্নি দায়ের অনুপাতকে অগ্নি অনুপাত বলা হয়।
২.শূন্য কুপন বন্ড কি? (What is zero coupon bond) উত্তর : যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে শূন্য বা জিরো কুপন বন্ড বলে।
৩. CAPM এর পূর্ণরূপ কি? (What is the elaboration of CAPMT)
উত্তর : CAPM -Capital Asset Pricing Model.
৪.চলতি মূলধন কি? (What is current capital?) উত্তর : ফার্মের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যই হচ্ছে চলতি মূলধন ।
৫.কাম্য মূলধন কাঠামো কি? (What is optimumn capital | structure?)
উত্তর : যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ারের বাজারমূল্য বেশী থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে।

(৬) ঘূর্ণায়মান ঋণ কি? (What is revolving credit?)
উত্তর: ঘূর্ণায়মান ঋণ এমন একটি চুক্তিসম্মত ব্যবস্থা যেখানে ব্যাংক
৭.সর্বোচ্চ পরিমাণ ঋণ প্রদানের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। (ছ) সুযোগ ব্যয় কি? (What is opportunity cost? )
উত্তর : বিকল্প বিনিয়োগ বা বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ই ১ হচ্ছে গৃহীত বিনিয়োগের জন্য সুযোগ ব্যয়।
৮.ডুবন্ত তহবিল কি? (What is sinking fund?)
উত্তর : ঋণপত্রের দায় পরিশোধ করার জন্য অর্ধবার্ষিক বা বার্ষিক বা নির্দিষ্ট মেয়াদান্তে কিস্তি প্রদানের মাধ্যমে যে তহবিল গড়ে তোলা হয়।সেটাই প্রতিপূরক তহবিল।
৯.বন্ড কি? (What is bond?)
উত্তর : কোন যৌথ মূলধনী প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদে ঋণ বা মূলধন সংগ্রহের জন্য প্রতিজ্ঞাপত্র বিক্রি করে তখন এ প্রতিজ্ঞাপত্ৰকে বন্ড বলা হয়।বন্ডকে ঋণপত্রও বলা হয়ে থাকে।
১০. IRR কি? (What is IRR?)
উত্তর : যে হারে ভবিষ্যৎ নগদ প্রবাহ বানী করলে বর্তমান মূল্য K বিনিয়োগের সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার IRR বলে।

১১.PE অনুপাত কি? (What is P/E ratio?)
উত্তর : P/E ratio MPS/EPS
১২.ব্যবসার ঝুঁকি কি? (What is business risk?) EPS উ: ব্যবসায়িক মুনাফা হ্রাস পাওয়ার সম্ভাবনাকে ব্যবসায়িক কি বলে।
13.ব্যবসায় অর্থায়ন কাকে বলে?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে।
14.আর্থিক বাজার কি?
উত্তর : যে ফোরামের তহবিলের সরবরাহকারি ও সংগ্রহকারী প্রত্যক্ষভাবে লেনদেন করতে পারে তাকে আর্থিক বাজার বলে। (Financial market are forums in wich suppliers of found can transact business directly.)
15.ঋণ অনুপাত কী?
উত্তর : ঋণদাতা কর্তৃক অর্থায়ন ও ফার্মের মোট সম্পদের অনুপাতের পরিমাপক।

16. চক্রবৃদ্ধি সুদ কী?
উত্তর : কোন বিনিয়োগ প্রকল্পের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধি বলে।
17.’৬৯’ বিধি কী?
উত্তর : চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত % হার সুদে বা কত বছরে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটা আনুমানিকভাবে কিন্তু দ্রুত নির্ণয় করার একটি কৌশল হলো Rule 69.
18.মিশ্র নগদ প্রবাহ কী?
উত্তর : কোনো প্রকল্প থেকে নির্দিষ্ট সময় পর পর প্রাপ্ত নগদ প্রভাবের পরিমাণগুলো অসমান হলে তাকে মিশ্র প্রবাহ বলে।
19.অবলেখক বলতে কী বুঝায়?
উত্তর : যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান শেয়ার বা সিকিউরিটি বিক্রয়ের ঝুঁকি গ্রহণ করে সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবলেখক বুঝায় ।
20.নিরপেক্ষ বিন্দুর সংজ্ঞা দাও ।
উত্তর : নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী আয় (EBIT) এর সেই পরিমাণ যেখানে দু’টি বিকল্প অর্থায়ণ পদ্ধতিতে EPS এর পরিমাণ সমান হবে।

21.DFL কী?
উত্তর : EBIT বা মুনাফার শতকরা পরিবর্তনে শেয়ার প্রতি আয় বা EPS-এর শতকরা কি হারে পরিবর্তন হলো তা পরিমাপ পদ্ধতিকে আর্থিক লিভারেজ মাত্রা বলা হয়।
22. মূলধন রেশনিং কী?
উত্তর : অপর্যাপ্ত তহবিলের কারণে অনেক সময় সবগুলো লাভজনক প্রকল্পকে গ্রহণ করা যায় না; এ অবস্থায় বিনিয়োগ সামর্থ্যের মধ্যে লাভজক প্রকল্প নির্বাচনের কৌশলকে মূলধন রেশনিং সিদ্ধান্ত বলা হয় ।
23 কর্পোরেট কর কী?
উত্তর : কোম্পানি তার আয় ও মূলধনের উপর যে কর প্রদান করে তাকে কর্পোরেট কর বলে ।
24.CSE-এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : CSE-এর পূর্ণরূপ Chittagong Stock Exchange.
CAPM-এর পূর্ণরূপ লিখ।
25.মুনাফা সর্বাধিকরণ কি?
উত্তর : প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকেই মুনাফা সর্বাধিকরণ বলে।

26. দায় মালিকানা অনুপাত কি?
উত্তর : যে অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের বহিদায় বা ঋণপত্রের সাথে অন্তর্দায় বা মালিকের মূলধনের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় তাকে বলে দায় মালিকানা অনুপাত ।
27.EIR-এর সূত্রটি লিখ
উত্তর : EIR = {(1+ ” – 1}
28. কল প্রিমিয়াম কি?
উত্তর : সাধারণত মেয়াদপূর্তির পূর্বেই বন্ড পুনঃক্রয় করতে গেলে সমমূল্যের যত বেশি দিতে হয় তাকে কল প্রিমিয়াম বলা হয়
29. মূলধন রেশনিং কি?
উত্তর : যে পদ্ধতি দ্বারা একটি ফার্ম তার সীমাবদ্ধ তহবিল সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে পদ্ধতিই হলো মূলধন রেশনিং।
30 .পরস্পর বর্জনশীল প্রকল্প কি?
উত্তর : পরস্পর প্রতিযোগী প্রকল্প অর্থাৎ অনেকগুলো প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটি নির্বাচন করে বিকল্প প্রকল্পগুলো বর্জন করা।

31.অর্থায়ন কি?
উত্তর : ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থসংগ্রহ এবং ব্যবহার বিষয় ঘটনা, নীতি ও তত্ত্বাবলিকে অর্থায়ন বলে ।
32.এজেন্সি ব্যয় কি?
উত্তর : সাধারণত এজেন্সি বা প্রতিনিধিত্বের সমস্যাসমূহের হ্রাসকরণে বা উক্ত সমস্যার কারণে যে খরচের সৃষ্টি হয় তাকে এজেন্সি ব্যয় বলা হয় ।
33.বিলম্বিত বৃত্তি কি?
উত্তর : যে বার্ষিক বৃত্তির প্রবাহ চুক্তি সম্পাদনের একটি নির্দিষ্ট সময় থেকে আরম্ভ এবং ভবিষ্যতের নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে।
34.বিটা সহগ বলতে কি বুঝ?
উত্তর : ‘B’ একটি গ্রিক বর্ণমালা, যা সিএপিএম মডেলের বাজার ঝুঁকি বা Market risk পরিমাণে ব্যবহার করা হয়।
35.ঋণ রেখা কি?
উত্তর : ঋণ গ্রহণে ইচ্ছুক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ঋণদাতা ব্যাংকে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে সুদে প্রদান করতে সম্মত হলে তকে ঋণ রেখা বলে ।

36.আর্থিক ঝুঁকি কি?
উত্তর : কোন বিনিয়োগ থেকে ঋণের সুদ বা সুদসহ ঋণের অর্থ পরিশোধ বা মুনাফার ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ সৃষ্টি না হওয়ার সম্ভাবনা আর্থিক ঝুঁকি।
37.পরস্পর বর্জনশীল প্রকল্প কি?
উত্তর : পরস্পর প্রতিযোগী প্রকল্প অর্থাৎ অনেকগুলো প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটি নির্বাচন করে বিকল্প প্রকল্পগুলো বর্জন করা।
38.ব্যবসায়ের ঋণের ব্যয় বলতে কি বুঝ?
উত্তর : ব্যবসায় ঋণের ক্ষেত্রে বিক্রেতা কর্তৃক সত্ত্বর পরিশোধের জন্য ক্রেতাকে যে নগদ বাট্টা প্রদান করে তার সুযোগ ক্রেতা গ্রহণ না করায় তাকে যে অতিরিক্ত মূল্যে পরিশোধ করতে হয় তাকে ব্যবসার ঋণের খরচ বলে ।
39.DSE -এর পূর্ণরূপ কি ?
উত্তর : DSE-এর পূর্ণরূপ Dhaka Stock Exchange.
40.স্বতঃস্ফুর্ত অর্থায়ন কি?
উত্তর : স্বল্পমেয়াদী অর্থায়নে ঋণ দাতা ও ঋণ গ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে যে অর্থের আদান-প্রদান করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে

41.বাংলাদেশের পুঁজি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি?
উত্তর : SEC = Security & Exchange Comication.
42.দুটি অস্পর্শনীয় সম্পত্তির নাম লিখ ।
উত্তর : ১. সুনাম ও ২. পেটেন্ট।
43.EBIT এর নিরপেক্ষ বিন্দু কি?
উত্তর : EBIT এর নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী আয় যেখানে দু’টি বিকল্প অর্থায়ন পদ্ধতিতে EPS এর পরিমাণ সমান হবে ।
44.অগ্নি অনুপাত কি?
উত্তর : অগ্নি সম্পত্তি ও অগ্নি দায়ের অনুপাতকে Quick Ratio বা অগ্নি অনুপাত বলা হয়।
45. সময়রেখা কি?
উত্তর : প্রকল্প থেকে বিভিন্ন সময়ে সংঘটিত অন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে সময়রেখা বলে ।

46. ‘৭২-এর বিধি’ কি?
উত্তর : বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত শতাংশ সুদের হারে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটি দ্রুতহিসাব করার অন্যতম কৌশল হলো Rule 72.
47.শূন্য কুপন বন্ড কি?
উত্তর : যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে শূন্য বা জিরো কুপণ বন্ড বলে।
48.কার্যকরী সুদের হার কাকে বলে?
উত্তর : যে সুদ প্রকৃত অর্থে পরিশোধ বা গৃহিত হয়, তাই কার্যকরী সুদের হার
৪৯.CAPM এর মূল বক্তব্য কী?
উত্তর : CAPM মডেলের মূল বক্তব্য হলো, যে-কোনো সিকিউরিটির প্রয়োজনী প্রতিদানের হার ঝুঁকিহীন সুদের হার এবং ঝুঁকির প্রিমিয়ামের সমান হবে।
৫০.পরিহাযোগ্য ঝুঁকি বলতে কী বুঝ ?
উত্তর : মোট ঝুঁকি হতে বাজার ঝুঁকি বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাকে পরিহারযোগ্য ঝুঁকি বলে ।

৫১.স্বাধীন প্রকল্প কাকে বলে?
উত্তর : যে প্রকল্পের নগন অন্তপ্রবাহ বা বহিঃপ্রবাহ কোনভাবেই অন্য প্রকল্পের উপর নির্ভরশীল নয় এবং ক্রয় গ্রহণ বা বর্জন অন্য প্রকল্প দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বাধীন বা স্বতন্ত্র প্রকল্প বলে ।
৫২. গড় মুনাফার হার কী?
উত্তর : সাধারণত গড় বিনিয়োগ অর্থের উপর আয়ের শতকরা হারকে গড় মুনাফার হার বলে।
৫৩.ভাসমান বন্ধ কী?
উত্তর : ঋণ গ্রহীতা কোনো নির্দিষ্ট মজুদ পণ্য বন্দক সব মজুদ পণ্যের অধিকার ঋণদাতাকে দিয়ে যে ঋণ গ্রহণ করে না দিয়ে তাকে ভাসমান বন্ধক বলে
৫৩.পরিচালন নগদ আন্তঃ প্রবাহ কাকে বলে?
উত্তর : প্রকল্পের জীবনকালে অর্জিত কর পরবর্তী বর্ধিত নিট নগদ আন্তঃপ্রবাহসমূহকে পচিালন নগদ আন্তঃপ্রবাহ বলে।
৫৪.অর্থায়ন কী?
উত্তর : ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয় ঘটনা, নীতি ও তত্ত্বাবলীকে অর্থায়ন বলে।
৫৫. বাণিজ্যিক পত্রের সংজ্ঞা দাও ।
উত্তর : বাণিজ্যিক পত্র হলো মুদ্রা বাজার হতে স্বল্পমেয়াদি —অর্থায়নের জামানত বিহীন দলিল ।

৫৬.বার্ষিক বৃত্তি বলতে কী বুঝ ?
উত্তর : একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট সময় অন্তর, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে বার্ষিক বৃত্তি বলে ।
৫৭.ফার্মের প্রথম দাবীদার কে?
উত্তর : ফার্মের প্রথম দাবীদার হলো ঋণদাতাগণ ।
৫৮. কল বন্ডের সংজ্ঞা দাও ।
উত্তর : বন্ডের মেয়াদ পূর্তির পূর্বে বন্ড ফেরত নেওয়ার জন্য বন্ডইস্যুকারী যখন তলব করে তাকে কল বন্ড বলে ।
৫৯.’৬৯’ বিধি কি?
উত্তর । চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত % হার সুদে বা কত বছরে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটা আনুমানিকভাবে কিন্তু দ্রুত নির্ণয় করার একটি কৌশল হলো Rule 6৯।
৬০.সেতু অর্থায়ন কি?
উত্তর : নতুন কোনো কোম্পানি যখন মার্কেট থেকে অর্থায়ন করতে চায় এবং ঐ অর্থায়ন যখন Underwriter করে দেয় তখন না তাকে সেতু অর্থায়ন বলে।

৬১. ইবিআইটি’র নিরপেক্ষ বিন্দু কি?
উত্তর : EBIT এর নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী আয় যেখানে দু’টি বিকল্প অর্থায়ণ পদ্ধতিতে EPS এর পরিমাণ সমান হবে।
৬২.১০% বাট্টার হারে একটি প্রকল্পের NPV = 0 হলে IRR ও PI কত?
উত্তর : ১০% বাট্টার হারে একটি প্রকল্পের NPV = 0 হলে, IRR হবে ১০% এবং PI হবে ১।
৬৩. YTM কি? উত্তর : বর্তমান বাজারমূল্য ক্রয়কৃত বও যেগুলো মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ধরে রাখা হবে সেগুলো থেকে প্রত্যাশিত প্রতিদানের হারকে YTM বলা হয়।
৬৪. আর্থিক ঝুঁকি কি?
উত্তর : কোন বিনিয়োগ থেকে ঋণের সুদ বা সুদসহ ঋণের অর্থ পরিশোধ বা মুনাফার ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ সৃষ্টি না হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।
৬৫ কাম্য মূলধন কাঠামো বলতে কি বুঝ?
উত্তর : যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ারের বাজারমূল্য বেশী থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে।

৬৬.*২/১০, এন/ ৩০” শর্তটি এক বাক্যে ব্যাখ্যা কর।
উত্তর : ২/১০, এস/৩০’ শর্তটির ব্যাখ্যা হলো, ক্রেতা ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% বাট্টা পাবে এবং মূল্য পরিশোধের সাধারণ সময় ৩০ দিন।
৬৭. অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের দুইটি উদাহরণ দাও।
উত্তর : অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের দুইটি উদাহরণ হলো- (১) মালিকানা বা উদ্যোক্তাদের মূলধন; (২) আবণ্টিত বা সংরক্ষিত মুনাফা ।
৬৮.বাণিজ্যিক পত্র কি?
উত্তর : বাণিজ্যিক পত্র হলো মুদ্রা বাজার হতে স্বল্পমেয়াদি অর্থায়নের জামানত বিহীন দলিল ।
৬৯.সুদের প্রাইম রেট সংজ্ঞায়িত কর।
উত্তর : যখন ব্যাংক তার গুরুত্বপূর্ণ মক্কেলদের ঋণের উপর সর্বনিম্ন হারে সুদ আরোপ করে তখন তাকে সুদের প্রাইম রেট বলে ।
৭০.বিলম্বিত বার্ষিক বৃত্তি বলতে কি বুঝ ?
উত্তর : যে বার্ষিক বৃত্তির প্রবাহ চুক্তি সম্পাদনের একটি নির্দিষ্ট সময় থেকে আরম্ভ এবং ভবিষ্যতের নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে ।

৭১. পরিচালন লিভারেজ কি?
উত্তর কার্যকর বা পরিচালন লিভারেজ বলতে বিক্রয় পরিবর্তনের মাধমে অধিকতর আয় অর্পণে ফার্মের স্থায়ী কার্যকর খরচকে ব্যবহার করার ক্ষমতাকে বুঝায় যা মূলত সুদ ও কর কর্তন করার পূর্বে আয়ের সাথে সম্পৃক্ত।
৭২.বাণিজ্যিক পত্র কি?
উত্তর : বাণিজ্যিক কাগজ হলো স্বল্পমেয়াদী জামানত বিহীন হস্তান্ত রযোগ্য দলিল যেমন নির্ধারিত মেয়াদে অঙ্গীকারপত্র ইস্যু করা।
৭৩.অর্থায়ন কি?
উত্তর : ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয় ঘটনা, নীতি ও তত্ত্বাবলীকে অর্থায়ন বলে।
৭৪. অনুপাত বিশ্লেষণ কি?
উত্তর : দুটি প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সংখ্যাগত প্রকাশকেই অনুপাত বিশ্লেষণ বলে।

৭৫.পরিচালন নগদ প্রবাহ কি?
উত্তর : প্রকল্পের জীবনকালে অর্জিত কর পরবর্তী বর্ধিত নিট নগদ আন্তঃপ্রবাহসমূহকে পচিালন নগদ আন্তঃপ্রবাহ বলে।
৭৬. চিরস্থায়ী বৃত্তি কি?
উত্তর : নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ কোন বৃত্তির অর্থ যদি অনির্দিষ্ট কাল পর্যন্ত প্রদান করা হয় বা পাওয়া যায় তবে তাকে Perpetual বা চিরস্থায়ী বৃত্তি বলা হয় ।
৭৭.আয় কি?
উত্তর : অর্জিত নীট মুনাফা শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ের উন্নতি ও সম্প্রসারণের জন্য রেখে দিলেই তাকে আয় বলা হয়
78.YTC-Yield to call.
79. Ipo-Initial Public Offering.

80. পরস্পর বর্জনীয় প্রকল্প কি?
উত্তর : পরস্পর প্রতিযোগী প্রকল্প, অর্থাৎ অনেকগুলো প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটি নির্বাচন করে বিকল্প প্রকল্পগুলো বর্জন করা ।
81.নিট বর্তমান মূল্য কি?
উত্তর : নিট বর্তমান মূল্য হলো যে পদ্ধতিতে নগদ প্রবাহকে নির্দিষ্ট হারে বাট্টা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়।
82. ISO কি?
উত্তর : বিভিন্ন প্রকার Interest rate od return (IRR) এ একটি কোম্পানি কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে তার তালিকাকেই IOS বলে।
83. যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ারের বাজারমূল্য বেশী থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে ।
84 ভগ্ন বিন্দু কি?
উত্তর : নতুন অর্থায়নের একটি সীমানা যে সীমানা পর্যন্ত নতুন অর্থায়ন করা আয় হলে WACC স্থির থাকে ।
ভগ্নবিন্দু = মূলধনের পরিমাণ /মূলধনের ভার
85.ভাসমান ব্যয় কি?
উত্তর : যেকোন যৌথ মূলধনী কোম্পানির শেয়ার, সিকিউরিটি, ঋণপত্র ইস্যু বা বিক্রয়ের পন্য যে ব্যয় হয় তাকে ভাসমান ব্যয় বলে।

86.শূন্য কুপন বন্ড কি?
উত্তর : যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে শূন্য কুপন বণ্ড বলে।
87.YTM কি?
উত্তর : বর্তমান বাজারমূল্য ক্রয়কৃত বন্ড যেগুলো মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ধরে রাখা হবে সেগুলো থেকে প্রত্যাশিত প্রতিদানের হারকে YTM বলা হয়।
88.মূলধন ব্যয় কি?
উত্তর । বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করেন তাই মূলধন ব্যয়।
89.WACC
ঊত্তর : সংগৃহীত বিভিন্ন মূলধনের ভিত্তিতে সকল উৎসের সমন্বয়ে গঠিত মোট মূলধনের সামগ্রিক ব্যয়কে গুরুত্বপূর্ণ মূলধন ব্যয় বা WACC বলে।
৯০.নিরপেক্ষ বিন্দু কি?
উত্তর : নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী আয় (EBIT) এর সেই পৰিমাণ যেখানে দু’টি বিষয় অর্থায়ন পদ্ধতিতে EPS এর পরিমাণ সমান থাকে।

৯১.বহু মূল্যায়ন কি?
উত্তর : যে প্রক্রিয়ায় বা পদ্ধতির মাধ্যমে আর্থিক সম্পত্তি তথা বন্ডে বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে বন্ড মূল্যায়ন বলে।
৯২.মূলধন বাজেটায়ন কি?
উত্তর : প্রকল্প মূল্যায়ণ ও নির্বাচন বিকল্প পদ্ধতির চূড়ান্ত প্রতিবন্ধকতা হলো মূলধন বাজেটায়ন।
৯৩.অভ্যন্তরীণ উপার্জন হার কি?
উত্তর : যে হারে ভবিষ্যৎ নগদ প্রবাহ বাট্টা করলে বর্তমান মূল্য বিনিয়োগের সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে।
৯৪.প্রতিনিধি অর্থায়ন কি?
উত্তর : এজেন্ট বা প্রতিনিধির সমস্যা সমাধানের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে প্রতিনিধি অর্থায়ন বলে।
৯৫.আর্থিক লিভারেজ কি?
উত্তর : আর্থিক লিভারেজ বলতে ফার্মের স্থায়ী আর্থিক বায় ব্যবহার করার সেই সামর্থ্যকে বুঝায় যা সুদ ও করপূর্ণ আয়ের উপর বিক্রয় পরিবর্তনের প্রতিক্রিয়াকে বড় করে দেখায়।

৯৬.EPS কি?
উত্তর : EPS এর একটি অংশ যা শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়।
৯৭.আর্থিক বাজার কি?
উত্তর : যে ফোরাম তহবিলের সরবরাহকারী ও সংগ্রহকারী প্রত্যক্ষভাবে লেনদেন করতে পারে তাকে আর্থিক বাজার বলে।
৯৮.দায় মালিকানা অনুপাত কি? উত্তর : একটি প্রতিষ্ঠানের মোট মূলধনের মধ্যে নিজস্ব তহবিল এবং ঋণকৃত মূলধনের অনুপাতকে দায়মালিকানা অনুপাত বলে ।
৯৯.অগ্নি অনুপাত কি?
উত্তর : অগ্নি সম্পত্তি ও অগ্নি দায়ের অনুপাতকে অগ্নি অনুপাত বলা হয়।
১০০. PVIF কি?
উত্তর : নির্দিষ্ট সুদের হারে (বাট্টার হারে) ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের ১ টাকা বাট্টা করলে বর্তমানে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে বর্তমান মূল্য গুণক (Future Value Interest Factor) বলে।

১০১. চক্রবৃদ্ধি সুদ কি?
উত্তর : কোন বিনিয়োগ প্রকল্পের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধি সুদ বলে ।
১০২.সময় রেখা কি?
উত্তর : কোন প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের সময় নির্ধারণে যে কৌশল ব্যবহৃত হয় তাকেই সময় রেখা বলে ।
১০৩. মূলধন রেশনিং বলতে কি বুঝ?
উত্তর : যে পদ্ধতি দ্বারা একটি ফার্ম তার সীমাবদ্ধ- তহবিল সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে পদ্ধতিই হলো মূলধন রেশনিং।
১০৪. ‘৬৯-এর নিয়ম’ কি?
উত্তর : চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত % হার সুদে বা কত বছরে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটা আনুমানিকভাবে কিন্তু দ্রুত নির্ণয় করার একটি কৌশল হলো ৬৯-এর নিয়ম।
১০৫. ঝুঁকি কি?
উত্তর : কোন প্রত্যাশিত স্বাভাবিক ফলাফল লাভের ক্ষেত্রে যে সকল অনিশ্চয়তা বিদ্যমান তাকেই ঝুঁকি বলে ।

১০৬. CAPM এর পূর্ণরূপ কি?
উত্তর : CAPM-এর পূর্ণরূপ হলো-Capital Assets Pricing Model.
১০৭.ব্যবসায় ঋণ বলতে কি বুঝ?
উত্তর : ব্যবসায় ঋণের ক্ষেত্রে বিক্রেতা কর্তৃক সত্তর পরিশোধের জন্য ক্রেতাকে যে নগদ বাট্টা প্রদান করে তার সুযোগ ক্রেতা গ্রহণ না করায় তাকে যে অতিরিক্ত মূল্যে পরিশোধ করতে হয় তাই তাকে ব্যবসার ঋণের খরচ বলে।
১০৮.মূলধন জাতীয় লাভ কি?
উত্তর : যে সব লাভ বার বার অর্জিত হয় না এবং একবার অর্জন করে দীর্ঘদিন একে ব্যবসায়ে স্থায়ীভাবে ব্যবহার করা যায় তাকে মূলধন জাতীয় লাভ বলে ।
১০৯.ব্যবসায় অর্থায়ন কি?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে।
১১০.মুনাফা সর্বাধিকরণ কী?
উত্তর :প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকেই মুনাফা সর্বাধিকরণ বলে।

১১১.অনুপাত বিশ্লেষণ ি
উত্তর :দুটি প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সংখ্যাগত প্রকাশকেই অনুপাত বিশ্লেষণ বলে।
১১২.SEC এবং DSE এর পূর্ণরূপ লিখ।
উত্তর : SEC = Security & Exchange Commission DSE= Dhaka Stock Exchange
১১৩.আর্থিক পরিকল্পনা কি ?
উত্তর : অর্থসংগ্রহ অর্থের খাতওয়ারী বন্টন, অর্থের সদ্ব্যবহার এবং অর্থ সম্পদের রক্ষণাবেক্ষণ প্রভৃতি এসব কার্যাবলি ব্যবস্থাপনাকেই আর্থিক পরিকল্পনা বলে।
১১৪.FASB-এর পূর্ণাঙ্গ রূপ কি?
উত্তর : Financial Accounting Standard Board.
১১৫: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট সময় অন্তর,একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে বার্ষিক বৃত্তি বলে।

১১৬. গড় আদায় সময় কি?
উত্তর : প্রাপ্য হিসাব সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময়ের গড়কে গড় আদায় সময় বলে।
১১৭.Rule 72 বা “৭২” বিধি কি?
উত্তর : বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত % সুদের হারে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটি দ্রুত হিসাব করার অন্যতম কৌশল হলো Rule 72 ।
১১৮. আর্থিক ঝুঁকি কাকে বলে?
উত্তর : কোন বিনিয়োগ থেকে ঋণের সুদ বা সুদসহ ঋণের অর্থ পরিশোধ বা মুনাফার ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ সৃষ্টি না হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে ।
১১৯.মূলধন সম্পত্তি মূল্যায়নকে কেন বি-ফ্যাক্টর মডেল বলে?
উত্তর : যে কোন সিকিউরিটির প্রয়োজনীয় প্রতিদানের হার, ঝুঁকিহীন সুদের হার এবং ঝুঁকির প্রিমিয়ামের সমান হয়, এজন্য মূলধন সম্পত্তির মূল্যায়নকে দ্বি-ফ্যাক্টর মডেল বলে ।
১২০.কুপন হার কাকে বলে?
উত্তর : বন্ডে যে সুদের হার উল্লেখিত থাকে তাকে কুপন হার বলে।

১২১.তলব মূল্য কি?
উত্তর : তলব মূল্য বলতে শেয়ারের মোট মূল্যের সেই অংশকে বুঝায়, যা পরিশোধের জন্য শেয়ারহোল্ডারদের নোটিশ দেওয়া হয়।
১২২. অর্থের সময়মূল্য কি?
উত্তর: সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময়মূল্য বলে।
১২৩.পরস্পর বর্জনশীল প্রকল্প কি?
উত্তর : পরস্পর প্রতিযোগী প্রকল্প, অর্থাৎ অনেকগুলো প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটি নির্বাচন করে বিরুে প্রকল্পগুলো বর্জন করা।
১২৪.মূলধন রেশনিং বলতে কি বুঝ?
উত্তর : যে পদ্ধতি দ্বারা একটি ফার্ম তার সীমাবদ্ধ তহবিল …. সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে পদ্ধতিই হলো মূলধন রেশনিং।
১২৫. সুযোগ ব্যয় কি?
উত্তর : বিকল্প বিনিয়োগ বা বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য 11 10 আয়ই হচ্ছে গৃহীত বিনিয়োগের জন্য সুযোগ ব্যয় ।

১২৬ IOS কি?
উত্তর : বিভিন্ন প্রকার Interest rate of return (IRR) এ একটি কোম্পানি কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে তার তালিকাকেই IOS বলে।
১২৭.বিনিয়োগ সিদ্ধান্ত কি?
উত্তর : একটি প্রতিষ্ঠানের একাধিক বিনিয়োগ সুযোগ থাকলে সাধারণত কম ঝুঁকি সম্পন্ন এবং অধিক আয় বা রিটার্ণযুক্ত বিনিয়োগ সুযোগসমূহ গ্রহণের সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয় ।
১২৮. পরিচালন লিভারেজের মাত্রা বলতে কি বুঝ?
উত্তর : পরিচালন লিভারেজের সংখ্যাগত পরিমাপ হল পরিচালন লিভারেজের মাত্রা।
১২৯.মূলধন কাঠামো বলতে কি বুঝ?
উত্তর : যে সমস্ত দীর্ঘমেয়াদী উৎস হতে প্রতিষ্ঠানের অর্থ সংগৃহীত হয় ঐ সমস্ত উৎসকে সমষ্টিগতভাবে ঐ প্রতিষ্ঠানের মূলধন কাঠামো বলে ।
১৩০.নিট ইক্যুইটি কি?
উত্তর : নিট ইক্যুইটি = সাধারণ শেয়ার মূলধন + শেয়ার প্রিমিয়াম + সংরক্ষিত আয়।

১৩১.ঘূর্ণয়মান ঋণ কি? উত্তর : এটি এমন একটি চুক্তিসম্মত ব্যবস্থা যেখানে ব্যাংক সর্বোচ্চ পরিমাণ ঋণ প্রদানের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।
১৩২.পরিহারযোগ্য ঝুকি কি?
উত্তর : পরিহারযোগ্য ঝুঁকি হল মোট ঝুঁকির ঐ অংশ যা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে এড়ানো সম্ভব।
১৩৩.কাম্য মূলধন কাঠামো কি?
উত্তর : যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ারের বাজারমূল্য বেশী থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে ।
১৩৪.এক বাক্যে ব্যাখ্যা কর : ২/১০, 1/80 1
উত্তর : ১০ দিনের মধ্যে ধারে ক্রয়ের অর্থ পরিশোধ করলে ২% বাট্টা দেয়া হবে এবং পরিশোধের সর্বোচ্চ সময় ৪০ দিন।
১৩৫.স্বতঃস্ফুর্ত অর্থায়ন সংজ্ঞায়িত কর।
উত্তর : স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। অর্থাৎ ঋণ দাতা ও ঋণ গ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে যে অর্থের আদান-প্রদান করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে ।

১৩৬.ট্রেজারী বিল পোর্টফোলিওর বিটার সংশ
উত্তর : ট্রেজারী বিল পোর্টফোলিওর বিটার সহ Bp BIWI+02W2++ BnWn
১৩৭.অবিরত অগ্রাধিকার শেয়ার কি?
উত্তর : অবিরত অগ্রাধিকার শেয়ার (Perpetual PreferenceShare ) যে অগ্রাধিকার শেয়ারের কোন মেয়াদ উল্লেখ থাকে না তাকে অবিরত অগ্রাধিকার বলা হয়। একে চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ারও বলা যায়
১৩৭ IPO শব্দটির পূর্নরূপ কি?
উত্তর : Initial Public Offering
১৩৮.কোম্পানীর শেষ দাবীদার কে?
উত্তর : সাধারণ শেয়ারহেল্ডারগণ।
১৩৯.দুটি অস্পর্শনীয় সম্পতির নাম লিখ।
উত্তর : Vepreciation, Amortization
১৪০.মূলধন ব্যয় বলতে কি বুঝ ?
উত্তর বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করেন তাই মূলধন ব্যয় ।

১৪১.মূলধন বাজেট কি?
উত্তর : মূলধন বিনিয়োগের সাথে সম্পর্কিত বাজেটই মূলধন ৰাজেট। কোন প্রতিষ্ঠান তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন লাভজনক সম্পদ বা প্রকল্পে বিনিয়োগ ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট প্রকল্পটি নির্বাচন ও কার্য বাস্তবায়ন করার সমাগ্রিক কাজকে মূলধন বাজেট বলা হয় ।
১৪২.EBIT এর নিরপেক্ষ বিন্দু কি?
উত্তর : EBIT এর নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী আয় যেখানে দু’টি বিকল্প অর্থায়ণ পদ্ধতিতে EPS এর পরিমাণ সমান হবে।
১৪৩. অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি (Internal Rate of Return =IRR) বলতে কি বুঝ?
উত্তর : যে পদ্ধতিতে নগদ অন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য উভয়কেই সমান করার জন্য একটি বাট্রার হার নির্ণয় করা হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি (IRR) বলে।
১৪৪.একটি ফার্মের মূলধন ব্যয় বলতে কি বুঝ?
উত্তর : একটি ফার্মের মূলধন ব্যয় বলতে সেই সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার যে হারে ফার্ম তার মূলধন বিনিয়োগ করতে চায়। অর্থাৎ ফার্ম তার মূলধন বিনিয়োগ থেকে সর্বনিম্ন যে আয় বা প্রতিদান আশা করে সেটাই Cast of Capital of a firm.
১৪৫.অর্থসংস্থানের-এর সংজ্ঞা দাও ।
Ans: Finance is body of facts, principles and theories dealing with raising and using of money by individuals, business and goverments (ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয় ঘটনা, নীতি ও তত্ত্বাবলীকে অর্থায়ন বলে।)।

146.বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি?
উত্তর : SEC = Security & Exchange Commission.
147.পরিচালন মুনাফা কি?
উত্তর : মোট লাভ হতে পরিচালন ব্যয়সমূহ বাদ দিলে যে মুনাফা পাওয়া যায় তাকে পরিচালন মুনাফা বলে ।
148.চলতি অনুপাতের আদর্শ মান কত?
উত্তর : ২ : ১
149.দুটি অ-নগদ খরচের নাম লিখ ।
উত্তর : Good will, Trade Mark .
150.নীট আয় ও পরিচালন নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য কি?
উত্তর : Net income statement : এখানে নগদ ও বকেয়া রাজস্ব জাতীয় সকল প্রকার আয় ব্যয় লেনদেনসমূহ আসে প্রতিষ্ঠানের লাভক্ষতি জানার জন্য income statement তৈরী করা হয়। Operating cashflow statement এখানে শুধুমাত্র নগদ Operating Revenue এবং Operating Expanse সমূহ আসে। Operating cash inflow and outflow সম্পর্কে জানার জন্য Operating cash inflow statement তৈরী করা হয়। Income Statement তৈরী করা পর Operating cashflow statement তৈরি করা হয় ।

151. এজেন্সি তত্ত্বের মূল বিষয়টি কি?
উত্তর : এজেন্সি তত্ত্বের মূল বিষয়টি হলো-এক পক্ষ মূখ্য অন্য পক্ষ তার প্রতিনিধি ।
152.সাধারণ বার্ষিক বৃত্তি কি?
উত্তর : যে ক্ষেত্রে প্রতিটি কিস্তি বৎসর শেষে প্রদান করা হয় বা পাওয়া যায় তাকে Ordinary Annuity বলে।
153 : পূর্ব-অধিকার (Pre-emptive Right) : কোম্পানি নতুন শেয়ার বিলিকরণের ক্ষেত্রে বিদ্যমান শেয়ার মালিকরা অগ্রধিকার ভিত্তিতে এগুলো (শেয়ার) ক্রয় করার অধিকার পায় যাহা Pre-emptive Right না পরিচিত!

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

NU ICT Result 2024 pdf Download | www.nubd.info ICT Result

TABULATION SHEET FOR ICT COURSE EXAMINATION- 2018 (4 CREDIT OPTIONAL COURSE FOR MASTER’S PROGRAM). NU …