জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর লক্ষ্মীপুর এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর লক্ষ্মীপুর চূড়ান্ত ফলাফল প্রকাশ। জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষার ফলাফল (পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী)
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন লক্ষ্মীপুর জেলার ২০২১ সনে বিজ্ঞাপিত ০২ (দুই) ক্যাটাগরি (পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী) পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৪/১০/২০২২ তারিখের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ২৩ ও ২৪ অক্টোবর ২০২২ তারিখের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল (রোল নম্বর) নিম্নে প্রকাশ করা হ’ল।
লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২২
০২। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সিভিল সার্জন এর কার্যালয়, লক্ষ্মীপুর ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সমূহের নোটিশ বোর্ডে ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, লক্ষ্মীপুর এর ওয়েব সাইট www.fpo.lakshmipur.gov.bd এবং জেলা প্রশাসক, লক্ষ্মীপুর এর কার্যালয় ওয়েব সাইট www.dclakshmipur.gov.bd এর মাধ্যমে পাওয়া যাবে।
৩। কোটায় নির্বাচিত প্রার্থীদের উপযুক্ত প্রমাণপত্র জমাদান সাপেক্ষে নিয়োগদান চূড়ান্ত করা হবে। উপযুক্ত প্রমাণপত্র জমাদানে ব্যর্থ হলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই সাপেক্ষে পরবর্তীতে যোগ্য প্রার্থীদের নিকট নিয়োগপত্র প্রেরণ করা হবে এবং এ ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৪। প্রকাশিত ফলাফলে কোন উল্লেখযোগ্য (substantive) ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৫। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্রে কোনরূপ ত্রুটি পাওয়া গেলে অথবা কোন বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গন্য হবে।
৬। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে স্ব-স্ব স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে ।