পাওয়ার গ্রিড কোম্পানি প্যানেল নিয়োগ ২০২৪

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ এ উপ – সহকারী প্রকৌশলী পদে অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগ প্রসঙ্গে। পাওয়ার গ্রিড কোম্পানির অপেক্ষমাণ তালিকা নিয়োগ ২০২২, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এ উপ-সহকারী প্রকৌশলী পদে অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগ প্রদান।

পাওয়ার গ্রিড কোম্পানি প্যানেল নিয়োগ ২০২৪

পাওয়ার গ্রিড কোম্পানির অপেক্ষমাণ তালিকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

(পিজিসিবি) লিঃ এ উপ – সহকারী প্রকৌশলী পদে শর্তাবলী

  • ১) সন্তোষজনক শারীরিক ও মানসিক উপযুক্ততা সনদ দাখিল করার প্রেক্ষিতে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীর বর্তমান/ যোগাযোগের ঠিকানায় নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।
  • ২) নির্বাচিত প্রার্থীকে আগামী ১৫-১১-২০২২ খ্রিস্টাব্দে (সকাল ৯:০০ ঘটিকায়) পিজিসিবি’র প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (পিএন্ডএ) বরাবর যোগদান করতে হবে।
  • ৩) যোগদানের সময় অত্র নিয়োগের বিপরীতে ইস্যুকৃত লিখিত পরীক্ষার এডমিট কার্ড, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং নিয়োগপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক স্বাক্ষরকৃত অনুলিপি জমা দিতে হবে।
  • ৪) গ্রুপ বীমা ও অন্যান্য খাতে নমিনি মনোনয়নের জন্য যোগদানের সময় মনোনীত নমিনি/নমিনিগণের ০৪ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে।
  • ৫) পুলিশ প্রত্যয়নের (ভেরিফিকেশন) লক্ষ্যে যোগদানের সময় নির্ধারিত পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম পূরণ করতঃ চালানের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত ফি জমা প্রদানপূর্বক (কোড নং-১৭৩০১00012681, সোনালী ব্যাংক) চালানের কপি জমা দিতে হবে (ফরম সংযুক্ত)।
  • ৬) চাকুরীরত প্রার্থীকে সর্বশেষ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাড়পত্র যোগদানের সময় জমা দিতে হবে।

 

পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …