রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (rpcl) মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২

রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (rpcl) এর ম্যানেজার (আইসিটি-এমআইএস) পদের মৌখিক পরীক্ষার সময়সূচী। পরীক্ষার তারিখঃ ২৯ অক্টোবর ২০২২।

 

ম্যানেজার (আইসিটি-এমআইএস) পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)-এ ম্যানেজার (আইসিটি/এমআইএস) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে গত ০৮/০৩/২০২২খ্রিঃ তারিখে দৈনিক ইত্তেফাক ও The Daily Observer পত্রিকায় “নিয়োগ বিজ্ঞপ্তি” প্রকাশিত হয়। প্রকাশিত “নিয়োগ বিজ্ঞপ্তি”র বিপরীতে আবেদনকারী প্রার্থীদের গত ২৩/০৯/২০২২খ্রিঃ তারিখে লিখিত পরীক্ষা (Written test) গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে RPCL Employee Service Rules-2016 মোতাবেক নিম্নেবর্ণিত প্রার্থীদের নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী নিম্নেবর্ণিত স্থানে মৌখিক পরীক্ষা (Viva-Voce) গ্রহণ করা হবে:

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় যে সব কাগজ-পত্রাদি অবশ্যই সাথে আনতে হবেঃ

  • ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং মূল সনদ/ সনদ সমূহের সত্যায়িত ফটোকপি;
  • খ) অভিজ্ঞতার মূল সনদ সমূহ এবং মূল সনদ/ সনদ সমূহের সত্যায়িত ফটোকপি;
  • গ) ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কপি;
  • ঘ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইতোপূর্বে ইস্যুকৃত ইন্টারভিউ কার্ড।

উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না।

প্রসঙ্গত, কোভিড-১৯ হতে সুরক্ষার জন্য সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষা (Viva-Voce) গ্রহণ করা হবে।

 


জুনিয়র এ্যাসিসট্যান্ট ম্যানেজার (এইচআর- এডমিন-ট্রেনিং-কোম্পানী সেক্রেটারিয়েট) পদে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষার সময়সূচী

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)-এ জুনিয়র এ্যাসিসট্যান্ট ম্যানেজার (এইচআর/ এডমিন/ট্রেনিং/কোম্পানী সেক্রেটারিয়েট) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে গত ০8/03/2022খ্রিঃ তারিখে দৈনিক ইত্তেফাক ও The Daily Observer পত্রিকায় “নিয়োগ বিজ্ঞপ্তি” প্রকাশিত হয়। প্রকাশিত “নিয়োগ বিজ্ঞপ্তি”র বিপরীতে আবেদনকারী প্রার্থীদের গত ১৯/০৮/2022খ্রিঃ তারিখে MCQ test এবং MCQ test এর ফলাফলের ভিত্তিতে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন, গত ২৩/০৯/২০২২খ্রিঃ তারিখে তাদের লিখিত পরীক্ষা (Written test) গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলের
ভিত্তিতে RPCL Employee Service Rules – 2016 মোতাবেক নিম্নেবর্ণিত প্রার্থীদের নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী মৌখিক পরীক্ষা (Viva-Voce) গ্রহণ করা হবে :

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় যে সব কাগজ-পত্রাদি অবশ্যই সাথে আনতে হবেঃ

  • ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং মূল সনদ/ সনদ সমূহের সত্যায়িত ফটোকপি;
  • খ) ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কপি;
  • গ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইতোপূর্বে ইস্যুকৃত ইন্টারভিউ কার্ড।

উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না।

প্রসঙ্গত, কোভিড-১৯ হতে সুরক্ষার জন্য সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষা (Viva-Voce) গ্রহণ করা হবে।

 


জুনিয়র এ্যাসিসট্যান্ট ম্যানেজার (এইচআর/ এডমিন/ট্রেনিং/কোম্পানী সেক্রেটারিয়েট) পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)-এ জুনিয়র এ্যাসিসট্যান্ট ম্যানেজার (এইচআর/ এডমিন/ট্রেনিং/কোম্পানী সেক্রেটারিয়েট) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে গত ০৮/০৩/২০২২খ্রিঃ তারিখে দৈনিক ইত্তেফাক ও The Daily Observer পত্রিকায় “নিয়োগ বিজ্ঞপ্তি” প্রকাশিত হয়। প্রকাশিত “নিয়োগ বিজ্ঞপ্তি”র বিপরীতে আবেদনকারী প্রার্থীদের গত ১৯/০৮/2022খ্রিঃ তারিখে MCQ test এবং MCQ test এর ফলাফলের ভিত্তিতে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন, গত 23/09/2022খ্রিঃ তারিখে তাদের লিখিত পরীক্ষা (Written test) গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলের
ভিত্তিতে RPCL Employee Service Rules-2016 মোতাবেক নিম্নেবর্ণিত প্রার্থীদের নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী মৌখিক পরীক্ষা (Viva-Voce) গ্রহণ করা হবে :

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় যে সব কাগজ-পত্রাদি অবশ্যই সাথে আনতে হবেঃ

  • ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং মূল সনদ/ সনদ সমূহের সত্যায়িত ফটোকপি ;
  • খ) ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কপি;
  • গ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইতোপূর্বে ইস্যুকৃত ইন্টারভিউ কার্ড

উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না।

প্রসঙ্গত, কোভিড-১৯ হতে সুরক্ষার জন্য সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষা (Viva-Voce) গ্রহণ করা হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …