মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি মেধা তালিকা ২০২২, মাস্টার্স(প্রফেশনাল) কোর্সের ভর্তি কার্যক্রমে মেধা তালিকা আগামী ২০ অক্টোবর বিকাল ৪টায় প্রকাশ করা হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২২-২৩), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২২-২৩), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২২-২৩), এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (২০২০-২১), মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] (২০২০-২১), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২১-২২) কোর্সসমূহের মেধা তালিকা ২০ অক্টোবর ২০২২ তারিখ প্রকাশ করা হবে।
অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট -এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
SMS যেভাবে ফলাফল চেক করবেনঃ
nu<space>atpm<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রফেশনাল কোর্সসমূহঃ
- এল এল বি ১ম পর্ব
- পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম
- ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স
- এমএসসি ইন কম্পিউটার সায়েন্স
- মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
- এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ২০/১০/২০২২ থেকে ৩০/১০/২০২২ তারিখের মধ্যে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি মেধা তালিকা ২০২২
মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ২৭ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৩ অক্টোবর ২০২২ এর পরিবর্তে ০৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হবে।