ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর/ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি। কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক (Standard Aptitude Test). ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি।
আমি লাস্ট প্রক্টিকেল টা দেওয়ার সময় বিজয় এ লিখতে দিয়েছিলো। টাইপিং টা মূলত একুয়েরিস উপর ডিপেন্ড করে নাম্বারিং হয়। যে জত বেশী একুরেট ভাবে টাইপিং করে তার নাম্বার ভালো পাওয়ার চান্স বেশী থাকে। পুরাটা টাইপিং করলে ও লাভ নেই যদি একুরেট টাইপিং না হয়।
দেখেন এই খানে টাইম থাকবে নিদিষ্ট। আপনি ওই টাইমের ভিতর এ কতো টুকু লিখেছেন এবং এর মধ্যে কতো টুকু সঠিক হয়েছে এই গুলা বিবেচনা য় আনবে। আপনি ভুল করলে আবার বেকসেস্প দিয়ে ঠিক করতে পারবেন। আপনি তো ওয়াড এ লিখছেন কোনো টাইমার সফটওয়্যার এ লিখেন না। আপনি ভুল ঠিক করতে গেলে আবার আপনার টাইম ওয়েস্ট হবে। আমি যে প্রক্টিকেল টা দিয়েছিলাম ওইটার এক্সপেরিয়ান্স শেয়ার করলাম আর কি।
আরও পড়ুন:
-
কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটর পদের Aptitude Test এর প্রশ্ন
-
কম্পিউটার অপারেটরে ক্যারিয়ার গড়তে চাইলে করণীয়
ডাটা এন্ট্রি/ কম্পিউটার অপারেটর/ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যবহারিক পরীক্ষা -Standard Aptitude Test
Standard Aptitude Test পাশ করার শর্ত:
- প্রতি ৫ টা স্ট্রোকে একটা শব্দ। সে হিসেবে ১০০ স্ট্রোকে ৫ টা বা তার বেশি ভুল হলে সে কোনো গতি অর্জন করেনি মর্মে প্রতীয়মান হবে। এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলেছি।
- Total word * above 5% error = fail
- সোজা কথা ভুল করা যাবে না। কারণ বহু প্রার্থী আছে যাদের কোনো ভুলই হয়না।
- মোট টাইপকৃত শব্দের ৫% এর বেশি ভুল হলে ফেইল হিসেবে বিবেচনা করা হবে।
- 100 শব্দ যদি লিখে থাকেন সেখানে 5টা শব্দ ভুল হলে আপনি পাশ 6 টা শব্দ ভুল হলে আপনার লেখা বাতিল বলে গণ্য হবে।
-
স্ট্রোক কি? যেমন: uzzal…. Akane 4 ta strok
ব্যবহারিক পরীক্ষা -Standard Aptitude Test:
- (ক) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে;
- (খ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হইবে;
- (গ) ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেন নাই বলিয়া গণ্য হইবে;
- (ঘ) ব্যবহারিক পরীক্ষায় শুধু উত্তীর্ণ/অনুত্তীর্ণ হিসাবে গণ্য হইবে; এবং
- (ঙ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে
ফয়েজ আহম্মদ
সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়