ডাটা এন্ট্রি/ কম্পিউটার অপারেটর/ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যবহারিক পরীক্ষা -Standard Aptitude Test

ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর/ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি। কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক (Standard Aptitude Test). ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি।

 

আমি লাস্ট প্রক্টিকেল টা দেওয়ার সময় বিজয় এ লিখতে দিয়েছিলো। টাইপিং টা মূলত একুয়েরিস উপর ডিপেন্ড করে নাম্বারিং হয়। যে জত বেশী একুরেট ভাবে টাইপিং করে তার নাম্বার ভালো পাওয়ার চান্স বেশী থাকে। পুরাটা টাইপিং করলে ও লাভ নেই যদি একুরেট টাইপিং না হয়।

দেখেন এই খানে টাইম থাকবে নিদিষ্ট। আপনি ওই টাইমের ভিতর এ কতো টুকু লিখেছেন এবং এর মধ্যে কতো টুকু সঠিক হয়েছে এই গুলা বিবেচনা য় আনবে। আপনি ভুল করলে আবার বেকসেস্প দিয়ে ঠিক করতে পারবেন। আপনি তো ওয়াড এ লিখছেন কোনো টাইমার সফটওয়্যার এ লিখেন না। আপনি ভুল ঠিক করতে গেলে আবার আপনার টাইম ওয়েস্ট হবে। আমি যে প্রক্টিকেল টা দিয়েছিলাম ওইটার এক্সপেরিয়ান্স শেয়ার করলাম আর কি।

 

আরও পড়ুন:

 

ডাটা এন্ট্রি/ কম্পিউটার অপারেটর/ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যবহারিক পরীক্ষা -Standard Aptitude Test

 

Standard Aptitude Test পাশ করার শর্ত:

  • প্রতি ৫ টা স্ট্রোকে একটা শব্দ। সে হিসেবে ১০০ স্ট্রোকে ৫ টা বা তার বেশি ভুল হলে সে কোনো গতি অর্জন করেনি মর্মে প্রতীয়মান হবে। এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলেছি।
  • Total word * above 5% error = fail
  • সোজা কথা ভুল করা যাবে না। কারণ বহু প্রার্থী আছে যাদের কোনো ভুলই হয়না।
  • মোট টাইপকৃত শব্দের ৫% এর বেশি ভুল হলে ফেইল হিসেবে বিবেচনা করা হবে।
  • 100 শব্দ যদি লিখে থাকেন সেখানে 5টা শব্দ ভুল হলে আপনি পাশ 6 টা শব্দ ভুল হলে আপনার লেখা বাতিল বলে গণ্য হবে।
  • স্ট্রোক কি? যেমন: uzzal…. Akane 4 ta strok

ব্যবহারিক পরীক্ষা -Standard Aptitude Test:

  • (ক) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে;
  • (খ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হইবে;
  • (গ) ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেন নাই বলিয়া গণ্য হইবে;
  • (ঘ) ব্যবহারিক পরীক্ষায় শুধু উত্তীর্ণ/অনুত্তীর্ণ হিসাবে গণ্য হইবে; এবং
  • (ঙ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে
ফয়েজ আহম্মদ
সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …