বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (biwta) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী ২০২২। পরীক্ষার তারিখঃ ৬ নভেম্বর ২০২২। কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক-কাম-রক্ষনাবেক্ষনকারী,গুদাম সহকারী ও সহকারী পদে নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক-কাম-রক্ষনাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী পদে ২৮/১০/২০২২। তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সদস্য (পরিকল্পনা ও পরিচালন) এর দপ্তর, ৬ষ্ঠ তলা, ভবন, ১৪১-১৪৩,মতিঝিল বা/এ, ঢাকা-১০০০- এ নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে :
তত্ত্বাবধায়ক-কাম-রক্ষনাবেক্ষনকারী,গুদাম সহকারী ও সহকারী পদে মৌখিক পরীক্ষার সময়সূচী
প্রার্থীদেরকে বিআইডব্লিউটিএ’র www.jobsbiwta.gov.bd সাইটে প্রবেশ করে নিজ নিজ Applied ID ব্যবহার করে আগামী ৩০/১০/২০২২ তারিখ হতে মৌখিক পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড/সংগ্রহের জন্য অনুরোধ করা হলো
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (biwta) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচী। পরীক্ষার তারিখঃ ২৩-২৭ অক্টোবর ২০২২। কর্তৃপক্ষের লস্কর, ভান্ডারী ও তোপাষ পদে নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের লস্কর ভান্ডারী এবং তোপাষ পদে গত ১৪/১০/২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সদস্য (পরিকল্পনা ও পরিচালন) এর দপ্তর, ৬ষ্ঠ তলা, বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩,মতিঝিল বা/এ, ঢাকা-১০০০- এ নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রার্থীদেরকে বিআইডব্লিউটিএ’র www.jobsbiwta.gov.bd সাইটে প্রবেশ করে নিজ নিজ Applied ID ব্যবহার করে আগামী ১৮/১০/২০২২ তারিখ হতে মৌখিক পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড/সংগ্রহের জন্য অনুরোধ করা হলো ।
নৌ-পরিবহন কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২
https://ibb.co/kmF4tbs
https://ibb.co/mB6WdhJ