District Family Planning Jhenaida admit card 2022

District Family Planning Jhenaida admit card 2022. Admit Card of Family Welfare Assistant, Jhenaida. Jhenaida family planning admit card 2022. District Family Planning Office, Jhenaidah – fpo.jhenaidah.gov.bd. Admit Card for the post of ‘Family Welfare Assistant’. District Family Planning Office admit card and seat plan 2022.

 

Read Also: ঝিনাইদহ পরিবার পরিকল্পনা লিখিত পরীক্ষার ফলাফল

 

District Family Planning Jhenaida admit card 2022

IMG-20221011-084916-wm

 

Admit Card of Family Welfare Assistant

Roll No:

Name:

Mother’s Name:

Father’s Name:

Home Upazilla:

Home Union:

Home Unit:

Exam Date and Time:

Exam Center: Friday, 14 October 2022, 10.00 AM.

Room: 213, Floor: 1st floor, Building:

Kanchannagar Model School and College, Jhenaidah

 

 

Downloading Date: 22-10-11 06:52:48

 

শর্তাবলী ও নির্দেশাবলী

১. পরীক্ষার্থীগণকে সকল স্বাস্থ্য বিধি মেনে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে ও কক্ষে প্রবেশ করতে হবে।

২. লিখিত ও মৌখিক পরীক্ষার সময় মূল প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং কক্ষ পরিদর্শককে প্রদর্শন করতে হবে।

৩. লিখিত পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে এবং লিখিত পরীক্ষায় কালো কালির কলম ব্যবহার করতে হবে।

 

৪. উত্তরপত্র ও হাজিরা শীটে প্রদত্ত স্বাক্ষর প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত স্বাক্ষরের সাথে হুবহু মিল থাকতে হবে।

৫. পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কক্ষে বই-পুস্তক, ব্যাগ, সকল ধরনের হাতঘড়ি মোবাইল ফোন বা কোন প্রকার যোগাযোগ যন্ত্র / ইলেকট্রনিক্স ডিভাইস সংগে আনা যাবে না।

৬. প্রশ্নপত্র দেয়ার পর হতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী কোন অবস্থাতেই পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না।

 

৭. পরীক্ষা শেষে উত্তরপত্র এবং প্রশ্নপত্র উভয়ই জমা প্রদান পূর্বক পরীক্ষা কক্ষ ত্যাগ করতে হবে।

৮. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল কাগজপত্রের মূলকপি এবং ১ (এক) সেট সত্যায়িত ফটোকপিসহ নির্ধারিত স্থানে রিপোর্ট করতে হবে।

৯. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (তারিখ যথাসময়ে নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা

হবে) জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহে অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

১০. অনিবার্য কারণবশতঃ কর্তৃপক্ষ পরীক্ষার দিন, তারিখ, সময় ও ভেন্যু পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন। এরূপ করা হলে পরিবর্তিত দিন, তারিখ, সময় ও ভেন্যু ইত্যাদি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ঝিনাইদহ এবং জেলা প্রশাসক, ঝিনাইদহ

এর ওয়েবসাইট www.fpo.jhenaidah.gov.bd এবং www.jhenaidah.gov.bd এর মাধ্যমে ও পরীক্ষার্থীর অনলাইন আবেদনে

প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

১১. পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৩. পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

Dr. Zahid Ahmed

Deputy Director (In Charge)

District Family Planning Office, Jhenaidah

| 2022 District Family Planning Office, Jhenaidah, All Rights Reserved.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …