CGA office sohayok Exam Question Solution. CGA Exam Question Solution 2022 Exam was held today. Controller General of Accounts office sohayok Exam Question Solution 2022 finds our website. You can easily Controller General of Accounts MCQ office sohayok Exam Question & Solution find our website.
cga office sohayok question Solution 2022 PDF
cga office sohayok question 2022
cga office sohayok question Solution 2022
#হিসাব_মহানিয়ন্ত্রকের_কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের সমাধান
পদের নামঃ অফিস সহায়ক
#গণিত_অংশের সমাধানঃ
৪১। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তরঃ ৫১
৪২। তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তরঃ ২৪
৪৩। ৩, ৬ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত? উত্তরঃ ৮
৪৪। ২.১ + ০.০১ + ০.০০১ এর মান কত? উত্তরঃ ২.১১১
৪৫। ১০০ মিলিমিটার = ? উত্তরঃ ১ ডেসিমিটার
৪৬। এক দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে? উত্তরঃ ০.০৫৫
৪৭। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? উত্তরঃ ৩/৪
৪৮। a⁵ ÷ a⁵ × a⁴ এর মান কত? উত্তরঃ a⁴
৪৯। কোন সংখ্যার ৫% হয় ২০? উত্তরঃ ৪০০
৫০। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত? উত্তরঃ ৯৬ মিটার
৫১। ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা? উত্তরঃ ০.৯০
৫২। ময়ূর ও হরিণ একত্রে ৭০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ১৮০। কয়টি ময়ূর আছে? উত্তরঃ ৫০টি
৫৩। একটি চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি কত? উত্তরঃ ৩৬০ ডিগ্রি
৫৪। বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? উত্তরঃ জ্যা
৫৫। মার্চ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি. ঐ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তরঃ ২০.১৫ সেমি
৫৬। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ? উত্তরঃ ২২০
৫৭। তিনটি সংখ্যার অনুপাত ৪:৫:৬ এবং মধ্যম সংখ্যাটির বর্গ ২২৫। বৃহত্তম সংখ্যাটি কত? উত্তরঃ ১৮
৫৮। ১ বর্গফুট সমান কত বর্গইঞ্চি? উত্তরঃ ১৪৪ বর্গইঞ্চি
৫৯। x-6 = 7x-48, x এর মান কত? উত্তরঃ 7
৬০। দুটি সংখ্যার গ.সা,গু ৭ এবং ল.সা.গু ৮৪। একটি সংখ্যা ২১ হলে অন্যটি কত? উত্তরঃ ২৮
#সাধারণ_জ্ঞান অংশের সমাধানঃ
৬১। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়ার তিনটি ডাবল সেঞ্চুরি করেন? উত্তরঃ মুশফিকুর রহিম
৬২। ‘মনপুরা-৭০’ কি? উত্তরঃ একটি চিত্রশিল্প
৬৩। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? উত্তরঃ বর্ধমান হাউজ
৬৪। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তরঃ কিয়েভ
৬৫। COP-26 সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তরঃ গ্লাসগো
৬৬। কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়? উত্তরঃ ডায়াবেটিস
৬৭। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তরঃ রাষ্ট্রপতি
৬৮। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিসে
৬৯। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার
৭০। সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি? উত্তরঃ ৫টি [খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা]
৭১। ময়মনসিংহের গারো পাহাড় ও টাঙ্গাইল জেলায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাস করে? উত্তরঃ গারো
৭২। গম্ভীরা কোন অঞ্চলের লোক সংগীত? উত্তরঃ রাজশাহী
৭৩। তুরস্কের মুদ্রার নাম কি? উত্তরঃ লিরা
৭৪। ৫০ ও ১০০ টাকার নেটে কার স্বাক্ষর থাকে? উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
৭৫। কারাগারের রোজনামচা’ বইটির লেখক কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭৬। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি? উত্তরঃ
৭৭। CNN কোন দেশের সংবাদ সংস্থা? উত্তরঃ তৈরি পোশাক
৭৮। কম্পিউটারের ব্রেন কোনটি? উত্তরঃ মাইক্রো প্রসেসর
৭৯। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? উত্তরঃ ময়মনসিংহ
৮০। কোন বস্তুর ওজন কোথায় বেশি? উত্তরঃ মেরু অঞ্চলে