ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এ নিয়োগ ২০২২

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এ নিয়োগ ২০২২ প্রকাশ। ৩৩০ পদে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (dmtcl) এ নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (dmtcl)। পদ সংখ্যাঃ ৩৩০ টি। আবেদন ফীঃ ১,০০০/- ও ৫০০/- টাকা। আবেদন পদ্ধতিঃ অফলাইনে – নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে। আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২২। ডিএমটিসিএল-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এ নিয়োগ ২০২২

dmtcl-Page-1

 

dmtcl-Page-2

 

dmtcl-Page-3

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এ নিয়োগ ২০২২ শর্তসমূহ:

 

1. প্রার্থীকে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর website : www.dmtcl.gov.bd থেকে আবেদন ফরমের নমুনা

সংগ্রহ করে আবেদন দাখিল করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি DMTCL-এর website: www.dmtcl.gov.bd; সড়ক পরিবহন ও মহাসড়ক

বিভাগের website: www.rthd.gov.bd এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের website: www.bangladesh.gov.bd এ পাওয়া

যাবে।

 

আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের

সঙ্গে সংযুক্ত করতে হবে :

(ক) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি;

(খ) জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি;

(গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি; এবং

(ঘ) অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদপত্রের ছায়ালিপি।

 

৩. শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।

 

৪. পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ক্রমিক নম্বর-১ থেকে ৯ পর্যন্ত প্রার্থীদের ১,০০০/- (এক হাজার) টাকার এবং ক্রমিক নম্বর-১০ থেকে ১৫ পর্যন্ত প্রার্থীদের ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

 

৫. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য নয়।

 

৬. প্রার্থীদের ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর:05.00.0000.170.11.017.২০-১৪৯ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২২) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২

বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

 

৭. একজন প্রার্থী একই বেতন গ্রেডের কেবলমাত্র ০১(এক)টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্যেই আবেদন করুক না কেন সমবেতন গ্রেড ও সমযোগ্যতাসম্পন্ন সকল পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন।

 

৮. শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

 

৯. সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত/কোম্পানি/প্রকল্পে কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে যাচিত

কাগজপত্রাদিসহ অগ্রিম কপিও প্রেরণ করা যাবে।

 

১০. খামের উপর বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-৯ উল্লেখ করতে হবে।

 

১১. ডিএমটিসিএল এর আওতায় বাস্তবায়নাধীন এমআরটি লাইন-৬ প্রকল্পে এবং এর পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে কর্মকালীন সময়ের প্রমাণপত্র দাখিলের শর্তে বয়সসীমা শিথিলযোগ্য।

 

১২. আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ডাকা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায়

উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) জন্য ডাকা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক

পরীক্ষার জন্য ডাকা হবে।

 

১৩. ক্রমিক নম্বর-৫ পদের প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীকে কোম্পানির নির্ধারিত মনোবিজ্ঞানী/প্রতিষ্ঠান কর্তৃক

গৃহিত Psychological Test-এ অংশগ্রহণ করতে হবে।

 

১৪. ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোলার পদ পরস্পর বদলীযোগ্য।

 

১৫. কোনো পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

১৬. চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানির নির্ধারিত চিকিৎসক/চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

১৭. লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় প্রস্তুতিসহ কলম/পেন্সিল/অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। প্রবেশ পত্রে প্রদত্ত নির্দেশনা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে।

 

১৮. মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল মূল সনদ ও জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করতে হবে।

 

১৯. আবেদনপত্র যাচাই-বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা

হ্রাস/বৃদ্ধি করতে পারবে।

 

২০. যে কোনো বা সকল দরখাস্ত বা নিয়োগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা কোম্পানি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

২১. কোম্পানি কর্তৃপক্ষ যে কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবে। কোম্পানি কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ

বিজ্ঞপ্তির আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

 

২২. চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন করতে হবে।

২৩. কোনো প্রার্থী কোনো তথ্য গোপন করলে বা ভুল/মিথ্যা তথ্য প্রদান করলে অথবা প্রতারণার আশ্রয় নিলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে কোনো নোটিশ প্রদান ব্যতীরেকে তাৎক্ষণিক প্রার্থীর প্রার্থীতা/নিয়োগ বাতিল করা হবে। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

 

২৪. যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

 

২৫. (ক) আবেদনপত্র আগামী ৩১ অক্টোবর ২০২২ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি ব্যবস্থাপনা

পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০- এর বরাবরে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

(খ) প্রার্থীকে নিজ বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯” × ৪” আকারের খামের উপরে লিখে বা টাইপ করে উহাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক

টিকেট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।

 

২৬. উপরের ক্রমিক-১ থেকে ক্ৰমিক-২৪ তে বর্ণিত শর্তসমূহ পূরণকারী Non Resident Bangladeshi ( NRB) গণও আবেদন করতে পারবেন। এই

ক্ষেত্রে প্রার্থীকে Non-Resident Bangladeshi (NRB) হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন হতে সত্যায়িত করে

আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।

 

২৭. উপরের ক্রমিক-১ থেকে ক্ৰমিক-২৫ এ বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

 

২৮. পুলিশ ভেরিফিকেশন ফরম DMTCL এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd-এ পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকুরীতে

যোগদানের সময় ০৩ (তিন) কপি পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে।

 

২৯. টিকেট মেশিন অপারেটর ব্যতীত অন্যান্য পদে প্রথমে ০২ (দুই) বৎসরের প্রবেশনে (শিক্ষানবিশকাল) নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্মসক্ষমতা ও দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে চাকুরি হতে অব্যাহতি দেয়া হবে। প্রবেশনকাল সফলতার সাথে সম্পন্ন করলে চাকুরী নিশ্চিত করে পরবর্তী ০৫ (পাঁচ) বৎসরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত কর্মসক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তিতে নিয়মিত চাকুরি চুক্তি নবায়ন করা হবে।

 

৩০. টিকেট মেশিন অপারেটর পদে প্রথমে ০১ (এক) বৎসরের প্রবেশনে (শিক্ষানবিশকাল) নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্মসক্ষমতা ও দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে চাকুরি হতে অব্যাহতি দেয়া হবে। প্রবেশনকাল সফলতার সাথে সম্পন্ন করলে পরবর্তী ০২ (দুই) বৎসরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এ নিয়োগ ২০২১। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এ নিয়োগ ২০২২। বি আর টি এ নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এস এ পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। মেট্রো রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ নতুন নিয়োগ।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …