জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স/মাস্টার্স/ডিগ্রী কোর্সের সার্টিফিকেটে নাম সংশোধন প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম সংশোধন করতে হলে প্রথমে এসএসসি ও এইচএসসি নাম সংশোধন করতে হবে, অথবা এসএসসি ও এইচএসসি ঠিক থাকলেই জাতীয় বিশ্ববিদ্যালয়য়ে নাম সংশোধন/বয়স সংশোধন আবেদন করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের ফরম pdf
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের ফরম
Read Also: ঢাকা বোর্ডে এসএসসি ও এইচএসসির নাম সংশোধন প্রক্রিয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম সংশোধনের জন্য প্রথমে রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে এরপর সর্বশেষ ইয়ারের এডমিট কার্ড। এডমিট কার্ড সংশোধন হয়ে গেলে একসাথে সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়েরনাম সংশোধনের আবেদন ফিঃ
- রেজিষ্ট্রেশন কার্ড ৫০০
- এডমিট কার্ড ৫০০
- সার্টিফিকেট ৫০০
- মার্কশীট ৫০০
-
নাম সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি খুলতে হবে।
Student ID: http://services.nu.edu.bd/nu-app/
স্টুডেন্ট আইডি খুলে লগিন করার পর Academic Services থেকে রেজিষ্ট্রেশন কারেকশন অপশন পাবেন। এডমিট,সার্টিফিকেট,মার্কশীট কারেকশন অপশন পাবেন Examination Services এর মধ্যে। প্রয়োজনীয় ইনফরমেশন ও ডকুমেন্টস আপলোড করে আবেদন সাবমিট করলে পেমেন্ট স্লিপ পাবেন। পেমেন্ট স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দিতে হবে।
রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
-
অনলাইন জন্ম সনদ/ভোটার আইডি
-
ডিন বরাবর লিখিত আবেদন অধ্যক্ষের মাধ্যমে
-
নাম সংশোধনের আবেদন ফরম নির্দিষ্ট স্থানে ছবি ও অধ্যক্ষের স্বাক্ষর সহ
-
রেজিষ্ট্রেশন কার্ড
-
বোর্ড প্রিন্ট অর্ডার (নাম সংশোধন চিঠি)
-
এসএসসি সার্টিফিকেট
-
এইচএসসি সার্টিফিকেট
-
পিতা মাতার নাম সংশোধন করলে তাদের ভোটার আইডি কার্ড
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন এপ্রুভ করলে সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড কলেজে চলে যাবে ৭-১০ দিন পর কলেজ থেকে সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড নিতে হবে।
রেজিষ্ট্রেশন কার্ড নিতে রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি ও পে স্লিপ নিতে হবে। রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন হয়ে গেলে সর্বশেষ এডমিট কার্ড সংশোধন করতে হবে। আবেদনের নিয়ম রেজিষ্ট্রেশন কার্ডের মতো।
এডমিট কার্ড সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্রঃ
-
অনলাইন জন্ম সনদ/ভোটার আইডি
-
ডিন বরাবর লিখিত আবেদন অধ্যক্ষের মাধ্যমে
-
নাম সংশোধনের আবেদন ফরম নির্দিষ্ট স্থানে ছবি ও অধ্যক্ষের স্বাক্ষর সহ
-
সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
-
এডমিট কার্ড
-
বোর্ড প্রিন্ট অর্ডার (নাম সংশোধন চিঠি)
-
এসএসসি সার্টিফিকেট
-
এইচএসসি সার্টিফিকেট
-
পিতা মাতার নাম সংশোধন করলে তাদের ভোটার আইডি কার্ড
এডমিট কার্ড এপ্রুভ হয়ে গেলে ৭-১০ দিন পরে কলেজ থেকে সংশোধিত এডমিট গ্রহণ করতে হবে। এডমিট মূল কপি ও পে স্লিপ নিয়ে যাবেন।
এডমিট সংশোধন করা হয়ে গেলে সার্টিফিকেট ও মার্কশীটের জন্য একসাথে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিষ্ট্রেশন ও এডমিট এর মতোই। তবে সংশোধিত সার্টিফিকেট ও মার্কশীট জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে নিতে হবে। এপ্রুভ হবার ৭-১০ দিন পর মূল কপি ও পেমেন্ট স্লিপ ওয়ান স্টপ সার্ভিসে জমা দিলেই ফ্রেশ কপি পাবেন।
রানিং শিক্ষার্থীর নাম সংশোধন:
- যদি কোন রানিং স্টুডেন্ট নাম সংশোধন আবেদন করে তাহলে রেজিষ্ট্রেশন কার্ড এবং সর্বশেষ এডমিট সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর গিয়ে আইসিটি বিভাগ থেকে নাম অনলাইন সংশোধন করতে হবে।
- লিখিত আবেদন অনলাইন সংশোধনের জন্য,সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ডের কপি,সংশোধিত এডমিট কার্ডের কপি, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের কপি। সবগুলো কপির ২ সেট করবেন।
- একাডেমিক ভবনের ১৩ তলায় ১৩১০ নাম্বার রুমে স্টুডেন্ট লগইন সংশোধনের জন্য একসেট ও ১৪ তলায় ১৪১৭ নাম্বার রুমে অনলাইন সংশোধনের জন্য একসেট জমা দিবেন।
- অনলাইন সংশোধন হয়ে গেলে পরবর্তীতে সঠিক নামে এডমিট সার্টিফিকেট ও মার্কশীট আসবে।
যাদের অনার্স মাস্টার্স শেষ তাদের নাম সংশোধন:
- যাদের অনার্স মাস্টার্স শেষ চাইলে তারাও কাগজপত্র জমা দিয়ে স্টুডেন্ট লগইন ও অনলাইন সংশোধন করতে পারবে।
- অনার্সের সকল ডকুমেন্ট সংশোধন শেষ হলে একইভাবে মাস্টার্সের রেজিষ্ট্রেশন,এডমিট,সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে পারবেন।
- ডিগ্রী পাস কোর্সে একইভাবে রেজিষ্ট্রেশন,এডমিট,সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে হবে। অনার্স এবং মাস্টার্সের সকল ডকুমেন্ট সংশোধন করতে ৭/৮ মাস লাগতে পারে।
আরও পড়ুন:
অনলাইনে সার্টিফিকেট নাম সংশোধন, জাতীয় বিশ্ববিদ্যালয় পিতার নাম সংশোধন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফরম, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সংশোধন, অনার্স সার্টিফিকেট সংশোধন করার নিয়ম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের ফরম pdf