সার্টিফিকেট নাম ও বয়স সংশোধন করার নিয়ম ২০২২

সার্টিফিকেটের নাম সংশোধন ঢাকা বোর্ড। সার্টিফিকেট নাম ও বয়স সংশোধন করার নিয়ম ২০২২। ০৩/০৮/২০২২ তারিখ আবেদন করে , বোর্ড হতে সংশোধিত সকল ডকুমেন্ট উত্তোলন করি ০৪/০৯/২০২২ তারিখ।

 

সার্টিফিকেট নাম ও বয়স সংশোধন করার নিয়ম ২০২২

305621081-3465757860319101-1729528106174351883-n

301144367-3463265000568387-4260500530875688560-n

 

305475947-3463265027235051-2176210379063374293-n

 

 

সার্টিফিকেট নাম ও বয়স সংশোধন করার আমার তারিখঃ

  • স্কুল থেকে আবেদন ০৩/০৮/২০২২ তারিখ।
  • স্কুল থেকে আবেদন এপ্রুভাল দেয় ০৬/০৮/২০২২ তারিখ
  • নাম সংশোধন হয় ১৭/০৮/২০২২ তারিখ
  • ফ্রেশ কপির আবেদন ১৭/০৮/২০২২ তারিখ
  • ফ্রেশ কপি উত্তোলন ০৪/০৯/২০২২ তারিখ

 

নিজ নাম পিতা ও মাতার নাম সংশোধনঃ

  • আমার খরচঃ
  • স্কুল থেকে আবেদন ৫০০,
  • বোর্ড ফি এসএসসি ও এইচএসসি ১০০০।
  • ফ্রেশ কপি সার্টিফিকেট এসএসসি ৫০০ ও এইচএসসি ৫০০,
  • মার্কশীট এসএসসি ৫০০ এইচএসসি ৫০০,
  • রেজিষ্ট্রেশন কার্ড এসএসসি ২০০ এইচএসসি ২০০।
  • আমি এডমিট তুলিনাই, এডমিট ফ্রেশ কপি এসএসসি ৫০০ এইচএসসি ৫০০।
  • অন্যান্য ৫০০ টাকা
  • মোটঃ ৪৪০০ টাকা

নাম সংশোধনের আবেদন স্কুল/কলেজ থেকে করতে হবে। আবেদন ফি প্রতি পরীক্ষার জন্য ৫০০ যেমন জেএসসি, এসএসসি ও এইচএসসি ৩ পরীক্ষার জন্য ১৫০০। স্কুলের কম্পিউটার অপারেটর আবেদন করে দিবে তাই তাকে তার সম্মানি দিতে হবে সেটা ২০০-৫০০ পর্যন্ত হতে পারে।

 

সার্টিফিকেট নাম ও বয়স সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই সঠিক
  • পিতা মাতার নাম সংশোধন করলে তাদের ভোটার আইডি
  • সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি
  • পিইসি পরীক্ষা দিলে পিইসি সংশোধিত সার্টিফিকেট

 

এসব ডকুমেন্ট স্কান করে কম্পিউটার অপারেটর আবেদন করে দিবে। আবেদন করার পর ফোনে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবে সেটা দিয়ে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। আবেদনের পর বিকাশ / ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন সাথে সাথেই এপ্রুভ করে নিবেন।

 

এরপর অপেক্ষা। বোর্ড মিটিংয়ে আপনার নাম কারেকশন হলে ফোনে এসএমএস চলে আসবে ও নাম সংশোধনের প্রিন্ট অর্ডার পাবেন।

যদি কারো নামের সংশোধন বড় ধরণের হয় বা পুরো নাম সংশোধন হয় তবে বোর্ড মিটিংয়ে ডাকবে। বোর্ড মিটিংয়ে ডাকলে আপনার ফোনে ম্যাসেজ দিয়ে জানিয়ে দিবে তারিখ এবং সময় । বোর্ড মিটিংয়ে সকল ডকুমেন্ট এর মূল কপি ও ফটোকপি নিয়ে যেতে হবে। স্কুল থেকে ভর্তি রেজিস্ট্রার সংশোধন করে নিয়ে যেতে হবে। ভাই বোন থাকলে তার সনদ নিয়ে যাবেন, অনেক ক্ষেত্রে পিতা মাতার কাবিননামাও চাইতে পারে।

 

সার্টিফিকেট নাম ও বয়স সংশোধন করার নিয়মের কিছু তথ্য

  • প্রিন্ট অর্ডারে আপনার সংশোধিত নাম দেখতে পারবেন।
  • প্রিন্ট অর্ডার পেলে আপনাকে ফ্রেশ কপির জন্য আবেদন করতে হবে এই আবেদন নিজে অথবা কম্পিউটার দোকান থেকে করতে পারবেন।
  • ফ্রেশ কপির আবেদন প্রতি পরীক্ষা ও প্রতিটি ডকুমেন্টস এর জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে যেমন এসএসসি সার্টিফিকেট, মার্কশীট, রেজিষ্ট্রেশন কার্ড, এডমিট কার্ড সব গুলোর জন্য আলাদা আবেদন করতে হবে।
  • আবেদন করলে প্রতিটি ডকুমেন্টস এর জন্য আইডি আর পাসওয়ার্ড পাবেন লগইন করে বর্তমান অবস্থা দেখতে পারবেন।
  • ফ্রেশ কপির আবেদনের টাকা বিকাশ / ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। আবেদন ফি বিকাশে দেয়া ভাল বিকাশে চার্জ কম কাটে।
  • আপনার ফ্রেশ কপি রেডি হয়ে গেলে ফোনে এসএমএস পাবেন। ফ্রেশ কপি নেয়ার জন্য ফ্রেশ কপির আবেদন, প্রিন্ট অর্ডার, মূল কপি নিয়ে যেতে হবে।
  • জন্ম তারিখ সংশোধন আবেদন ফি ১০০০ টাকা। আবেদনের এবং বাকি প্রসেস নাম সংশোধনের মতো তবে মিটিং এ ডাকবে।

 

নিজে নিজে সব কাজ করতে পারবেন কোন দালাল ধরার প্রয়োজন নেই।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dhaka Board HSC Result 2023 marksheet with number

HSC Result 2024 Education Board Result Marksheet with Number

HSC Result 2024 All Board With Marksheet. HSC Result 2024 will be released on 15th …