বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে-এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে খন্ডকালীন শিক্ষক/কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বার্তাঁশিপ্রই), নরসিংদীতে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে “খন্ডকালীন শিক্ষক ও কর্মচারী নির্দেশিকা, ২০২১” অনুযায়ী নিম্নবর্ণিত পদে খন্ডকালীন শিক্ষক/কর্মচারী নিয়োগ করা হবে।
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
২। খন্ডকালীন শিক্ষক ও কর্মচারী নিয়োগের শর্তাবলীঃ
- (ক) বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে;
- (খ) বয়স অনুর্দ্ধ ৫০ বছর;
- (গ) শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং
- (ঘ) খন্ডকালীন শিক্ষক ও কর্মচারী নিয়োগের সাথে রাজস্ব খাতের নিয়োগের কোন সম্পর্ক নেই ।
৩। প্ৰাৰ্থী বাছাই প্রক্রিয়াঃ
লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষার মোট নম্বর হবে ১০০ (নম্বর বিভাজনঃ
- বিষয়ভিত্তিক-৫০;
- বাংলা-১০;
- ইংরেজি-১০;
- সাধারণজ্ঞান-০৫;
- সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ-০৫;
- সনদপত্র-০৫ এবং
- মৌখিক-১৫ নম্বর)
৪। খন্ডকালীন শিক্ষকের সম্মানীঃ
খন্ডকালীন শিক্ষকের সর্বসাকূল্যে মাসিক সম্মানী ১২,০০০/=(বার হাজার) টাকা এবং খন্ডকালীন সহকারী
রেজিস্ট্রারের সর্বসাকূল্যে মাসিক সম্মানী ১৫,০০০/= (পনের হাজার) টাকা।
৫। আবেদনের নিয়ম, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণঃ
আগ্রহী প্রার্থীদের আহবায়ক, খন্ডকালীন শিক্ষক বাছাই কমিটি, বাতীশিগ্রই, নরসিংদী বরাবরে স্বহস্তে লিখিত আবেদন আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের
- জীবন বৃত্তান্ত,
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশীট,
- অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে),
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
- সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি
ইত্যাদি কাগজপত্র নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/১০/২০২২ খ্রিঃ তারিখ সকল ৯.০০ ঘটিকার সময় লিখিত ও মৌখিক জন্য বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ তাঁত বোর্ড, সাহেপ্রতাপ, নরসিংদীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।