গাজীপুর সিটি কর্পোরেশন (gcc) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। স্বাস্থ্য অধিদপ্তর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই), মহাখালী, ঢাকা-১২১২ কর্তৃক গত ৩১-০৮-২০২২ খ্রিঃ তারিখের স্বাঃ অধিঃ/ইপিআই/প্রশিক্ষণ-৬ (পার্ট-৬)/কোভিড-১৯ / ২০২০/১৪৪০ সংখ্যক স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং সম্প্রসারিত টিকাদান কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে UNICEF এর অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশনের নিম্নোক্ত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ১২ মাসের জন্য নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশন (gcc) এ নিয়োগ পদের নাম ও পদ সংখ্যা।
- ভ্যাক্সিনেটর/ টিকাদানকারী – ১৫ জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- ১। প্রার্থীকে এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।
- ২। টিকাদান কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।
- ৩। প্রার্থীর বয়স অনধিক ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে, ইপিআই কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
- প্রথম সারির তত্ত্বাবধায়ক/ ভ্যাক্সিনেটর সুপারভাইজার – ১২ জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- ১। প্রার্থীকে স্নাতক/ সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।
- ২। যে কোনো স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে সেই প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
- ৩। প্রার্থীর বয়স অনধিক ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে, ইপিআই কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
- স্ট্যাটিস্টিশিয়া/ এমআইএস আইটি পারসন – ২ জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- ১। প্রার্থীকে সরকার অনুমোদিত যে কোনো ইনস্টিটিউট থেকে আইটি/কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন/ সমমান আইটি/কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ২। প্রার্থীর বয়স অনধিক ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে, এমআইএস/আইটি কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
- পোর্টার – ১২ জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- ১। প্রার্থীকে ৮ম (অষ্টম) শ্রেণী/ সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।
- ২। প্রার্থীর বয়স অনধিক ২৫-৩০ বছর হতে হবে।
- ৩। ভ্যাক্সিন ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের জন্য প্রার্থীর নিজস্ব যানবাহন বা বাই-সাইকেল থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কর্ম এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন (gcc) এ নিয়োগ বিজ্ঞপ্তি
গাজীপুর সিটি কর্পোরেশনে আবেদনের শর্তবলী:
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জনগণের সাথে সু-সম্পর্ক স্থাপনে আগ্রহী হতে হবে।
২. এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং এর মেয়াদ ১২ মাস পর সিটি কর্পোরেশন এর প্রয়োজন অনুযায়ী, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে পুনরায় ১২ মাসের জন্য বর্ধিত করা হতে পারে।
৩. আগ্রহী চাকরি প্রত্যাশীগণকে আবেদনের সাথে জীবন বৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত ফটোকপি আগামী ১০/১০/২০২২ ইং তারিখের মধ্যে ডাকযোগে/ সরাসরি মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর এই ঠিকানায় প্রেরণ করতে হবে।