২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষে ভর্তিচ্ছুু যেসব শিক্ষার্থী প্রাথমিক আবেদন ফি পরিশোধ করেছেন, তাদের আবেদন কলেজ কর্তৃপক্ষ ধাপে ধাপে এপ্রুভ করা শুরু করেছে! কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদন এপ্রুভ করার সাথে সাথে আবেদনের সময় যে মোবাইল নং দিয়েছেন সেই মোবাইল নং এ।
ডিগ্রি (নিয়মিত) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যারা অনলাইনে প্রাথমিক আবেদন করে কলেজ নোটিশ অনুসরণ করে আবেদন ফি জমা দিয়েছেন, তাদের আবেদন কলেজ কর্তৃপক্ষ এপ্রুভ করার পর “Received” লিখা আসবে। কারিগরি ত্রুটির কারণে কলেজ থেকে মেসেজ নাও আসতে পারে! অনলাইনে Received লিখা থাকলে নিশ্চিন্তে থাকবেন।
ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদন (Received) মেসেজ:
(Dear *****, Your application (Admission Roll:****) is received by ***** College.
-Nu Authority)
আরও পড়ুন:
-
ডিগ্রী ভর্তি ২০২২ – ডিগ্রি ভর্তি ২০২২ নোটিশ
-
ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২২ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা
আগামী ১৬ অক্টোবরের পর জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করবে।
ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদন অনলাইনে Received বা Submitted:
এই মেসেজটি পৌঁছে যাচ্ছে! সেই সাথে অনলাইনে লগইন করে চেক করতে পারবেন কলেজ আপনার আবেদন “Received” করেছে কিনা!
অনলাইনে যেভাবে চেক করবেনঃ
ডিগ্রি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনার আবেদনের এডমিশন রোল ও পিন নং দিয়ে লগইন করবেন! View Application অপশনে ক্লিক করে সবুজ রঙের “Received” লিখা আসবে।
- যাদের এখনো মেসেজ আসেনি বা অনলাইনে লগইনে করে লাল রঙের “Submitted” লেখাটা আছে তারা অপেক্ষা করবেন।
যদি আপনার প্রাথমিক আবেদনে “Received” লিখা নাহ আসে,Submitted লিখা থাকে সেক্ষেত্রে অবশ্যই আগামীকাল ১২ অক্টোবরের মধ্যে কলেজে যোগাযোগ করে পেমেন্টের টান্সজেকশন আইডি,অনলাইন আবেদন ফর্মটি সাথে নিয়ে জানাতে হবে।
যদি ১২ অক্টোবর মধ্যে আপনার মোবাইল নং এ উক্ত মেসেজটি নাহ আসে বা অনলাইনে লগইন করার পরও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন রিসিভ নাহ হয়,তখন অবশ্যই কলেজে যোগাযোগ করে পেমেন্টের ডিটেইলস,এডমিশন রোল নং সাথে নিয়ে বিষয়টি কলেজে জানাতে হবে।
উল্লেখ্য, প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
২০২১-২২ শিক্ষাবর্ষের ডিগ্রি(নিয়মিত) কোর্সে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন চলবে ১১/১০/২০২২ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত।