বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ফ্লাইট স্টুয়ার্ড পদ ১০০টি। বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ডেস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। রাজস্ব খাতভুক্ত Flight stewardess পদে ১০০ জন নিয়োগ দেয়া হবে। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর সার্কুলারে উল্লেখ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ও সময় : ১৮ অক্টোবর ২০২২ রাত ১২টা।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য

ক. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়।
খ. ন্যূনতম জিপিএ–৩.০ (৫.০ এর মধ্যে) (এসএসসি এবং এইচএসসি অথবা সমমান)। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ–২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
গ. ‘ও’ লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম “ডি” থাকতে হবে।
ঘ. উচ্চতা: সর্বনিম্ন ১৬১ সে.মি; ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই: ১৮.৫-২৫.০)।
ঙ. প্রার্থীদের ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে।
চ. দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।
ছ. বয়স : ১৯-০৯-২০২২ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে।
জ. সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে

ক. বেতন স্কেল: ১৫,৯০০ টাকা থেকে ৩৮,৪০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতাদি।
খ. বেতনের সঙ্গে মিলবে উৎসব ভাতা।
গ. দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ আছে।
ঘ. বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা।
ঙ. উন্নত চিকিৎসা সুবিধা।
চ. পোশাক ভাতা।

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

circular-2022-page-001

circular-2022-page-002

circular-2022-page-003

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …