চাকরির আবেদন ফি বৃদ্ধি – পরীক্ষা ফি পুন:নির্ধারণ

চাকরির আবেদন ফি বৃদ্ধি – পরীক্ষা ফি পুন:নির্ধারণ। সকল মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর-পরিদপ্তর- দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে “পরীক্ষা ফি” পুন:নির্ধারণ। পরীক্ষা ফি” গ্রহণ করা যাবে এবং “পরীক্ষা ফি” বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে।

পদের গ্রেড ও টাকার পরিমাণ

  • ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেড (নন ক্যাডার) – ৬০০/- (ছয়শত)
  • ১০ম গ্রেড – ৫০০/- (পাঁচশত)
  • ১১তম এবং ১২ তম গ্রেড – ৩০০/- (তিনশত)
  • ১৩তম থেকে ১৬তম গ্রেড – ২০০/- (দুইশত)
  • ১৭তম থেকে ২০ তম গ্রেড – ১০০/-(একশত)

চাকরির আবেদন ফি বৃদ্ধির শর্তাবলী:

  • ক) টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও “পরীক্ষা ফি” গ্রহণ করা যাবে এবং “পরীক্ষা ফি” বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে;
  • খ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক “পরীক্ষা ফি” বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে; “পরীক্ষা ফি” হার (টাকা)
  • গ) “অনলাইন আবেদন” গ্রহণ না করা হলে “পরীক্ষা ফি” বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে । তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে; এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
  • ঘ) “পরীক্ষা ফি” বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের “১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড” এবং “০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড 1422326” এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে; এবং
  • ঙ) কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) “পরীক্ষা ফি” জমা করতে চাইলে “১- প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট)-পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)-অর্থনৈতিক কোড (২০৩১)” এ জমা করতে হবে।
  • ২. অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

 

সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/ দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে “পরীক্ষা ফি”

https://ibb.co/NsPk730

 

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin