বাংলাদেশের চাকরির অনেক গ্রুপ থাকলেও ১৪ -২০ তম গ্রেডের ( ৩য় ও ৪র্থ শ্রেণি) চাকরির জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত কোন গ্রুপ নাই। তাই এই আমাদের এই আলোচনা। “তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সকল চাকরির প্রস্তুতি” সকল সরকারি ও বেসরকারি এবং এর পাশাপাশি অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে চাকরি প্রত্যাশীদের জন্য একটি পরিপূর্ণ দিকনির্দেশনা ও শিক্ষামূলক একটি নিবন্ধন।
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ গাইড ২০২২
- ব্যক্তিগত সহকারী
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট
- অফিস সহকারী
- কম্পিউটার অপারেটর
- ডাটা এন্ট্রি অপারেটর
- ক্যাশিয়ার
- হিসাব রক্ষক/হিসাব সহকারী
- সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
উপরোক্ত পদগুলোর চাকরির পরীক্ষায় সর্বোচ্চ নম্বর চাকরি নিশ্চিত করতে করণীয়ঃ
- ১.বিগত সালের প্রশ্ন অনুশীলন(৫০% রিপিট হয়)
- ২.বিগত বিসিএস প্রশ্নব্যাংক(যেসব বিষয় দরকার)
- ৩.বিষয়ভিত্তিক বই পড়া(১০০% প্রস্তুতি নিতে হবে)
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের বাংলা সাজেশন:
- এক কথায় প্রকাশ, বাগধারা, বানান,সমার্থক শব্দ,বিপরীত শব্দ, ধ্বনি,বর্ণ,সন্ধি, সমাস, কারক, প্রকৃতি ও প্রত্যায়, রবি,নজরুল,শরৎচন্দ্র,বঙ্কিমচন্দ্র, ছদ্মনাম,পত্রিকার সম্পাদক, অনুবাদ।
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের ইংরেজি সাজেশন:
- Parts of Speech, Number, Gender, Preposition, Phrase & Idioms, Spellings, Correction, Right form of Verbs, Tense, Translation, Voice, Transformation of Sentence, Literature.
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক সাজেশন:
- ৫২’র ভাষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, মেগা প্রকল্প, বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা, দিবস, ভৌগোলিক উপনাম, বিভিন্ন দেশের পার্লান্টে ভবনের নাম, গুরুত্বপূর্ণ স্থাপনা, নদ-নদী, দিবস,স্থাপত্য,কৃষি, পরিসংখ্যান (জনশুমারি, বাজেট), উপজাতী, ক্রিকেট ও ফুটবল ইত্যাদি।
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাজেশন:
- শুধুমাত্র বিগত বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন।
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের ম্যাথ সাজেশন:
- সংখ্যা,লসাগু- গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, ঐকিক নিয়ম, অনুপাত ও সমানুপাত, লাভ-ক্ষতি, মান নির্ণয়, উৎপাদক, সমান্তর ও গুণোত্তর ধারা, ত্রিকোনমিতি, পরিমিতি, জ্যামিতি: কোন, ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, কোন, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র।
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার সাজেশন:
- ব্যবহারিক পরীক্ষা সাধারণত লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের জন্য। ব্যবহারিক পরীক্ষায় সাধারণত সার্কুলারে যদি aptitude test কথাটি উল্লেখ থাকে তবে কম্পিউটার টাইপিং এর জন্য ২০ মিনিট গতি পরীক্ষা ছাড়াও এক্সেল এ স্যালারি সিট করতে দেয়া হয় বা চিঠি টাইপ করতে দেয়া হয়। যদি aptitude test কথাটি উল্লেখ না থাকে তবে শুধু ২০ মিনিটে কম্পিউটার টাইপিং এর গতি পরীক্ষা নেয়া হয়। তবে ব্যবহারিক পরীক্ষা দেয়ার জন্য অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতএব চাকরির পরীক্ষার জন্য লিখিততে সবোর্চ্চ গুরুত্ব প্রদান করতে হবে তারপর ব্যবহারিক।
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের মৌখিক পরীক্ষার সাজেশন:
- ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য করণীয়-
- i. নিজ জেলা সম্পর্কে ও উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্থান, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পড়ে যেতে হবে।
- ii. যে বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন সে বিষয়ের ব্রিফ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যেতে হবে।
- iii. ৫২’র ভাষা আন্দোনলন, ৬ দফা, মুক্তিযুদ্ধের বিস্তারিত ও রিসেন্ট ঘটনার বিস্তারিত।
- iv. মেগা প্রকল্প, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বই ও অর্জন সম্পর্কে বিস্তারিত পড়ে যেতে হবে।
- v. বাংলা সাহিত্য ও ব্যাকরণ পড়ে যেতে হবে।
সবশেষে একটা কথাই বলবো চাকরির প্রস্তুতির জন্য শুধু ৬ টা মাস সঠিক গাইডলাইন নিয়ে সব গুছিয়ে বার বার রিভাইজড দিয়ে পড়াশোনা করুন, পরীক্ষার হলে যান,সফলতা ১০০%।
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পরীক্ষার একটি নমুনা প্রশ্ন এবং উত্তর করার নিয়ম দেখুন।
আপনার কোন প্রশ্ন থাকলে মন্তব্য করুন , আমরা খুব দ্রুত উত্তর দিতে চেষ্ট করব।