ইতিমধ্যে যেসব কলেজে ডিগ্রি , অনার্স ও মাস্টার্স ইনকোর্স পরীক্ষা দিবেন তারা এই নিবন্ধনিটি পড়েতে ভুলবেন না। ইনকোর্স পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি হিসেবে বিগত তিন বছরের তিনটি সালের প্রশ্নের ক-বিভাগ এবং খ- বিভাগ সকল প্রশ্ন উত্তর শিখবেন। এতে ফাইনাল পরীক্ষার জন্যও প্রস্তুতি কিছুটা হয়ে যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষা নিয়ে সকল প্রশ্ন ও উত্তর
- ইনকোর্স পরীক্ষার মার্ক ২০।
- ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
- প্রাইভেট কোর্সের শিক্ষার্থীরা শুধু ইনকোর্স দিবেন
- কলেজের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নাহ।
- যারা ডিগ্রি ১ম বর্ষে ইমপ্রুভমেন্ট দিবেন ইনকোর্স দিতে হবে নাহ।
- ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ড সাথে রাখবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষা ২০২২
আরও পড়ুনঃ
প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষার নাম্বার ফাইনালে যোগ হবে?
- উত্তরঃ ইনকোর্সের নম্বর সরাসরি রিটেনের সাথে যোগ হবে।
প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষা কেন দিবেন?
- উত্তরঃ ১ম বিভাগ বা সিজিপিএ ভাল করতে চাইলে ও ভবিষ্যৎ এ বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম ও চাকরীতে আবেদন ও ভাল পজিশনে যেতে চাইলে প্রতিটি মার্কসের দাম অনেক। এবং অনার্সের গ্রেডিং অনুসারে আপনাকে নূন্যতম গ্রেড পয়েন্টে Dপেয়ে পাশ করতে হলে ১০০ তে ৪০ মার্কস তুলতে হবে। অন্যথায় আপনি ঐ বিষয়ে F পাবেন। NU তে রিটেন পরীক্ষা হবে ৮০ মার্কসে, যাতে পাশ মার্ক ৩২, এখন আপনি যদি রিটেন পান ৩২, এবং ইনকোর্সে ০৮, তবে ৩২+০৮ = ৪০ মিলিয়ে আপনি পাশ করছেন। কিন্তু ইনকোর্স না দিলে আপনি যদি ৮০ তে ৪০ না পান, তখন আপনি F তথা ফেল।
প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষা কত মার্কের হয়?
- উত্তরঃ ২০ মাকর্স
প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষা কখন হয়?
- উত্তরঃ প্রতি বর্ষের ফাইনাল পরীক্ষার আগে ইনকোর্স পরীক্ষা নিজ কলেজে নিজ বিভাগে অনুষ্ঠিত হবে।
প্রশ্নঃ ইনকোর্স অর্থ কি
- উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) এর একটি পরীক্ষা পদ্ধতি, যার মার্কস ২০ নম্বর। ২০ মার্কসের ১৫ লিখিত ও ৫ ক্লাস উপস্থিতি মার্ক যার মধ্যে পাশ মার্ক মোট মার্কসের ৪০% মানে ২০*৪০% = ০৮ নম্বর। ইহা কখন নেয়া হবে তা কলেজের বিষয়, এবং সিলেবাস হলো ক্লাসে যা যা পড়ানো হয়েছে তাই।
প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষা না দিলে কি হয়?
- অনার্সে / ডিগ্রি / মাস্টার্স লেবেলের একজন শিক্ষার্থীকে ২০ মার্কসের প্রয়োজনীয়তা বুঝানোর দরকার হলে আমাদের পোস্ট ওয়েবসাইটের লেখা গুলো পড়ুন। বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এর গ্র্যাজুয়েটদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ! সো এ বিশ্ববিদ্যালয়েরর প্রশ্নবিদ্ধ আন্ডারগ্রেজুয়েটদের একাংশ ছাত্র-ছাত্রীর ইনকোর্স ফাকি দেয়ার প্রবণতা লক্ষণীয়!
প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র।
- উত্তরঃ আপনি স্বাভাবিক একটি দরখাস্ত লিখলে হবে তবে বানানের প্রতি খেয়াল করবেন।
প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষার সাজেশন।
- উত্তরঃ ইনকোর্স পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি হিসেবে বিগত তিন বছরের তিনটি সালের প্রশ্নের ক-বিভাগ এবং খ- বিভাগ সকল প্রশ্ন উত্তর শিখবেন। এতে ফাইনাল পরীক্ষার জন্যও প্রস্তুতি কিছুটা হয়ে যাবে।
People also search for:
পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র, কলেজে পরীক্ষা না দেওয়ার জন্য আবেদন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আবেদন, ইনকোর্স পরীক্ষার প্রশ্ন ২০২২, ইনকোর্স পরীক্ষা কিভাবে হয়, ইনকোর্স পরীক্ষা না দিলে কি হয়, ইনকোর্স পরীক্ষা না দিলে কি হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা কত মার্কের হয়, ইনকোর্স মানে কি, ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র, ইনকোর্স পরীক্ষা কত মার্কের হয়,জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষা, ইনকোর্স অর্থ কি, ইনকোর্স পরীক্ষা না দিলে কি হয়,ইনকোর্স পরীক্ষা না দিতে পারায় আবেদন পত্র।