খুলনা সিটি কর্পোরেশন এর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা । এতদ্বারা সর্ব সাধারণের জন্য জানানো যাচ্ছে যে, খুলনা সিটি কর্পোরেশনের বিগত ২৫/১০/২০২১খ্রি. তারিখে স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে নিম্নবর্ণিত পদে ইন্টারভিউ কার্ড আবেদনকারীদের স্ব স্ব ঠিকানায় ইস্যু করা হয়েছে।
যার লিখিত পরীক্ষা আগামী ২৩/০৯/২০২২ ও ২৪/০৯/২০২২ খ্রি. এবং ০১/১০/২২খ্রি. তারিখ সকাল ১০.০০ঘটিকায় খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড উইমেন্স কলেজ, খুলনায় অনুষ্ঠিত হবে। বিষয়টি সকলের অবগতির জন্য খুলনা সিটি কর্পোরেশনের ওয়েব সাইটে প্রচার করা হলো ।
খুলনা সিটি কর্পোরেশন এর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
তারিখ-২৩/০৯/২০২২ তারিখে অনুষ্ঠিত হবে:
- ১। সহকারী হেলথ অফিসার,
- ২। চীফ এ্যাসেসর,
- ৩।হিসাব রক্ষক,
- ৪। উচ্চমান সহকারী,
- ৫। গোপন সহকারী ।
তারিখ-২৪/০৯/২০২২ তারিখে অনুষ্ঠিত হবে:
- ১। স্যানিটারী ইন্সপেক্টর,
- ২। হিসাব সহকারী,
- ৩। আদায়কারী সরকার,
- ৪। কনঃ সুপারভাইজার,
- ৫। টোল আদায়কারী।
তারিখ-০১/১০/২০২২তারিখে অনুষ্ঠিত হবে:
- ১। সহকারী হিসাব রক্ষক,
- ২। লাইসেন্স ইন্সপেক্টর,
- ৩। সহকারী ক্যাশিয়ার,
- ৪। মুদ্রাক্ষরিক,
৫।কম্পাউন্ডার, - ৬। স্বাস্থ্য সহকারী,
- ৭। টিকাদার,
- ৮। আদায়কারী (কসাইখানা),
- ৯। দপ্তরী
১০ । মোল্লা কাম মোহরার/কেয়ারটেকার ।
মোঃ আজমুল হক
সচিব(উপসচিব)
খুলনা সিটি কর্পোরেশন।
খুলনা সিটি কর্পোরেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি