জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফার ২০২২ আবেদন করুন খুব সহজে। জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার ফরম ডাউনলোড করুন। বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে ট্রান্সফার করবেন যেভাবে। কলেজ ট্রান্সফার ২০২১-২০২২ আবেদন শুরু। কলেজ ট্রান্সফার করতে কত টাকা লাগে তা জানুন নোটিশ থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের জন্য আবেদন ফরম pdf ডাউনলোড এবং পূরণ করবেন যেভাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ক্রেডিট ট্রান্সফার। কলেজ ট্রান্সফার করার নিয়ম পড়ুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ট্রান্সফারের জন্য নিম্নোক্ত প্রয়োজন
আরও পড়ুনঃ কলেজ পরিবর্তনের আবেদন ফরম ডাউনলোড করুন
যেসব ক্ষেত্রে টিসি প্রযোজ্য হবে
১) শিক্ষার্থী ১ম বর্ষ উত্তীর্ণ হবার পর-
- (ক) সরকারি কলেজ হতে সরকারি ও বেসরকারি কলেজ,
- (খ) বেসরকারি কলেজ হতে বেসরকারি কলেজ ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে কিন্তু বেসরকারি কলেজ হতে সরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না।
- গ) একই জেলা শহরের দুইটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেয়া যাবে না। তবে বিশেষ কারনবশত মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শর্ত শিথিল যোগ্য।
- ঘ) একজন শিক্ষার্থী একাধিক বার ছাড়পত্র নিতে পারবে না।
আবার শিক্ষার্থী একটি কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলো কিন্তু রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে ভর্তি হয়েছিলো, সে পূর্বের আবেদনকৃত কলেজ বা সমমান কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না।
যেসব কারনে টিসির জন্য আবেদন করা যাবে
- শর্ত ১ : চাকুুরীরত অভিভাবক অন্য জেলায় বদলী হলে;
- শর্ত ২ : অভিভাবকের মৃত্য জনিত কারনে;
- শর্ত ৩ : মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে(অনার্স/ডিগ্রীতে ভর্তির পর);
- শর্ত ৪ : শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে।
- শর্ত ৫ : শিক্ষার্থী প্রতিবন্ধী হলে;
- শর্ত ৬ : সংশ্লিষ্ট কলেজের / বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে;
কলেজ ট্রান্সফার আবেদনের নিয়মাবলী
- প্রথম বর্ষের ফল প্রকাশের পরের ৪৫ দিন পর্যন্ত পরের বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে ” Student Account ” ব্যবহার করে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে।
- এর জন্য Student Account খোলার লিঙ্ক : http://services.nu.edu.bd/nu-app
- একাউন্ট আপডেট করার পর ” Academic Serives” হতে ” College Transfer(TC) ” ম্যানু সিলেক্ট করলে ছাড়পত্র আবেদন ফরম আসবে।
- তা হতে আপনি যে কলেজে আবেদন করতে চান তা সিলেক্ট করবেন এবং ” Attachment ” অপশনে যেসব কারনে টিসি নিতে চান তার জন্য প্রযোজ্য ডকুমেন্টস সাবমিট করবেন এবং
- Reason এর ঘরে টিসি আবেদনের কারন লিখে দিবেন এরপর তা ” Submit ” করবেন।
- আবেদন submit করার পর আপনার প্রাথমিক আবেদন ফি প্রদানের জন্য একটি 146/- টাকা মূল্যমানের ” Pay Slip” সংক্রিয় ভাবে তৈরী হবে, তা প্রিন্ট করে আপনার নিকটস্থ যে কোন ” Shonali Bank” এর শাখায় জমা দিবেন।
- আবেদন যাচাই বাঁচাই করে 07-30 দিনের মধ্যে আপনার একাউন্টের ড্যাশবোর্ডে এনইউ আবেদনের সর্বোশেষ Status জানিয়ে দিবে।
কলেজ ট্রান্সফার প্রাথমিক আবেদন গ্রহন হলে
- প্রাথমিক আবেদন এনইউ গ্রহন করলে তা শিক্ষার্থীর বর্তমান কলেজে ফরওয়ার্ড করে দিবে এবং শিক্ষার্থীকে একটি Letter দিবে, তা প্রিন্ট করে present কলেজে জমা দিবে।
- এরপর কলেজ শিক্ষার্থীর কাছ হতে তাদের পাওনা টাকা আদায় করে নিজেদের ” College Login” এ যেয়ে টিসি অনুমোদন করবা বা অনাপত্তি প্রদান করবে।
- এরপর শিক্ষার্থীর নিজের ড্যাশবোর্ডে কলেজ কর্তৃপক্ষের এপ্রুভাল স্ট্যাটাস দেখতে পাবে এবং চুড়ান্ত আবেদন ফি প্রদানের জন্য 1046/- টাকা মূল্যমানের আরো একটি পেস্লিপ পাবে, তা প্রিন্ট করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে হবে.
- এরপর আবারো student account এ NU হতে একটি চূড়ান্ত টিসি approval লেটার দেয়া হবে। তা প্রিন্ট করে নতুন কলেজে যেয়ে ভর্তি হতে হবে।
কলেজ ট্রান্সফার সংযুক্তি হিসেবে জমা দিতে হবে যেসব কাগজপত্র
- ১) রেজিষ্ট্রেশন কার্ড;
- ২) এডমিট কার্ড;
- ৩) পরীক্ষার ফলাফল কপি;
- ৪) Reason এর ঘরে লেখা কারণ সংশ্লিষ্ট ডকুুমেন্ট; [ নিন্মে বর্ণিত ]
শর্ত ১ এর জন্য : অভিভাবক বলতে বাবা/মা কে বুঝাবে। বাবা/মা জীবিত না থাকলে বা অসমর্থ হইলে আইনানুক অভিভাবকের প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে; শুধুমাত্র সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাকের বদলী জনিত কারনে ছাড়পত্র দেয়া হবে। এর জন্য : চাকুরীর বদলীর আদেশ, যোগদানপত্র, চাকুরীর আইডি কার্ড ও সম্মতি পত্র জমা দিতে হবে।
শর্ত ২ এর ক্ষেত্রে : অভিভাককের মৃত্যুর বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এর প্রত্যায়নপত্র / ডক্টর কর্তৃক প্রদত্ত ডেথ সার্টিফিকেট। অভিভাকের মৃত্যুর পর বর্তমানে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতি পত্র, পেশা ও কর্মস্থল সম্পর্কৃত প্রামান্য দলিল প্রদান করতে হবে।
শর্ত ৩ এর ক্ষেত্রে : অবশ্যই অনার্স বা ডিগ্রীতে ভর্তির পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, মুসলিমদের ক্ষেত্রে বিবিহের কাবিননামা ও হিন্দু/বৌদ্ধদের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/ স্থানীয় চেয়ারম্যান / ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যায়নপত্র, প্রয়োজনে স্বামী-স্ত্রীর যৌথ ছবি ও দাওয়াতপত্র। স্বামীর সম্মতিপত্র, চাকরির যোগদানপত্র,বদলীর আদেশ, জাতীয় পরিচয়পত্র প্রদান করতে হবে।
শর্ত ৪ এর ক্ষেত্রে : এক্ষেত্রে শিক্ষার্থির নিজের/পিতার/মাতার জাতীয় পরিচয়পত্র ও অভিভাকের মতামত পত্র জমা দিতে হবে। বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হলে কর্তৃপক্ষ TC দিবে। [ এ শর্তে টিসি পাবার প্রবণতা খুবই কম ]
শর্ত ৫ এর ক্ষেত্রে : সমাজকল্যাণ অধিদফতর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।
শর্ত ৬ এর ক্ষেত্রে : বিশ্ববিদ্যালয় এর পরিদর্শন শাখা কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে ।
উল্লেখিত কারণ ব্যতীত আর কোনো কারণে টিসি আবেদন গ্রহণযোগ্য হবে না।