জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ও সনাতন ক্লাস পদ্ধতি। এনইউ গ্রেডিং সিস্টেম, GPA/CGPA নির্ণয় ও সনাতন Class পদ্ধতি। যাদের এইচ এস সি তে 2.20 থাকবে তারা কি দ্বিতীয় বিভাগে পড়বে? যারা স্নাতক পাস নিয়ে পড়েছে এবং ডিভিশন নিয়ে পাস করেছে তাদের ক্ষেত্রে কি কোন ক্রেডিট ছিল। কোন শিক্ষা বর্ষে যদি কোন বিষয়ে ফাস্ট ক্লাস না থাকে তাহলে কি ফাস্ট ক্লাস পাওয়া যাবে না ঐ বর্ষে?
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ এর সাথে সনাতন পদ্ধতির বিভাগের সামঞ্জস্য:
- জিপিএ ৩.০০ বা তদুর্ধ = ১ম বিভাগ
- জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম = ২য় বিভাগ
- জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম = তৃতীয় বিভাগ
র্যাফারেন্স :
অনার্স/ডিগ্রী/মাস্টার্স এর সিজিপিএ এর সাথে সনাতন পদ্ধতির বিভাগের সামঞ্জস্যতা:
- ৬০% বা তদুর্ধ = ১ম বিভাগ
- ৪৫% বা তদুর্ধ তবে ৬০% এর কম = ২য় বিভাগ
- ৩৩% বা তদুর্ধ তবে ৪৫% এর কম = ৩য় বিভাগ
সূত্র : ৮০➗বিশ্ববিদ্যালয় হতে অনুসৃত জিপিএ স্ক্যাল (৪ বা ৫) ✖ অর্জিত সিজিপিএ = অর্জিত শতকরা(%) নম্বর।
উদাহারন : একজন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনার্স শেষ করা শিক্ষার্থীরা অর্জিত সিজিপিএ ৩.০০, সুতরাং তার বিভাগ হবে → ৮০➗০৪ ✖ ৩.০০ = ৬০%।
অর্থাৎ ৬০% = ১ম বিভাগ।
র্যাফারেন্স :
জাতীয় বিশ্ববিদ্যালয় এর গ্রেডিং সিস্টেম :
- ৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
- ৭৫ এর অধিক, ৮০ থেকে কম = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
- ৭০ এর অধিক, ৭৫ থেকে কম = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
- ৬৫ এর অধিক, ৭০ থেকে কম = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
- ৬০ এর অধিক, ৬৫ থেকে কম = B = ৩.০০ বা ১ম বিভাগ
- ৫৫ এর অধিক, ৬০ থেকে কম = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
- ৫০ এর অধিক, ৫৫ থেকে কম = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
- ৪৫ এর অধিক, ৫০ থেকে কম = C = ২.২৫ বা ২য় বিভাগ
- ৪০ এর অধিক, ৪৫ থেকে কম = D = ২.০০ বা ৩য় বিভাগ
- ৪০ এর নিচে = Fail = ০.০০
GPA নির্ণয় : GPA = এক বছরে মোট অর্জিত পয়েন্ট ➗ এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”।
Ex : B+ = 3.25*4 = 13 ; C = 2.25*4 = 9; B+ = 3.25*4 = 13; B = 3.00*4 = 12; B- = 2.75*4 = 11; A- = 3.3.50*4 = 14;
সুতরাং মোট অর্জিত পয়েন্টস : 13+9+12+13+12+11+14 = 72
এবং মোট অর্জিত ক্রেডিট : 4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায় : 72/24 = 3.00
CGPA নির্নয়: CGPA = চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) + অর্জিত গ্রেড পয়েন্টস ➗ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।
চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করবেন তার সাথে
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল।
র্যাফারেন্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স/ডিগ্রী/মাস্টার্স রেগুলেশন ১৩-১৪।