জাতীয় বিশ্ববিদ্যালয়ের অজানা বিষয়.

বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ! ওয়েবমেট্রিকসের র্যাংকিংয়ে বাংলাদেশে পঞ্চম। অধিভুক্ত কলেজগুলোয় পড়াশোনা করে ২১ লাখেরও বেশি ছাত্রছাত্রী। উইকিপিডিয়ার পরিসংখ্যানে ছাত্রছাত্রীর দিক থেকে বিশ্বে দ্বিতীয়। পেয়েছে শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি।

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সমূহ অধিভুক্ত কলেজের তদারকি করতে গিয়ে অভ্যন্তরীণ শিক্ষাকার্যক্রম পরিচালনায় বাড়তি চাপে[তথ্যসূত্র প্রয়োজন] ছিল। সেই চাপ কমাতে ও অধিভূকক্ত কলেজগুলোর মান উন্নয়নে ১৯৯২ সালে সংসদে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ নামের আইন পাসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

বতর্মান এ সারা দেশে বিভিন্ন কলেজের শিক্ষা বিস্তারে জাবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে. দেশের লাখ লাখ ছাএছাএী বতমানে এই প্রতিস্ঠানে পড়াশোনা করছে.

কিছুদিন আগে ঢাকা শহরের বিখ্যাত ৭ টি কলেজ জাতীয় বিশবিদ্যালয় এর অধীন করা হয়েছে. 

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

Masters Board Challenge 2024 | Masters Final Result Re-Scrutiny 2024

Regarding the application for the re-verification of the answer sheet of the Master’s final examination …