জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাঙ্কিং২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০২২। জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ৫টি কলেজ হলো-রাজশাহী কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, আনন্দমোহন কলেজ এবং কারমাইকেল কলেজ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের পারফরমেন্সের ভিত্তিতে কলেজ র‍্যাঙ্কিংয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিং-২০১৮ সালের নির্বাচিত ৭৬টি কলেজের ফলাফলে জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ (৭০.৫৪ পয়েন্ট) শীর্ষে রয়েছে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাকিং ২০২২

Result-of-College-Ranking-2018-page-001

Result-of-College-Ranking-2018-page-002

Result-of-College-Ranking-2018-page-003

সম্পূর্ণ তালিকা দেখুনঃ National University All College Ranking List

 

জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা পাঁচটি কলেজ হলো-

  1. রাজশাহী কলেজ,
  2. সরকারি অ্যাডওয়ার্ড কলেজ,
  3. সরকারি আজিজুল হক কলেজ,
  4. আনন্দমোহন কলেজ ও
  5. কারমাইকেল কলেজ।

সেরা মহিলা কলেজ-

  1. লালমাটিয়া মহিলা কলেজ,

সেরা সরকারি কলেজ

  1. রাজশাহী কলেজ ও

সেরা বেসরকারি

  1. কলেজ ঢাকা কমার্স কলেজ।

 

এদিকে ঢাকা অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, সিলেট অঞ্চলে ৬টি, বরিশাল অঞ্চলে ৪টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …