সহকারী স্টেশন মাস্টার পদের বিগত সালের প্রশ্ন ও সমাধান

বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী স্টেশন মাস্টার পদে বাছাই পরীক্ষা (এমসিকিউ) আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫৩১।বাংলাদেশ রেলওয়ে ২০২২ সালে আসা সকল পরীক্ষার MCQ । আগামী ৬ আগস্ট অনুষ্ঠিতব্য রেলওয়ের স্টেশন মাস্টারের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখে নিতে পারেন।যে যতই যুক্তি দেখান যে এর আগে কখনো স্টেশন মাস্টারের পরীক্ষা MCQ হয়নি কিন্তু এবার হবে নো কনফিউশান।

 

সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে। সময় বরাদ্দ ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১৫ ও সাধারণ জ্ঞান-১৫ নম্বরের। প্রতিটি প্রশ্নের নম্বর ১। কোনো নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

 

সহকারী স্টেশন মাস্টার পদের বিগত সালের প্রশ্ন ও সমাধান

 

295655434-739007924207110-5541703970003760958-n

 

296504929-739008294207073-7431202468156308869-n

 

296748647-739008214207081-6687445837234624335-n

296685310-739008300873739-4737425562897056938-n

 

296745485-739008290873740-2043590892631020721-n

 

295352050-739008287540407-7834748840147011748-n

 

296260052-739008160873753-8223447423450663893-n

 

 

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের বিগত সালের পরীক্ষার প্রশ্ন ও সমাধান.PDF

 

 

 

Whats-App-Image-2022-08-01-at-11-28-06-PM

 

Whats-App-Image-2022-08-01-at-11-28-06-PM

 

রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আট বিভাগ এবং বগুড়ায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বিভাগে। এ বিভাগে মোট পরীক্ষার্থী ৬২ হাজার ২২৯ জন। এ ছাড়া ময়মনসিংহে ২৭ হাজার ৪১৯ জন, রাজশাহীতে ৩৯ হাজার ৬৮৫, বরিশালে ২৩ হাজার ৩০৪, সিলেটে ১০ হাজার ৫১২, খুলনায় ৪৮ হাজার ৯০, চট্টগ্রামে ৫৬ হাজার ৩৫৬, রংপুরে ৫২ হাজার ৭৯৭ এবং বগুড়ায় ২০ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী।

শনিবার বিকেল তিনটায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তিনটার পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার কেন্দ্রে কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

সহকারী স্টেশনমাস্টার পদে নেওয়া হবে ৫৬০ জন। এ পদে দেশের সব জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ ছিল। বেতন স্কেলঃএ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৯,৭০০-২৩,৪৯০ টাকা। বেতন গ্রেড ১৫।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

Tense Rules Bangla pdf Download | Tense শেখার সহজ উপায় pdf

tense rules Bangla pdf download. tense rules pdf. tense pdf file download. tense book pdf …