আগস্ট জুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে যা যা থাকছে
(২১-২২) অনার্স ১ম বর্ষের কোটা মেধা তালিকা প্রকাশ ও ভর্তি এবং ১ম রিলিজের আবেদন।
(২০-২১) অনার্স ১ম বর্ষের ফরমপূরণ ১১ আগস্ট পর্যন্ত চলবে।
ডিগ্রি (১৭-১৮) ৩য় বর্ষের ফরমপূরণ ০৮ আগস্ট পর্যন্ত চলবে।
আগস্ট জুড়ে যা যা থাকতে পারে
অনার্স (১৭-১৮) ৩য় বর্ষের ফলাফল প্রকাশ।
ডিগ্রি (১৮-১৯) ২য় বর্ষের ফলাফল প্রকাশ।
অনার্স (২০-২১) ১ম বর্ষের রুটিন প্রকাশ।
আগষ্ট মাসে NU বিভিন্ন বর্ষের যেসকল কার্যক্রম আছে ও থাকতে পারে:
অনার্স ২১-২২ : প্রথম সপ্তাহে কোটার মেরিট, ২য় সপ্তাহের শেষের দিকে ১ম রিলিজের আবেদন শুরু এবং ৩য় ও ৪র্থ সপ্তাহে রিলিজের ভর্তী।
অনার্স ২০-২১ : ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ চলবে ১১ আগষ্ট পর্যন্ত। রুটিন প্রকাশিতে হবে, পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় সেপ্টেম্বর আরো বিলম্ব করলে অক্টোবর।
(সেপ্টেম্বর মাসে ডিগ্রী ৩য় বর্ষ ও মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে)
অনার্স ১৯-২০ : ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি আসতে পারে।
অনার্স ১৮-১৯ : বর্তমান ৩য় বর্ষ, NU কর্তৃক তেমন কিছু না থাকলেও কলেজে ইনকোর্স থাকতে পারে।
অনার্স ১৭-১৮ : একটাই চাহিদা ৩য় বর্ষের রেজাল্ট।
ডিগ্রী ২১-২২ : মাসের শেষের দিকে ভর্তি আবেদনের সার্কুলার আসতে পারে।
ডিগ্রী ২০-২১ : রেজি: কার্ড ইস্যু হতে পারে, ভাগ্য সহায় হলে ফরম পূরণের ঘোষণাও আসতে পারে।
ডিগ্রী ১৯-২০: ২য় বর্ষ চলমান।
ডিগ্রী ১৮-১৯ : এ মাসে ২য় বর্ষের রেজাল্ট হবার সম্ভাবনা খুব একটা নাই।
ডিগ্রী ১৭-১৮ : ৩য় বর্ষের ফরম পূরণ ৮ আগষ্ট পর্যন্ত, পরীক্ষা ৬ সেপ্টেম্বর হতে।
মাস্টার্স ফাইনাল ১৮-১৯ : রুটিন প্রকাশিত হয়েছে, সেপ্টেম্বর ১৪ তারিখ হতে পরীক্ষা শুরু।