শূন্য থেকে যেভাবে শুরু করবেন প্রিলি প্রস্তুতি

বর্তমানে ২০০ নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে বিশাল সিলেবাস আয়ত্বে আনতে হয়! যা একজন নতুন শিক্ষার্থীর কাছে যুদ্ধ জয়ের সমান। এখন এই প্রস্তুতি কিভাবে শুরু করবেন সেটাই হল বিবেচ্য বিষয়।

বিসিএস প্রিলিমিনারীর পড়ার কোনো শেষ নাই। এজন্য প্রস্তুতির ক্ষেত্রে গৎবাধা না পড়ে কৌশলী হতে হবে। 

এখন যেভাবে শুরু করবেন

১.প্রথমেই পিএসসির ওয়েবসাইট থেকে প্রিলিমিনারীর সিলেবাসটা সংগ্রহ করবেন।

২.এবার ভাল করে টপিকস গুলো মনযোগ দিয়ে পড়বেন। দেখবেন কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩.এবার প্রশ্ন সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে জব সল্যুশনস হতে ১০–৩৭ প্রিলির প্রশ্ন সমাধান করবেন মনযোগ সহকারে।

৪.সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন পড়ার পর আপনি বুঝে যাবেন আপনার কি পড়া উচিত এবং কি পড়ার দরকার নাই।

৫.এবার সিলেবাসের প্রয়োজনীয় বই 

বাংলা : বাংলার জন্য কিনবেন
——–
১.যে কোন একটি গাইড (এমপিথ্রি,প্রফেসর্স,ওরাকল)
২.সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা 
৩.একাদশ শ্রেনির ব্যাকরণ বোর্ড বই

ইংরেজিঃ
————
ইংরেজির জন্য কিনবেন
১.কম্পিটিটিভ এক্সাম বই
২.যে কোন একটি গাইড
৩.একটি গ্রামার বই (এডভান্সড বা পিসিদাস)
৪.সাইফুরস স্টুডেন্ট ভকাবুলারি বই

গণিতঃ
১.এমপিথ্রি গাইড
২.ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির বোর্ড  বই

মানসিক দক্ষতাঃ
১.যে কোন একটা গাইড

বিজ্ঞানঃ
১.নবম দশম সাধারণ বিজ্ঞান
২.যে কোন একটি গাইড

কম্পিউটারঃ
১.নবম দশম শ্রেনির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই
২.ইজি কম্পিউটার বই 

বাংলাদেশঃ
১.একটি আপডেট তথ্য সমৃদ্ধ গাইড
২.নবম দশম শ্রেণির পৌরনীতি বই
৩.বাংলাদেশের সংবিধান
৪.বাংলাদেশের মানচিত্র
৫.কারেন্ট এ্যাফেয়ার্স মাসিক সংখ্যা

আন্তর্জাতিকঃ
১.একটি আপডেট তথ্য সমৃদ্ধ গাইড
২.একটি বিশ্ব মানচিত্র
৩.পত্রিকার আন্তর্জাতিক পাতা

ভূগোলঃ
১.নবম দশম শ্রেণির ভূগোল বই

সুশাসন ও নৈতিকতাঃ
১.উচ্চ মাধ্যমিক পৌরনীতি

সবশেষে একটি জব সল্যুশনস।

প্রস্তুতির প্রথম কয়েকদিনের অনুভূতি :
যেহেতু বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবেন সেহেতু পিছু হঠার সুযোগ নেই।

প্রথম প্রথম যতই পড়বেন ততই ভুলবেন! মনে হবে আমার তো কিছুই মনে থাকেনা। টেনশনের কিছুই নাই বরঞ্চ এমন মনে হওয়াটাই স্বাভাবিক। যে বিসিএসে প্রথম হয় সেও প্রথমে এমন বোধ করে। প্রথম প্রথম ভুলে গেলেও পাঁচ ছয়মাস পর দেখবেন সবই মনে থাকছে।

তাহলে আর দেরি কেন শুরু হয়ে যাক স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার কঠোর প্রস্তুতি।

লেখক: ৩৬ বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশকৃত (মেধা তালিকায় তৃতীয়)

About Sydur Rahman Tanvir

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

44th Viva Exam Schedule 2024 – bpsc.gov.bd Viva Schedule

44th B.C.S. Exam 2021 Written Exam B.C.S. passed for its general cadre posts. The oral …