প্রাইমারিতে কে কত পেলে টিকবেন ?
এই প্রশ্নের উত্তর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে
১.আপনার উপজেলার শূন্যপদ
২.উপজেলা কী উন্নত মানে প্রতিযোগিতা বেশি
৩.পরীক্ষার প্রশ্নের ধরন
৪.ভাগ্য
- আপনার উপজেলায় ৫০+ পদ হলে ৬০+ পেলে আশা রাখুন।
- তবে আপনার উপজেলা সদর হলে কিংবা প্রার্থী বেশি হলে ৬৫+ হলেই নিশ্চয়তা বেশি
- তবে ৬০+ হলেও ইনশাআল্লাহ ভাইভায় ডাক পেতে পারেন।
- আবার প্রত্যন্ত উপজেলা হলে ৫৫+ হলেই অনেক সম্ভাবনা।
- এবারের প্রশ্নে ৬০+ নিরাপদ নাম্বার।
- তবে শূন্যপদ ভেদে এটা ভ্যারি করবে মানে এই রেঞ্জের নীচে কমতে পারে কিংবা বাড়তে পারে।
ভাগ্যই আসল নিয়ামক।অনেকে কয়েকবার ভাইভা দিয়েও হয় না আবার কারো একবারই হয়।তাই পড়তে থাকুন।নিশ্চয়ই সৃষ্টিকর্তা পরিশ্রমীদের খালি হাতে ফেরাবেন না।সবার জন্য শুভকামনা।
ইমা হালিমা