প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলায় ৩ টি ও ইংরেজি ২ টি বাক্য

এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় প্রাথমিক শিক্ষক নিয়োগ অধিদপ্তর থেকে হাতের লেখা যাচাই করার কথা বলা হয়েছে। আর যেহেতু পরিক্ষার ১ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে সেহেতু ওএমআর সিটে হাতের লেখা যাচাই করার জন্য ২/৩ লাইন লিখার সিস্টেম থাকতেও পারে। পরিক্ষার সময় সকাল ১১ থেকে ১২ টা করা আছে সেক্ষেত্রে লিখিত পরিক্ষা হবে না এটা নিশ্চিত। বাংলাদেশ সম্পর্কে কিছু লিখতে বললে নিচের বাক্যগুলো ট্রাই করতে পারেন।

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ সর্ম্পকে  বাংলায় ৩ টি ও ইংরেজি ২ টি বাক্য

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলায় ৩ টি ও ইংরেজি ২ টি বাক্য

আরও পড়ুন: রংপুর বরিশাল ও সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষক শুন্য পদের তালিকা ২০২৩

বাংলায় নিচের যে কোন তিনটি বাক্য লিখলেই হবেঃ

১। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
২। প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি এই বাংলাদেশ।
৩। ছয় ঋতুর দেশ এই রুপসি বাংলাদেশ।
৪। বাংলাদেশের প্রকৃতি সবুজে ঘেরা।
৫। বাংলাদেশে ছয়টি ঋতুতে প্রকৃতি নানা সাজে সেজে ওঠে।
৬। অসংখ্য নদী থাকায় এ দেশকে তেরো শত নদীর দেশ বলা হয়।
৭ । বাংলাদেশের গ্রামীন প্রকৃতি ভারি সুন্দর।
৮। এদেশে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে।

 

ইংরেজিতে নিচের যে কোন দুইটি টি বাক্য লিখলেই হবেঃ

1. Bangladesh is a small and beautiful
country in South Asia.
2. Bangladesh is my homeland.
3. Our country became independent in 1971.
4. The capital of my country is Dhaka.
5. Our country is not big but has a lot of natural resources.
6. There are many visiting places in my country.
7. There are a lot of rivers in this country.
8. We have a mangrove forest called Sundarbans.
9. Sundarbans is the home to the royal Bengal tiger.
10. I love this peaceful country.

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

Primary Assistant Teacher Appointment Letter 2024 PDF Download

Primary Teacher Appointment Letter 2024 PDF Download. Based on the results of the Assistant Teacher …