জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষার্থীর পরীক্ষার খাতা জুড়ে লিখা ‘ভালোবাসি তোমায়’। যশোরের এক শিক্ষক ডিগ্রি (পাস) কোর্স-২০২০ সেশনের খাতা মূল্যায়নের সময় বিষয়টি তার চোখে পড়ে।
পরে তিনি সেটি ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করলে সেটি সবার নজরে আসে। পোস্টকৃত তিনটি ছবিতে দেখা যায় প্রথম পৃষ্ঠায় ‘ডিয়ার jiN’ (Jan) শিরোনামে ১৮ লাইনে লিখেছে ‘ভালোবাসি তোমায়’ পরের পৃষ্ঠায়ও ২৪ লাইনে একই কথাটিই লিখেন।
৩য় পৃষ্ঠায় ৫টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের নিচে লিখেন, ‘আমার পিতা খুব গরিব। স্যার আমি চিকসা (রিকশা) চালাই তাই আপনার চেলে (ছেলে) মনে করে আমাকে পাশ করে (করিয়ে) দিয়েন।’ এই লিখার নিচে তার মোবাইল নম্বরও লিখে দেন।
সংগ্রহিত