অনার্স ৪র্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞানে গ বিভাগে একই প্রশ্ন হুবুহু দুইবার। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অনার্স ৪র্থ পরীক্ষা ২০২০। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা চলছে। ১০ ফেব্রুয়ারি ২০২২ অনুষ্ঠিত হয় Globalization, Regionalism and International Financial Institutions পরীক্ষা যার বিষয় কোড ছিল 241915।
২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচী
পরীক্ষা শেষে অনেকেই মন্তব্য করছেন, যে রিপিট প্রশ্ন লিখেছি নম্বর পাব কিনা? সেখানে মন্তব্য থেকে পাওয়া – যেহেতু ভুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেহেতু নম্বর পাবেন।
- প্রশ্নপত্রে দেখা যায় গ বিভাগ রচনামূলক প্রশ্নে যার প্রতি প্রশ্নের মান ১০ নম্বর, সেখানে ১২ নং এবং ১৫ নং একই প্রশ্ন রয়েছে।
- প্রশ্ন নিম্নরুপঃ বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো।
- আবার একই প্রশ্নে ইংরেজি ভার্ষনে রয়েছে নিম্নরূপঃ
- ১২ নং Discuss the problems and possibilities of globalization.
- এবং ১৫ নং রয়েছে নিম্নরূপঃ Discuss the problems and prospect of globalization.
বিষয় : রাষ্ট্রবিজ্ঞান, পত্রকোড – ২৪১৯১৫ । আপনাদের সুবিধার্থে নিচে প্রশ্নপত্রটি দেওয়া হলো