জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজসমূহ এডহক কমিটি গঠন প্রসঙ্গে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজসমূহ এডহক কমিটি গঠন প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯৯২ সনের ৩৭ নং আইন’-এ ধারা ৪০ উপধারা (২) এ উল্লেখ রয়েছে “প্রত্যেক কলেজ একটি গভর্নিং বডি দ্বারা পরিচালিত হইবে এবং উক্ত গভর্নিং বডির গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে”।

এমতাবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ধারা ৪ (ক) মোতাবেক “প্রত্যেক অধিভুক্ত কলেজ (সরকারি ও বেসরকারি) নিয়মিতভাবে গঠিত একটি গভর্নিং বডি দ্বারা পরিচালিত হইবে” বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজে বিধি মোতাবেক একটি এডহক কমিটি গঠনের লক্ষ্যে একই সংবিধির ধারা ৬ (ক) অনুযায়ী এডহক কমিটির প্রস্তাব (নিম্নের ই-মেইলে) প্রেরণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে

ফাহিমা সুলতানা

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)

জাতীয় বিশ্ববিদ্যালয়

ই-মেইল: collegeinspection@gmail.com

মোবাইল: ০১৭১১-৫63400

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now