অনার্স ও ডিগ্রী (পাস) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে নাম সংশোধন, দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি বাতিল ও মাইগ্রেশন সনদের জন্য আবেদনপত্রের সহিত নিম্নে উল্লেখিত কাগজপত্র সমূহ অবশ্যই সংযুক্ত করতে হবে।
রেজিস্ট্রেশন কার্ডে সংযোজন-বিয়োজনের ক্ষেত্রেঃ-
- ১. ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র।
- ২. পাসপোর্ট সাইজের এক কপি ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত)।
- ৩. ভোটার আইডি কার্ড ছাত্র/ছাত্রী, পিতা ও মাত্রা তিন জনের (সত্যায়িত ফটোকপি) অথবা জন্ম সনদ (যদি ভোটার আইডি কার্ড না থাকে)।
- ৪. মূল রেজিস্ট্রেশন কার্ড
- ৫. এসএসসি ও এইচএসসি সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
- ৬. বোর্ড সংশোধনের চিঠি (যদি এসএসসি ও এইচএসসি সংশোধিত হয়ে থাকে)।
- ৭. শুধুমাত্র ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে জেলা মেজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট দাখিল করতে হবে।।
- ৮. ক্ষেত্র বিশেষে আবেদনকারীকে স্ব-শরীরে সভায় উপস্থিত থাকতে হবে।
- ৯. শিক্ষার্থীর নিজ নাম অথবা পিতা/মাতার নাম পরিবর্তন বা সংশোধনের কারণ সুস্পষ্টভাবে ব্যাখ্যা পূর্বক আবেদনের ফর্মটি পূরণ করে অধ্যক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
রেজিস্ট্রেশন কার্ডে আক্ষরিক সংশোধনের ক্ষেত্রেঃ-
- ১. ভিন বরাবর কলেরা অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র।
- ২. মূল রেজিস্ট্রেশন কার্ড।
- ৩. এসএসসি ও এইচএসসি সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড এর ক্ষেত্রেঃ-
- ১. তিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র।
- ২. থানায় জিডি কপি (মূল কপি)।
- ৩. পেপার কাটিং (মূল কপি)।
- ৪. কলেজ অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র।
ভর্তি বাতিল এর ক্ষেত্রেঃ-
- ১. ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্রা।
- ২. মূল রেজিস্ট্রেশন কার্ড/প্রাথমিক আবেদন (মূল রেজিস্ট্রেশন কার্ড ইস্যু না হলে)।
ভর্তি পুন:বহাল এর ক্ষেত্রেঃ-
- ১. ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র।
- ২. ভর্তি বাতিল এর চিঠি।
- ৩. রেজিস্ট্রেশন কার্ড/প্রাথমিক আবেদন (মূল রেজিস্ট্রেশন কার্ড ইস্যু না হলে।।
মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ-
- ১. ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র।
- ২. মূল রেজিস্ট্রেশন কার্ড।
- ৩. শিক্ষার্থী কর্তৃক অঙ্গীকারপত্র (জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স বা অন্য কোন কোর্সে ভর্তি নাই)।
- ৪. প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
(প্রফেসর মোঃ নাসির উদ্দিন)
ডিন (ভারপ্রাপ্ত)
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল
জাতীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর।