জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিইডিপির একসঙ্গে ৮ সাবজেক্টে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিইডিপির একসঙ্গে ৮ সাবজেক্টে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় একসঙ্গে দুটি ব্যাচে আট সাবজেক্টে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২ফেব্রুয়ারি) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা অনেকেই অনেক কিছু জানি। কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে সেই জানাটা অনেকটা গোছানো আকারে রূপ নেয়। এ কারণে এটি আমার আগ্রহের জায়গা। আজকে অনলাইনে শিক্ষাকার্যক্রম, এটা শুধু অতিমারীর সময়েই করতে হবে তা নয়। আমরা একটি স্বাভাবিক পরিবেশে ফিওে গেলেও অনলাইন কার্যক্রম চালিয়ে যেতে হবে। কারণ আগামী দিনগুলোতে আমাদের অনেক শিক্ষার্থী থাকবে যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকবে।

 

তারা হয়তো সশরীরে ক্লাসরুমে আসতে পারবে না। এ কারণে আমাদের ব্লান্ডেড এডুকেশনে থাকতে হবে। তাই ব্লান্ডেড এডুকেশনের জাতীয় নীতিমালা আমরা তৈরি করছি। এরসঙ্গে ইউজিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যরাও যুক্ত আছেন। এ কারণেই সব সংকটের মধ্যেও অনে সম্ভাবনার দার উন্মুক্ত হয়। এই অতিমারীর সময় আসলে তাই হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই সংকটকালেও দেশব্যাপী যে কর্মযজ্ঞ পরিচালনা করছে সেটি উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করব, দেশব্যাপী এই উদ্যোগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণেও কাজে লাগবে।’

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘শিক্ষকরাই আমাদের অনুপ্রেরণার আসল জায়গা। এ কারণে আমরা উদ্যোগ নিতে চাই দ্রুত আইসিটি এবং প্যাডাগোজি প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দিতে। যাতে দেশের প্রায় সকল শিক্ষককে আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি। সারাদেশে ১২২টি কেন্দ্র আমরা তৈরি করতে চাই। এর মাধ্যমে আশা করি, একটি পরিবর্তন নিশ্চিত হবে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ চলবে

অনেক সীমাবদ্ধতা থাকে সেটি মোকাবেলা করে আমরা যতোটুকু চেষ্টা করছি, সেটির সর্বোচ্চ ব্যবহার যদি আপনারা নিশ্চিত করতে পারেন- তাহলে আমরা প্রতিবন্ধকতাগুলো জয় করতে পারব। এর মধ্য দিয়ে আমূল পরিবর্তন আগামী অল্প সময়ের মধ্যে না দেখতে পেলেও আমরা যে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নমূলক শিক্ষা নিশ্চিত করতে চাই, সেটিতে দেখতে পাব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, সিইডিপির প্রকল্প পরিচালক ডা. এ কে এম মুখলেছুর রহমান রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. মাহাবুবুল আলম জোয়ার্দার, আইআইটির পরিচালক ড. এম শফিউল আলম ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, প্রভাষক কিষাণ কুমার গাঙ্গুলী, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ১৮ ও ১৯তম ব্যাচে ৮টি সাবজেক্টে দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ৩০১ জন শিক্ষক এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মোঃ আতাউর রহমান পরিচালক
জনসংযোগ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …