ইতিমধ্যে জেনেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, গতবছরের মত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ নিতে ইচ্ছুক এনইউ কর্তৃপক্ষ।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ ও ডিগ্রি ১ম বর্ষের স্থগিত পরীক্ষা। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষাসমূহ চলবে। পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন।
তাই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। পরীক্ষা সংক্রান্ত জরুরি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলে, অবশ্যই ওয়েবসাইটে পাবেন।তাই ওয়েবসাইটের সাথেই থাকুন।
ফেব্রুয়ারি জুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে – জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া এক নির্দেশনায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। আর বিশ্ববিদ্যালয়গুলোকেও একই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল।
সে প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালানোার নির্দেশনা দেয়া হয়েছে।