একাদশ শ্রেণির ভর্তির নিশ্চায়ন ফি ২২৮/- টাকা পেমেন্ট করার সকল পদ্ধতিঃ
✅ টেলিটক/বিকাশ/রকেট/নগদ/সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেম দেখুনঃ BKash,Nagad,teletalk, Rocket,Sonali eSheba,Sonali Web Payment System: https://drive.google.com/drive/folders…
✅ বিকাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
◼️ ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন ।
◼️ ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন
◼️ ধাপ-৩: তারপর বাের্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রােল নাম্বার এবং মােবাইল নাম্বার ।
◼️ ধাপ-৪: ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন ।
◼️ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন ।
◼️ ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে ।
◼️ ধাপ-৭: আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।
আজ ৩০/০১/২০২২ তারিখ হতে ০৬/০২/২০২২ তারিখ সন্ধ্যা ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮/= টাকা ( উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
✅ ভর্তি নিশ্চায়নের পর শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবেকৃত মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে, এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর কলেজের পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে। প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ২২৮/- টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হবে।