একাদশ শ্রেণীতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশন নিয়ে বিস্তারিত
প্রশ্ন-১: মাইগ্রেশন করতে চাই কিভাবে করব?
মাইগ্রেশন করতে হলে প্রথমে অবশ্যই তোমাকে যে কলেজ দেয়া হয়েছে সেটাতে নিশ্চায়ন করতেই হবে (এর কোনো বিকল্প নেই) অর্থাৎ সেই কলেজের জন্য ২২৮/- জমা দিতে হবে। এই ২২৮/- জমা দেয়ার পরপরই তোমার অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে যাবে এবং এটাকেই বলে অটোমাইগ্রেশন। মাইগ্রেশনের জন্য নতুনভাবে টাকা প্রদান/এপ্লাই কোনোটাই করতে হবে না। আর তুমি চাইলেও মাইগ্রেশন off করতে পারবে না…
প্রশ্ন-২: তাহলে আমি নিশ্চায়ন করবো নাকি ২য় বার নতুন করে আবেদন করবো?
-মনে রেখো, তুমি যদি নিশ্চায়ন না কর তাহলে তোমাকে যে কলেজ সিলেক্ট করে দেয়া হয়েছে সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে না এবং মাইগ্রেশনও করতে পারবে না এবং তোমার আবেদন বাতিল বলে গণ্য হবে।
সুতরাং মোট ব্যাপারটা হলো এই যে, তুমি যদি কলেজ নিশ্চায়ন কর অর্থাৎ ২২৮/- টাকা জমা দাও তাহলে অটোমেটিকভাবে তোমার মাইগ্রেশন চালু হয়ে যাবে…
প্রশ্ন-৩: তাহলে ভাই এই অটোমাইগ্রেশনটা কি?
-অটোমাইগ্রেশন হলো তোমাকে আর নতুনভাবে মাইগ্রেশনের জন্য লগইন করে এপ্লাই/টাকা জমা, কোনো কিছুই করতে হবে না ২২৮ টাকা জমা দেয়ার(নিশ্চায়ন করা) মাধ্যমেই তোমার মাইগ্রেশন শুরু হয়ে যাবে এবং উপরের কলেজগুলোতে সিট খালি হলে নিজে থেকেই ঐ কলেজে চান্স হয়ে যাবে।
মনে করো, তোমার 6 নাম্বার কলেজটি এসেছে সে ক্ষেত্রে তারা তোমাকে 1,2,3,4,5 এ পাঁচটি কলেজের যেকোন একটিতে সিট খালি থাকা সাপেক্ষে নির্বাচন করে দিবে;এজন্য তোমাকে নতুনভাবে এপ্লাই করার দরকার নেই। এভাবেই সিট খালি থাকলে তোমার বর্তমান প্রাপ্ত কলেজটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কোনভাবেই তোমার 7, 8, 9, 10 এই কলেজগুলো মাইগ্রেশনে আসার সুযোগ নেই অর্থাৎ নিচের কলেজগুলো আসবে না।
প্রশ্ন-৪: ভাইয়া আমি নিশ্চয়ন করবো কিন্তু অটোমাইগ্রেশন করবো না,সম্ভব??
★না,কোনো ভাবেই সম্ভব না। নিশ্চায়ন করা মানেই হলো অটোমাইগ্রেশনের জন্য অনুমতি দিয়ে দেয়া…
প্রশ্ন-৫: মাইগ্রেশন করবো কিন্তু নিশ্চায়ন করবো না সম্ভব??
-না,সম্ভব না।
প্রশ্ন-৬: আমি তো চয়েজ লিস্টের প্রথম কলেজটা পেয়েছি আমার কি আর মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হবে??
-না,হবে না।
প্রশ্ন-৭: মাইগ্রেশনের সময় কি আমি নতুন কলেজ এড, পরিবর্তন বা সংশোধন করতে পারব??
★না,পারবে না।
প্রশ্ন-৮: আমি আমার যে কলেজে এসেছে আমি সেই কলেজে থাকতে চাই। আমি নতুন কোন কলেজে যেতে চাই না তাহলে কি করবো??
-কিছুই করার নাই মাইগ্রেশনে যদি নতুন কলেজ আসে তাহলে তোমাকে নতুন কলেজেই যেতে হবে। আগের কলেজে আর ফিরে আসতে পারবে না।
প্রশ্ন-৯: কোন ধরনের কথা এটা আমি যে কলেজ পেয়েছি এই কলেজেই থাকবো। আমি কলেজ চেঞ্জ করবো না তাও কেন তারা কলেজ চেঞ্জ করে দিবে?
★কারণ তুমি চয়েজ লিস্ট দিয়েছই সেভাবে। চয়েজ লিস্টে যে কলেজগুলোকে উপরের দিকে রেখেছো এর অর্থই হলো সেগুলোতে তুমি সবচেয়ে বেশি পড়তে ইচ্ছুক,সে কলেজ গুলো তোমার বেশি প্রিয়, এবং যে কলেজগুলো অপেক্ষাকৃত নিচের দিকে দিয়েছো সে কলেজগুলো তোমার কম পছন্দ। অতএব যখন তুমি চয়েজ লিস্ট দিয়েছো তখন বিষয়টা মাথায় রেখেই তোমার চয়েজ লিস্ট তৈরি করা দরকার ছিলো।
প্রশ্ন-১০: ভাইয়া আমার তো ৫ নাম্বার কলেজ এসেছে এখন আমার মাইগ্রেশনে 1234 এই চারটি কলেজের যে কোনো একটি আসবে কিন্তু আমি ২ নাম্বার কলেজটিতে যেতে চাইনা বাকি তিনটা কলেজ আসলে সমস্যা নাই । এখন মাইগ্রেশনে যদি আমার ২ নাম্বার কলেজটি চলে আসে তখন কি হবে?বা ২ নাম্বার কলেজটি রিমুভ করতে পারবো কিনা?
★দুইনাম্বার কলেজ মাইগ্রেশনে চলে আসতে পারে। এটা রিমুভ করা যাবে না।
**[তো ভাই, তুমি যেহেতু ২ নাম্বার কলেজে ভর্তিই হবা না তো কলেজটা তোমাকে দুইনাম্বার এ কে দিতে বলছে!! তুমি সেটা দিবে নিচের দিকে বা সেই কলেজটা তুমি চয়েজ লিস্টে রাখবে না!! তুমি যে কলেজে ভর্তি হবে না সে কলেজটা তুমি 2 নাম্বারে দিবা; আবার পরে বলতেছো আমি এটাতে ভর্তি হব না এটা কোন ধরনের কথা ভাই!!!বুঝে চয়েজ দিবা না তুমি!!!এটা তো তোমার ভুল।
-আর সবারই যে চেঞ্জ হবে এমনটা না। উপরে দেয়া কলেজে সিট খালি হলে চেঞ্জ হবে;খালি না হলে চেঞ্জ হবে না।
(১১)এখন যারা ১ম টাই পাইছে তারা যদি একান্ত ভাবে কলেজ চেঞ্জ করতে চায় তবে কি করবে??
★আবার apply করবে [সে ক্ষেত্রে কলেজ পাওয়াটা রিস্ক]
(১২)এখন মাইগ্রেশনে নতুন কলেজ না আসলে?
★আগের কলেজে ভর্তি হতে পারবে।
(১৩) ভাই মাইগ্রেশনে নতুন কলেজ আসলে কি আগের কলেজে ব্যাক করা যাবে??
★না,যাবে না।
(১৪) অটোমাইগ্রেশন কি অফ করা যাবে??
★না,যায় না। [এটা অটো চলতে থাকবে]
(১৫)এই Migration কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে?
★তোমাদের ভর্তি ১৯-২৪ ফেব্রুয়ারী। এর আগেই migration total দুইবার হবে এর মধ্যে একবার হবে ১০ ফেব্রুয়ারী রাত ৮ টায় এবং আরেকবার হবে ১৫ ফেব্রুয়ারি রাত ৮ টায়।। দুবারই উপরের প্রসেসে অটোমাইগ্রেশন হবে। তাই কলেজ ভর্তিতে কোনো সমস্যা হবে না।কারণ মাইগ্রেশন ভর্তির আগেই হবে।
↔উল্লেখ্য, প্রথম মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হলে তা ১০ তারিখ এবং দ্বিতীয় মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হলে তা ১৫ তারিখ জানতে পারবে online এ বা তোমাদের ফোনে মেসেজ যাবে অটোমেটিক।
(১৬) মাইগ্রেশনে নতুন কলেজ আসলে কি আবার নিশ্চায়ন করা লাগবে??
★না। কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু ২য় মাইগ্রেশনের পর যে কলেজ আসবে শেষমেশ ঐটায় গিয়ে ভর্তি হবা জাস্ট এটাই কাজ।
(১৭)১ম ও ২য় মাইগ্রেশন??
যারা প্রথমবার কলেজ নিশ্চায়ন করবে তাদের ২বার মাইগ্রেশন হবে।
আর যারা ২য় বার নতুন ভাবে এপ্লাই করবে তাদের শুধু একবার মাইগ্রেশন হবে।
(১৮)যারা কলেজ পেয়েও নিশ্চায়ন করেনি, যারা এপ্লাই করেনি প্রথমবার এবং যারা প্রথমবার এপ্লাই করেও কলেজ পায় নি কেবলমাত্র এই ৩ ধরনের প্রার্থী রাই নতুন কলেজ এড/আগের চয়েজ লিস্টের কলেজ দিয়ে (তাদের ইচ্ছামতো কলেজ দিয়ে) ২য় বার এপ্লাই করতে পারবে। এরা সকলে ৭-৮ তারিখ এপ্লাই করতে পারবে।
(১৯) আমার এখন যে কলেজ আসছে আমি সে কলেজে পড়তে চাই না অন্য কলেজ এ পড়তে চাই এখন কি ৭-৮ তারিখে আবার রি-এপ্লাই করব?
★হ্যাঁ, নতুন ভাবে এপ্লাই করবে। [সে ক্ষেত্রে নিশ্চায়ন করো না,তবে ২য় বার কলেজ পাওয়াটা কঠিন]
(২০)”আমি চয়েজে প্রথমে যেই কলেজ দিয়েছিলাম। সেই কলেজ এসেছে। এখন আমি ২য় পছন্দের কলেজে ভর্তি হতে চাই।”এরকম যারা নিচের দিকের কলেজে যেতে চায় তাদের কি করতে হবে?
★নতুনভাবে এপ্লাই করবে ৭-৮ ফেব্রুয়ারি।। মাইগ্রেশনের সুযোগ নেই কারণ মাইগ্রেশন কেবল উপরের কলেজগুলোতেই হয়, নিচের গুলোতে নয়।
(২০) যাদের কোন কলেজে নাম আসেনি, ২য় বার এপ্লাই এ কি ১ম বার আবেদন করা কলেজ থেকে আসার সম্ভাবনা আছে? নাকি সব পরিবর্তন করতে হবে? আর ১ম বার না আসা কলেজগুলোতে ২য়বার কিভাবে আসে? ওরা কি ২য়বারের জন্য কোন আসন সংখ্যা খালি রাখে?
~~অনেকেই এখন মাইগ্রেশন করবে, সুতরাং তুমি যে ১০টি কলেজ আবেদন করবে সেখানে সিট খালি হতে পারে, তখন যোগ্যতা অনুযায়ী উক্ত কলেজ গুলোতে তোমাকে ভর্তি হওয়ার সুযোগ দিতে পারে। তবে এই রিস্কে না থাকা ভাল, আগের চয়েজ লিস্টের কলেজের চেয়ে কিছুটা কম মানের আরো কয়েকটি কলেজ সংযোগ/বিয়োজন করে নতুন লিস্টটা তৈরি করো এবং ২য় বার Apply করো।
(২১)আমি নিশ্চায়ন করেছি। ২য় বার কি এপ্লাই করতে পারবো?
★না,পারবে না।
(২২) আচ্ছা কলেজ আসছে বাট পছন্দের কলেজ আসেনাই। এক্ষেত্রে মাইগ্রেশন করা ভালো হবে নাকি ২য় এপ্লিকেশন করা ভালো হবে?
★তোমার পছন্দের কলেজটি যদি তুমি যে কলেজ পেয়েছো তার উপরে থাকে তাহলে মাইগ্রেশন করবে। আর যদি নিচে থাকে তাহলে ২য় বার এপ্লাই ব্যতিত ঐ পছন্দের কলেজে যাওয়ার কোনো উপায় নেই।
(২৩)ভাই আমি ২য় বার আবেদন করার সময় কি গ্রুপ পরিবর্তন করতে পারবো?
★হ্যাঁ, পারবে।
(২৪)ভাই কেউ যদি নিশ্চায়ন না করে এবং ২য় বার আবেদন করে তাহলে কি সে প্রথম যে কলেজ আসছিলো অইটাতে ভর্তি হতে পারবে??
★প্রথমত হলো নিশ্চায়ন না করলে যে কলেজ পেয়েছো সেটা বাতিল হবে। আবার নিশ্চায়ন করলে ২য়বার এপ্লাই করতে পারবে না। অর্থাৎ নিশ্চায়ন ও ২য় বার এপ্লাই যে কোনো একটা করতে হবে। দুটোই করা যাবে না।
(২৫) ২য় বার এপ্লাই করলে যে পছন্দের কলেজে যেতে পারব তার সম্ভাবনা কতটুকু?
-সিট খালি থাকা সাপেক্ষে। [তবে রিস্কি]
(২৬) ভাই এটাতে কি রিস্ক আছে??
-অবশ্যই রিস্ক তো একটু আছেই।
(২৭) ২য় বার এপ্লাইয়ের জন্য কত টাকা লাগবে?
-আগের মতো ১৫০/- টাকা।
(তবে যারা প্রথমবার এপ্লাই করে কলেজ পায়নি তাদের কোনো টাকা লাগবে না)
(২৮)২য় বার এপ্লাই যারা করবে তাদের রেজাল্ট কবে দিবে?
-১০ ফেব্রুয়ারী রাত ৮.০০ টায়।
(২৯) আমি কি নতুন কলেজ এড করতে পারব ২য় বার এপ্লাই করলে ??
-হ্যাঁ,পারবেন।
(৩০) আমি কি আগের কলেজগুলোর মধ্যে কোন কলেজ চয়েজ লিস্টে রাখতে পারব??
-হ্যাঁ,পারবেন।
(৩১) আমি কি আবার নতুন 10 টি কলেজ চয়েজ দিতে পারব ২য় বার এপ্লাই করলে ??
-হ্যাঁ।
(৩২) ভাইয়া আমাদের কি নতুন আবার সিকিউরিটি কোড বা কিছু দিবে ২য়বার এপ্লাই করার পরে??
-হ্যাঁ,দিবে।সেটা তোমরা সংগ্রহ করে রাখবে।
(৩৩) দ্বিতীয়বার যারা এপ্লাই করবে তারা ১০ তারিখ রেজাল্ট পাওয়ার পর কি করতে হবে??
– ১১-১২ তারিখ রাত ৮ টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
(৩৪)ভাইয়া আমার যদি কলেজ ভালো না লাগে তাহলে আমি কি আবার চেঞ্জ করতে পারবো??
-হ্যাঁ,সেক্ষেত্রে নিশ্চায়ন না করে আবেদন করতে পারবেন।
(৩৫) আমরা যারা ২য় বার এপ্লাই করেছি তাদের মাইগ্রেশন কবে করতে হবে??
-অটো মাইগ্রেশন হবে নিশ্চয়ন করলেই।
প্রশ্ন- ৩৬: এই মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে??
-১৫ ফেব্রুয়ারী
প্রশ্ন-৩৭: ভাইয়া আমি যদি দ্বিতীয় পর্যায়ে কলেজ না পাই সেক্ষেত্রে আমি কি করতে পারি??
-২য় বার কলেজ না পেলে ৩য় বার আবার চয়েজ দিতে পারবে।
প্রশ্ন:৩৮ ৩য় বার চয়েজ দেয়ার তারিখ কবে??
-১৩ ফেব্রুয়ারী
প্রশ্ন-৩৯: ভাইয়া কলেজে ভর্তি কখন হবো?
১৫ তারিখ রাত ৮ টায় চূড়ান্ত ফল প্রকাশ। এবং ১৯-২৪ তারিখ কলেজে ভর্তি হওয়া যাবে…
প্রশ্ন-৪০: কলেজে ক্লাস শুরু হবে কবে?
-একাদশ শ্রেনির কলেজে ক্লাস শুরু হবে ২মার্চ ২০২২ ইং রোজ বুধবার।
আশাকরি কলেজে ভর্তি সম্পর্কিত যাবতীয় ধারনা আশাকরি পেয়ে গেছেন, তবুও কারো যদি প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন…