xiclassadmission gov bd 2022 Results

একাদশ শ্রেণির ভর্তির ৩য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল এবং ২য় মাইগ্রেশানের ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৬/০২/২০২২ তারিখ হতে ১৭/০২/২০২২ তারিখ রাত ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮/= টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে।
তবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯/০২/২০২২ হতে ২৪/০২/২০২২ পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ০২/০৩/২০২২।

 


২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০২১ অনুযায়ী “উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোন ভর্তির কার্যক্রম করা হবে না। ” প্রথম পর্যায়ের আবেদনের মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল ১০.০২.২০২২ তারিখ রাত ৮ টায় প্রকাশিত হবে।

অনলাইনে ভর্তির ফলাফল দেখবেন যেভাবেঃ নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Result” Button -এ ক্লিক করতে হবে;

  • এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি রোল নম্বর দিন;
  • এসএসসি পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন;
  • এসএসসি পাসের সাল সিলেক্ট করুন;
  • আপনার এসএসসির রেজিস্ট্রেশন নম্বর দিন;
  • এরপর Verification কোডটি সঠিকভাবে পূরণ করে “View Result” Button -এ ক্লিক করতে হবে।
  • এখন,আপনি একাদশ শ্রেণীতে কোন কলেজে চান্স পেয়েছেন দেখতে পারবেন।

ফলাফল দেখার লিংকঃ http://board2.xiclassadmission.gov.bd

 

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১১/০২/২০২২ তারিখ হতে ১২/০২/২০২২ তারিখ শনিবার রাত ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮/= টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। তবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯/০২/২০২২ হতে ২৪/০২/২০২২ পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ০২/০৩/২০২২।

 

 


প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল সংক্রান্ত 

আজ ২৯ই জানুয়ারি রাত ৮ঃ০০ টায় প্রকাশ করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণি ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের মেধা তালিকা। ফলাফল জানা যাবে (www.xiclassadmission.gov.bd/) উক্ত ওয়েবসাইটে লগইন করে।

xiclassadmission gov bd Results 2022 Notice

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ১ম পর্যায়ের ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ভর্তির ফলাফল দেখবেন যেভাবেঃ নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Result” Button -এ ক্লিক করতে হবে;

  • এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি রোল নম্বর দিন;
  • এসএসসি পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন;
  • এসএসসি পাসের সাল সিলেক্ট করুন;
  • আপনার এসএসসির রেজিস্ট্রেশন নম্বর দিন;
  • এরপর Verification কোডটি সঠিকভাবে পূরণ করে “View Result” Button -এ ক্লিক করতে হবে।
  • এখন,আপনি একাদশ শ্রেণীতে কোন কলেজে চান্স পেয়েছেন দেখতে পারবেন।

ফলাফল দেখার লিংকঃ http://board2.xiclassadmission.gov.bd

 

  • নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩০/০১/২০২২ তারিখ হতে ০৬/০২/২০২২ তারিখ সন্ধ্যা ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮/= টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
  • তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯/০২/২০২২ হতে ২৪/০২/২০২২ পর্যন্ত।
  • ক্লাস শুরুর তারিখ ০২/০৩/২০২২।

 

Xiadmission important date 2022

অনেকেই প্রশ্ন করে যে আমি অনলাইনে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের ফলাফল কীভাবে দেখবো? সাধারণত একাদশ শ্রেণির ভর্তির আবেদনের ফলাফল এসএমএস (আবেদনের সময় যে নাম্বার দেওয়া হয়েছিলো অই নাম্বারে) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। কিন্তু এটা সত্য যে অনেকেরই এসএমএস আসবে না। যাদের এসএমএস আসবে না তারা খুব সহজেই অনলাইন থেকে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখার নিয়মঃ

১. যেকোনো ব্রাউজার ওপেন করে xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর নিচে দেওয়া ছবির মতো পেজ সো করবে।

২. সেখান থেকে রেজাল্ট অপশনে ক্লিক করে পরের পেইজে যেতে হবে।

৩. সেখান থেকে রোল,রেজি,বোর্ড, পাসের সন আর ক্যাপচা দিয়ে view result অপশনে ক্লিক করলে আপনি কোন কলেজের জন্য মনোনীত হয়েছেন সেই কলেজের নাম, EIIN NUMBER, শিফট,ভার্সন এবং গ্রুপ দেখাবে।

৪. আর যারা কোনো কলেজের জন্য মনোনীত হবে না তাদের ক্ষেত্রে দেখাবে,”দুঃখিত আপনি কোনো কলেজে মনোনীত হতে পারেননি! ”

বিঃদ্রঃ যারা কোনো কলেজ এর জন্য মনোনীত হবেন না বা যারা কলেজের জন্য মনোনীত হয়েছেন কিন্তু পছন্দ হয়নি তারা আবার আগামী ৭-৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২য় ধাপে আবেদন করতে পারবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dhaka Board HSC Result 2023 marksheet with number

HSC Result 2024 Education Board Result Marksheet with Number

HSC Result 2024 All Board With Marksheet. HSC Result 2024 will be released on 15th …