এসএসসি ও সমমান ফলাফল ২০২১

আজ ৩০ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ

গড় পাসের হার ৯৩.৫৮

দুপুর ১২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার মাধ্যমে ফলাফল দেখা যাবে।

◼️ চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা উক্ত ওয়েবসাইটে (https://sresult.bise-ctg.gov.bd/individual/) শুধুমাত্র রোল নং দিয়ে ফলাফল চেক করতে পারবেন।

 

◼️ এছাড়াও সারাদেশের শিক্ষার্থীরা (http://www.educationboardresults.gov.bd) এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

SSC Results by SMS 2025 – how to check SSC result by SMS

SSC result is first on Teletalk! Go to the message option of the mobile and …