আজ ৩০ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ
গড় পাসের হার ৯৩.৫৮
দুপুর ১২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার মাধ্যমে ফলাফল দেখা যাবে।
◼️ চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা উক্ত ওয়েবসাইটে (https://sresult.bise-ctg.gov.bd/individual/) শুধুমাত্র রোল নং দিয়ে ফলাফল চেক করতে পারবেন।
◼️ এছাড়াও সারাদেশের শিক্ষার্থীরা (http://www.educationboardresults.gov.bd) এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।