এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০২১ সালে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণির বার্ষিক ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনি পরীক্ষা ২০২১-এর সময়সূচি
বিশেষ নির্দেশাবলিঃ
১। অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে;
২। পরীক্ষার্থীদের জন্য ‘Z’ আকৃতিতে আসনবিন্যাস করতে হবে।
৩। ২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ব্যতীত অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না;
৪। ২৮/১১/২০২১ খ্রি. তারিখে যশোর বোর্ডের আওতায় বিভিন্ন অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
৫। প্রথমে CQ পরীক্ষা এবং পরবর্তীতে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬।সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য আগামী ১১-১১-২০২১ তারিখ হতে ১৩-১১-২০২১ তারিখ পর্যন্ত পরীক্ষামূলক নমুনা প্রশ্ন ডাউনলোড করতে হবে।
৭। সময়সূচিতে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষা বোর্ড থেকে সরবরাহকৃত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে। এ পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়সমূহের পরীক্ষা অন্য কোনো প্রশ্নপত্রে গ্রহণ করা যাবে না।
৮। অনলাইনে প্রদত্ত প্রশ্নপত্র Download-এর জন্য প্রয়োজনবোধে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের কেন্দ্র বিদ্যালয়ের সহায়তা নেয়া যাবে।
৯। প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করবেন।
১০। যে কোন ধরনের সমস্যা দেখা দিলে উপরের নোটিশে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হলো।
১১। এ বছর কোভিড-১৯ অতিমারীর কারণে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষার জন্য বোর্ডে কোন ফিস দিতে হবে না।