NSI AD Question solution 2021 pdf download

আজকের NSI (AD) পরীক্ষার ইংরেজি অংশের সমাধান: সেট- A
21) D. (With opportunity comes responsibility)
Explain: বাক্যটা একটু ঘুরিয়ে পড়ুন। Responsibility comes with opportunity – অর্থাৎ সুযোগের সাথে সাথে দায়িত্বও চলে আসে।
22) C. (Between the year of 2014 and 2016….)
দুটো সময়ের মধ্যে and ব্যবহার হলে শুরুতে between হয়।
23) D. (Are you sure that you would have seen the killer before)
বাক্যে before থাকায় “would have seen” কে প্রাধান্য দিতে হবে।
24) A. (a)
European শব্দের E মূলত U এর মতো উচ্চারিত হচ্ছে। তাই এর পূর্বে a হবে।
25) B. (Combine)
Segregate শব্দের অর্থ পৃথক করা/আলাদা করা ইত্যাদি। এর সমার্থক হবে combine
26) C. (to speak)
এটা মূলত simple sentence এর too…….to+V1 এর নেগেটিভ গঠন থেকে আসা খুবি সহজ একটা প্রশ্ন।
27) D. (Would like to)
এটা মূলত ফর্মাল কথোপকথন (তথা Good morning, I would like to see the manager)
28) B. (We’re being followed)
এটা পেসিভ বাক্যের গঠন থেকে আসা।
29) C. (have you had)
এটা জাস্ট present perfect tense- থেকে আসা কমন একটা প্রশ্ন)
30) B. (One)
এটা খুবই মজার একটা প্রশ্ন। অনেকেই কমন ভুল করবে এটা। প্রশ্ন ছিল “নিচের কোন শব্দের উচ্চারণ Won এর মতো?”
A. Own. B. One
অনেকেই A উত্তর দিয়ে আসবে। কিন্তু উত্তর হবে B।
31) A. (She disguised herself least she be recognized)
এটা subjunctive থেকে আসা খুব কঠিন একটা প্রশ্ন। অনেকেই এটা ভুল করবে। তবে বেসিক টা ভালো থাকলে খুবই সহজ।
32) B. (No sooner had he graduated than he he got a job)
এটাই সঠিক বাক্য। No sooner থাকলে than (then নয়) হয়, আর প্রথম বাক্য past perfect & দ্বিতীয় বাক্য past indefinite tense হবে।
33) B. (Deferment)
Defer এর noun হবে deferment
34) C. (Acquire)
Acquisition এর verb হবে acquire
35) A. (Knowledgeable)
Erudite এর সমার্থক হবে knowledgeable
36) D. (তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত)
You should fight of an evil company এর অনুবাদ এটি।
37) A. (Onomatopoeia)
Correct spelling
38) D. (Feeling slightly ill)
Under the weather অর্থ সামান্য অসুস্থ বোধ করা।
39) C. (If I had known you)
এটা if-এর তৃতীয় কন্ডিশন থেকে আসা।
40) D. (The kid likes watching cartoons and eating chocolates)
এটা right form of verb থেকে and এর প্যারালাল (তথা watching & eating) নিয়ম থেকে আসা।

  • নাজমুল হাসান
    বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার।

আজকের NSI (AD) পরীক্ষার বাংলা অংশের সমাধান: সেট-এ
1) B (ক্ষুৎপিপাসায়= ক্ষুধ+পিপাসা)
2) A (মনোকষ্ট = মন: + কষ্ট)
3) — (প্রশ্ন বুঝিনাই)
4) — (প্রশ্নে ভুল থাকার সম্ভাবনা আছে)
5) B (Every man is for himself অর্থ চাচা আপন প্রাণ বাঁচা)
6) B (Graphic এর বাংলা পরিভাষা রৈখিক)
7) B (শুদ্ধ বানান গুচ্ছ: অদ্যাবধি, তিরস্কার, ধরণ)
8) A (বিমলা = ঘরে বাইরে, কুমুদিনী= যোগাযোগ)
9) A (কাননে কুসুমকলি সকলি ফুটিল – কুসুমকলি কর্তায় শূন্য।)
10) — (প্রশ্নে ভুল থাকার সম্ভাবনা আছে)
11) A (অক্ষির অভিমুখে= প্রত্যক্ষ)
12) D (অশুদ্ধ বিপরীত= অর্বাচীন-আধুনিক)
13) A (মিশ্র/জটিল বাক্য)
14) B (মৌলিক শব্দ – মা)
15) C (নাসিরউদ্দিন ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক)
16) D (জাহান্নাম হইতে বিদায় মূলত শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস)
17) C (শোকার্ত তরবারি হাসান হাফিজুর রহমানের)
18) — (পারিনা)
19) D (ধর্মপুত্র যুধিষ্ঠির ছাড়া বাকিগুলো সেম অর্থ)
20) A (তীক্ষ্ণ তে ক+ষ+তো)

NSI AD Question solution 2021 pdf download

NSI AD Question solution 2021 pdf download

NSI AD Question solution 2021 pdf download

NSI AD Question solution 2021 pdf download

NSI AD Question solution 2021 pdf download

এনএসআই প্রশ্ন সমাধান

NSI AD Question solution 2021 pdf download

NSI AD Question solution 2021 pdf download

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …