ক্যারিয়ার গড়তে বিবিএ প্রফেশনাল

ক্যারিয়ার গড়তে বিবিএ প্রফেশনাল। যুগের সাথে তাল মিলিয়ে ও আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করে বিবিএ প্রফেশনাল কোর্স। জাতীয় বিশ্ববিদ্যালয় এই কোর্সটি চালু করার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য বিভাগের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দেয় কারণ আমরা আমাদের দেশে যে বিবিএ (প্রফেশনাল) কোর্সটি করি তা সমমানভাবে পড়ানো হয় বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতেও।

প্রফেশনাল অনার্স ভর্তি ২০২২

24837412-385878568508904-8998702771850071927-o

বিবিএ প্রফেশনাল কোর্স কেন পড়বেন?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদী আট সেমিস্টারের এই কোর্সে পঠিত বিষয়গুলো হল হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং মার্কেটিং ও ফিন্যান্স। কোর্সটি পুরোপুরিই ইংরেজি মাধ্যমে পঠিত।

বিবিএ প্রফেশনাল কোর্সটির সুবিধাঃ

১. এই কোর্সে কোনো সেশনজট নাই (জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে) এবং নির্দিষ্ট সময়ের বাইরে বেশি সময় ব্যয় করতে হয় না।
২. ব্যাংকিং সেক্টর বা অন্যান্য চাকরির ক্ষেত্রে ব্যাপক চাহিদা।
৩. বিবিএ প্রফেশনাল কোর্সটি সম্পন্ন করার পর সরাসরি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

BBA Honours VS BBA Professional

24313434-385878605175567-8476863708211018489-o

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সের আবেদন পদ্ধতি।

৪. তত্ত্বীয় পড়াশোনার পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের জন্য রয়েছে ৩ মাসের ইন্টার্নশিপ।
৫. এই কোর্স সম্পন্ন করার পর এক বছরে এমবিএ করার সুযোগ।
৬. কোর্সটি পুরোপুরি ইংরেজি মাধ্যমে হওয়াতে চাকরির ক্ষেত্রে মূল্যায়ন করা হয় বেশি।
৭. যেকোনো বিভাগের ছাত্র-ছাত্রী এই কোর্সে ভর্তি হতে পারবেন।

ক্যারিয়ার গড়তে বিবিএ প্রফেশনালঃ

এটির ভর্তি কার্যক্রম শুরু হয় অনার্সের রেজাল্টের পর। অনার্সের ভর্তি আবেদনের সাথে এর কোন সম্পর্ক নেই। আলাদা ভাবে এর জন্যে আবেদন করতে হবে। দেশের কোন পুরপুরি সরকারি কলেজ এই কোর্সটি করায় না । ঢাকার মধ্যে ঢাকা সিটি কলেজ,বরহানুদ্দিন পোস্ট গ্রজুএট কলেজ, নিও মডেল ডিগ্রি কলেজ, মোহাম্মাদপুর কেন্দ্রিও কলেজ সহ আরো বেশ কিছু প্রতিস্থান এই BBA করিয়ে থাকে । উল্লেখ্য, এর জন্যে কোন ভর্তি পরীক্ষা নেই ।

বিবিএ প্রফেশনাল কোর্সে খরচ কেমন?

ঢাকা সিটি কলেজ, বরহানুদ্দিন পোস্ট গ্রজুএত কলেজ, নিও মডেল ডিগ্রি কলেজ এ এর খরচের পরিমান প্রায় ২ লাখ টাকা এবং মহাম্মাদপুর কেন্দ্রিও কলেজ এ ১ লক্ষ ৪০ হাজার টাকা এছাড়াও IST ১ লক্ষ ৭০ জাহার টাকা, International Education College ১ লক্ষ ৩০ হাজার টাকা (অফিশিয়াল তথ্য মতে) ।

যে সব কলেজে বিবিএ প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেনঃ

বিবিএ প্রফেশনাল কোর্সে পড়বেন কিন্তু কলেজের তালিকা খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য সারাদেশে কলেজের তালিকাসমূহ দেওয়া হলো।

ঢাকা জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের  তালিকাঃ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রোড, ধানমন্ডি
শেখ বোরহানউদ্দীন কলেজ,ঢাকা
খিলগাঁও মডেল কলেজ, ঢাকা
আবুজর গিফারী কলেজ,ঢাকা
তেজগাঁও মহিলা কলেজ,ঢাকা
দনিয়া কলেজ,ঢাকা
I S T, ধানমন্ডি
B I S T, ঢাকা
আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রী কলেজ,ঢাকা
সিদ্বেশ্বরী ডিগ্রী কলেজ,ঢাকা
হাবিবুল্লাহ্ বাহার কলেজ,ঢাকা
ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট ,ঢাকা
এমিনেন্স কলেজ, ঢাকা
ঢাকা সিটি কলেজ,
তেজগাঁও কলেজ,ঢাকা
লালমাটিয়া মহিলা কলেজ,ঢাকা
মিরপুর কলেজ,
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ,
ভূইয়া একাডেমি,
A I B T,
ঢাকা স্টেট কলেজ,
নদার্ন কলেজ
ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ,
সাফ’স বিজনেস ইন্সটিটিউট
বিজনেস এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট কলেজ,
ক্রাউন ইনঃ বিজনেস এন্ড টেকনোলজি কলেজ,মহাখালী
নিউ মডেল ডিগ্রী কলেজ,
এ আইআইসিটি কলেজ,
ঢাকা কমার্স কলেজ,মিরপুর
I S T T,  ঢাকা
ডেফোডিল আই আই টি, ঢাকা
উত্তরা টাউন কলেজ,
ঢাকা বিজনেস ইন্সটিটিউট,
ইনঃ অব প্রগেসিভ মেরিট্রোক্রেসি, ঢাকা
আইডিয়াল ইনঃ অব বিজনেস এন্ড সাইন্স, পল্লবী
উত্তরা ইনঃ অব বিজনেস এন্ড টেকঃ

নারায়ণগঞ্জ জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ

কলেজ অব টেকনোলজি, নারায়ণগঞ্জ

বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেক, নারায়ণগঞ্জ

গাজিপুর জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
M I S T, গাজিপুর
BGIFT ইনঃ অব সাইন্স এন্ড টেকঃ,গাজিপুর
গাজিপুর সেন্ট্রাল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট,

নরসিংদী জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
ন্যাশনাল কলেজ অব এডুকেশন,নরসিংদী
টাঙ্গাঈল শহরে বিবিএ প্রফেশনাল তালিকাঃ
হ্যাভিট, টাঙ্গাঈল
G I I T, টাঙ্গাঈল

সিরাজগঞ্জ জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
জান্নাত আরা হেনরী সাইন্স এন্ড টেকঃ কলেজ, সিরাজগঞ্জ

ময়মনসিংহ জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
C B S T,ময়মনসিংহ
S I B A C S, ময়মনসিংহ
সিটি ইন্সটিটিউট, ময়মনসিংহ

কিশোরগঞ্জ জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
I B I T,কিশোরগঞ্জ
ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ

জামালপুর জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
I B A., জামালপুর

চট্টগ্রাম জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
IGMIS  চট্টগ্রাম
নিউরাল আই এস টি, চট্টগ্রাম
আইবিএস, চট্টগ্রাম
ডেফোডিল আই আই টি, চট্টগ্রাম
জিএএম চার্টার্ড কলেজ,চট্টগ্রাম
ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ,
ইসলামিয়া ডিগ্রী কলেজ,চট্টগ্রাম

দিনাজপুর জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
কেবিএম কলেজ, দিনাজপুর

রংপুর জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
ডেলটা কম্পিটর সাইন্স কলেজ, রংপুর
নর্থ বেঙ্গল ইন্সঃ অব ডেবলপমেন্ট স্টাডিজ,রংপুর

রাজশাহী জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
P I B A, রাজশাহী
I B A, রাজশাহী
ওরিয়েন্টাল ইনঃ অব বিজনেস এডমিনিস্ট্রেশন,রাজশাহী

পাবনা জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
পাবনা কলেজ,(ডে/নাইট)

সিলেট জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
S I B T, সিলেট

বরিশাল জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
বিআইআইটি,বরিশাল
বরিশাল ইনফোরমেশন টেকঃ কলেজ

কুষ্টিয়া জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
কুষ্টিয়া হাজি আবুল হোসেন ইনঃ অব টেকঃ
CBAT,কুষ্টিয়া

যশোর জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
ক্যান্টঃ কলেজ, যশোর

খুলনা জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
ইলাকস, খুলনা
খানজাহান আলী কলেজ অব সাইন্স এন্ড টেকঃ

সাতক্ষীরা জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
সুন্দরবন সাইন্স এন্ড বিজনেস কলেজ, সাতক্ষীরা

গোপালগঞ্জ জেলায় বিবিএ প্রফেশনাল কলেজের তালিকাঃ
লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ
এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকঃ

পোষ্ট কার্টেসী : মাশফিক চৌধুরী & লেখাপড়াবিডি

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …