৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ২০২১

৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ২০২১।বিসিএস প্রস্তুতির সবচেয়ে কঠিন ধাপ প্রিলিমিনারি কিন্তু সঠিক কর্মপরিকল্পনার অভাবে অনেক সময় সফলতা পাওয়া যায় না। জানি না কতটা কার্যকর হবে তবে নিজে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তা শেয়ার করছি –

বই :
১. বাংলা : Professor + লাল নীল দীপাবলি

২. গণিত : ৯-১০ সাধারণ গণিত + mp3 math

৩. ইংরেজি : master by Jahangir Alam / English  for competitive exam + miracle for literature

৪. বিজ্ঞান + ভূগোল + কম্পিউটার :Professor / oracle + easy computer
৫. বাংলাদেশ + আন্তর্জাতিক : Professor

৬. মানসিক দক্ষতা : assurance

৭. জব সলিউশন

৮. নৈতিকতা ও সুশাসন ২য় পত্র – মোজাম্মেল হক

৯. Saifurs vocabulary + Mohid editorial

১০. দৈনিক পত্রিকা পাঠ

১১. ভালোমানের ডাইজেস্ট (Unique preliminary synopsis বইটি খুব ভালো মনে হয়েছে)

১২. বাজারে প্রচলিত ১-২ টি মডেল টেস্ট

যেভাবে পড়া উচিত :

১. প্রতিদিন কমপক্ষে ১+১ ঘন্টা গণিত ও ইংরেজি পড়তে হবে

২. সব বিষয় একসাথে না পড়ে যেকোন একটি বিষয় টার্গেট করে করে পড়ে শেষ করা উচিত। এক্ষেত্রে ১০ ঘন্টা  পড়ার রুটিন হলে গণিত ও ইংরেজিতে বরাদ্দ ২ ঘন্টা বাদে বাকি ৮ ঘন্টা যেকোন একটি বিষয় পড়া উচিত। এভাবে targeted সময়ের মধ্যে বিষয়টি শেষ করতে হবে যেকোন প্রকারে।

৩. ১ম বার একেকটা বিষয় পড়তে একটু সময় বেশি লাগবে। যেমনঃ আমি  প্রথমবার ১৫ দিনে বাংলা এবং ২.৫ মাসে সিলেবাসের সব বিষয় গুলো ১ বার করে সম্পূর্ণ শেষ করেছিলাম।

৪. সব বিষয় একবার শেষ হলে confidence অনেক বেড়ে যায় এবং সিলেবাস বোঝা হয়ে যায় তাই পুনরায় আগের মতো একেকটা বই শেষ করতে অনেক কম সময় লাগবে ( প্রথম বারের অর্ধেক লাগার কথা)

৫. সব বিষয় ২ বার করে শেষ হলে জব সলিউশন explanation সহ শেষ করতে হবে টার্গেটেড সময়ে (হয়তো ১২-১৫ দিন)

৬. এইবার পুনরায় সিলেবাসের বই গুলো আগের পদ্ধতিতে রিভিশন চালু রাখতে হবর সাথে গণিত ও ইংরেজি নিয়মিত। এভাবে দেখা যাবে দিনে হয়তো একটা বই শেষ হবে একটা সময় এবং সিলেবাসের সব বিষয় কমপক্ষে ৫-৭ বার করে রিভিশন হবে শুরুর দিন থেকে ৬ মাসের মাথায়।

৭. এরমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা হলে বাজারে প্রচলিত ভালো মানের একটি ডাইজেস্ট সংগ্রহ করে পড়া যেতে পারে

৮. যেকোন ভালো মানের ১-২ টি মডেল টেস্ট বই কিনে দৈনিক কমপক্ষে ১ টি করে মডেল টেস্ট দিতে হবে

মোঃ ওমর ফারুক
ASP( 38 bcs)
Merit position – 36 th

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ইউএনও এর কাজ কি – ইউএনও-কে কেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলা হয়

ইউএনও-কে কেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলা হয়, কেন্দ্রীয় প্রশাসনে কেন এই নির্বাহী শব্দটি ব্যবহার না …