২০২০ সালের বি.এসসি (অনার্স) ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা সময়সূচী
এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ অব এভিয়েশন টেকনোলজি কলেজের অধ্যক্ষ, ছাত্র/ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের বি.এসসি (অনার্স) ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। অনিবার্যকারণে এ সময়সূচী পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
- পরীক্ষার সময়সীমাঃ প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল
- পরীক্ষা আরম্ভের সময় সকাল ১০:০০ টা
- বি.এসসি ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা
এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা সময়সূচী দেওয়া হলো।
বিঃদ্রঃ
- স্বাস্থ্য বিধির কঠোর অনুশাসন মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- কেন্দ্র কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
- পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nubd.info/admit) রোল:/রেজি: বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে।
- প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে।
- প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
- পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা
(বদরুজ্জামান) পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ফোন:০২৯২৯১০১৭ ফ্যাক্স: ০২৯২৯১০৪৪
২০২০ সালের বি.এসসি (অনার্স) ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা
বিঃদ্রঃ
- ২০২০ সালের বি.এসসি (অনার্স) ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র উপস্থিতিপত্রসহ ও অন্যান্য আনুষঙ্গিক গোপনীয় কাগজপত্র,
- জাতীয় বিশ্ববিদ্যালয় হতে আগামী ১২/০৯/২০২১ তারিখে প্রাধিকার পত্রসহ একজন কেন্দ্রের প্রতিনিধি প্রেরণ পূর্বক বর্ণিত মালামাল গ্রহণ করার জন্য অনুরোধ করা হল
(এজন্য পৃথক কোন পত্র ইস্যু করা হবেনা)।