জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন?
অনেকেই বলছেন ১ টি সাবজেক্ট চয়েস দিবো। আমার এসএসসি ও এইচএসসি মিলে মোট ১০ পয়েন্ট রয়েছে অথবা ৯.৫০ পয়েন্ট রয়েছে। তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ এবার এইচএসসিতে জিপিএ ৫ এর ছড়াছড়ি রয়েছে। তাই আবেদন করার সময় আপনি যে সকল সাবজেক্ট পড়তে ভালো লাগে সেটা আগেই দিবেন।
এভাবে অনলাইনে আবেদনে প্রদর্শনীয় মিনিমাম ৮/১০ টি সাবজেক্ট চয়েস দিবেন। এতে আপনার প্রথম সাবজেক্ট না আসলেও ২য়/৩য়/৪র্থ সাবজেক্ট হবেই ইনশাআল্লাহ।।।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা
১। ইংরেজি ( যারা ইংরেজি পড়তে চাচ্ছেন।
২।রসায়ন
৩।গণিত
৪।পদার্থবিজ্ঞান
৫।প্রাণ রসায়ন
৬।উদ্ভিদবিজ্ঞান
৭।প্রাণিবিজ্ঞান
৮।কম্পিউটার বিজ্ঞান
৯।পরিসংখ্যান
১০।ভূগােল ও পরিবেশ
আপনি আপনার ইচ্ছামতো সাবজেক্ট চয়েস দিতে পারেন। আমি একটু ধারণা দিলাম।।
বাণিজ্য শাখার শিক্ষার্থীরা
১। ইংরেজি ( যারা ইংরেজি পড়তে চাচ্ছেন।
২। ফিন্যান্স এন্ড ব্যাংকিং
৩।হিসাববিজ্ঞান
৪।মার্কেটিং
৫।ব্যবস্থাপনা
৬। অর্থনীতি
৭। সমাজ বিজ্ঞান
৮।রাষ্ট্র বিজ্ঞান
৯। সমাজকর্ম
১০। নৃ- বিজ্ঞান
আপনি আপনার ইচ্ছামতো সাবজেক্ট চয়েস দিতে পারেন। আমি একটু ধারণা দিলাম।
মানবিক শাখার শিক্ষার্থীরা
১। ইংরেজি
২।অর্থনীতি
৩। সমাজ বিজ্ঞান
৪। রাষ্ট্র বিজ্ঞান
৫।সমাজকর্ম
৬। বাংলা
৭। নৃ – বিজ্ঞান
৮। ইতিহাস
৯। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১০।দর্শন
আপনি আপনার ইচ্ছামতো সাবজেক্ট চয়েস দিতে পারেন। আমি একটু ধারণা দিলাম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) [honours]
ভর্তি সংক্রান্ত সকল তথ্যঃ
- প্রশ্নঃ (২০-২১) অনার্সে ভর্তির আবেদন কবে শুরু?
উঃ ২৮জুলাই বিকাল ৪টা থেকে শুরু এবং ১৪ আগস্ট রাত ১১.৫৯ মিনিটে শেষ।
- প্রশ্নঃ আবেদন কোথায় গিয়ে করতে হবে ?
উঃ যে সকল দোকানে অনলাইনের কাজ করা হয় ঐখানে। (লকডাউনে দোকান বন্ধ থাকলে নিজের ব্যবস্থা নিজে করে নিবেন)
- প্রশ্নঃ আবেদনের সময় কী কী লাগবে ?
উঃ SSC ও HSC এর রোল, রেজিস্ট্রেশন ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার। ( ফোন নাম্বার ভুল যেন না হয় সে দিকে লক্ষ্য করবেন)
- প্রশ্নঃ পাশের সালের কী কোনো সীমাবদ্ধতা আছে ?
উঃ জ্বী আছে। আপনার SSC ২০১৭/২০১৮ এবং HSC ২০১৯/২০২০ সালে পাশ থাকতে হবে। অন্যথায় পারবেন না।
- প্রশ্নঃ আবেদনের যোগ্যতা কি?
উঃ মানবিক বিভাগ
SSC –> 2.50
HSC –> 2.50
বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা
SSC –> 3.00
HSC –> 2.50
- প্রশ্নঃ কতটি কলেজ চয়েজ দিতে হয় ?
উঃ ১টি।
- প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েজ দেয়া যায় ?
উঃ যে কয়টি আপনার সামনে প্রদর্শিত হবে, সব দিতে পারেন। আপনার ইচ্ছা। চাইলে ১টা ও দিতে পারেন।
- প্রশ্নঃআবেদন অন্য কেউ করে দিলে হবে না ?
উঃ হবে, তবে নিজ কাজ নিজে করা শ্রেয়।
- প্রশ্নঃ আবেদন করতে কত টাকা লাগে ?
উঃ ৫০ বা ১০০ টাকা। ( নিজের ফোনে বা কম্পিউটারে করলে আর খরচ লাগবে না )
- প্রশ্নঃআবেদনে যদি কোনো প্রকার ভুল হয় অথবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তবে কি নতুন ভাবে আবেদন করা যাবে?
উঃ হ্যা যাবে। তবে ১ বার। কিন্তু ফর্মটি কলেজে জমা দিয়ে কনফার্ম করলে আর যাবে না।
- প্রশ্নঃ আবেদনের সাথে সাথে অথবা কতদিন পরে কলেজে জমা দিতে হবে ?
উঃ ১৬/০৮/২১ এর মধ্যে। ( ফরম জমা দিতে হবে তবে কখন দিতে হবে ঐ সংক্রান্ত নোটিশ কলেজ দিবে। )
- প্রশ্নঃ আবেদন ফর্মটি জমা দিতে নিজেকে যেতে হবে ?
উঃ হ্যাঁ। ( তবে করোনার কারনে কলেজ যা নোটিশ করবে তাই হবে। )
- প্রশ্নঃ ফর্মটি কোথায় জমা দিবো ?
উঃ যে কলেজটা চয়েজ দিছেন ঐ টাতে ।
- প্রশ্নঃ জমা দেয়ার সময় কি কি কাগজ নিয়ে যাবো?
উঃ ssc ও hsc এর রেজিঃ কার্ড ও নম্বরপত্র (মার্কশীট) এর ফটো কপি এবং ২ বা ৪ কপি পাসর্পোট সাইজ ছবি। (করোনার কারনে কলেজ এই বিষয়গুলো শিথিল করতে পারে)
- প্রশ্নঃ কলেজেতো এখন মার্কশীট আসে নাই অথবা তুলি নাই অথবা ssc এর ফটোকপিটাও নাই। তাহলে কি করবো ?
উঃ অনলাইন থেকে মার্কশীট ডাউনলোড করে ঐটা জমা দিলেও হবে।
- প্রশ্নঃ কাগজ গুলোকি সত্যায়িত করতে হবে ?
উঃ কলেজের নোটিশ বোর্ডে যদি কাগজপত্র সত্যায়িত করে চায় তবে দিতে হবে।
- প্রশ্নঃ কাগজগুলোর কত কপি করে জমা দিতে হবে ?
উঃ ২ বা ৪ কপি করে।
- প্রশ্নঃ কাগজগুেলা জমা দেয়ার সময় কি কিছু করতে হবে ?
উঃ হ্যাঁ…আবেদন পত্র দুটি অংশ থাকবে। ১টি কলেজের অপরটি স্টুডেন্টদের। দুটি অংশ আপনার ছবি নিচে স্বাক্ষর ও তারিখ দিতে হবে। যেদিন জমা দিবেন সে দিনের তারিখ দিবেন। কলেজ আলাদা ভাবে ফোন নাম্বার চাইলে ফরমের উপরে লিখতে হবে।
- প্রশ্নঃ জমা দেয়ার পর কি কোনো
মেসেজ আসবে ?
উঃ হ্যা ১টি মেসেজ আসবে।
- প্রশ্নঃ কত সময় বা দিনের মধ্যে মেসেজ আসবে ?
উঃ ১ থেকে ৫ দিন বা তারও বেশি সময় লাগতে পারে।
- প্রশ্নঃ যদি মেসেজ না আসে ?
উঃ মেসেজ না আসলে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।
- প্রশ্নঃ আবেদন গ্রহন হয়েছে তা সিওর
হওয়ার কোনো কি অন্য পথ আছে বা মেসেজ ডিলিট হলে কি করব ?
উঃ হ্যাঁ আছে। আপনার কাছে যে
আবেদন ফর্ম ( কলেজে কাগজ জমা দিলে কলেজ
আপনাকে স্টুডেন্ট কপিটা ফেরত দিবে এবং ঐটা আপনারে স্ব-যত্নে রাখতে হবে। ) আছে ওটাতে ১টি পিন ও রোল আছে, ওটা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে লগ ইন করলে Status – লাল রঙে Submit লেখা
থাকলে গ্রহণ করনি। আর কলেজ আবেদন গ্রহন
কররলে তা সবুজ রঙে Receive লেখা
হয়ে যাবে।
- প্রশ্নঃ আবেদন কলেজে জমা দিতে
কত টাকা লাগবে?
উঃ ২৫০টাকা ( কলেজ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা নিবে। তবে কোন প্রক্রিয়ায় নিবে তা সংশ্লিষ্ট কলেজ ঠিক করবে। )
- প্রশ্নঃ ফর্মটা কলেজে জমা দিয়েছি মেসেজ আসছে বা আসেনি এখন কি ওটা বাতিল করা যাবে ?
উঃ না।
- প্রশ্নঃ ভর্তি পরিক্ষা দিতে হবে কি??
উত্তরঃ না।
- প্রশ্নঃ১ম মেরিটের রেজাল্ট কবে
দিবে ?
উঃ নোটিশ দিলে জানতে পারবেন।
- প্রশ্নঃ নোটিশ কবে দিবে ?
উঃ আবেদন শেষের ১ থেকে ৭ দিনের মধ্যেই দিবে।
- প্রশ্নঃ রেজাল্ট দেখবো কিভাবে ?
উঃ রেজাল্ট মেসেজের মাধ্যমে
জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
NU ATHN Roll পাঠিয়ে দিন 16222 নাম্বারে। এখনে আবেদন ফর্মের রোল নম্বর দিতে হবে। এবং এই একই পদ্ধতিতে মেধা ও রিলিজের আবেদনের ফলাফল দেখা যাবে।
- প্রশ্নঃ আমার ১ম মেরিটে যদি চান্স না হয় ?
উঃ আবার ২য় মেরিট দিবে। কবে দিবে তা সময় মত জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে ।
- প্রশ্নঃ ১ম মেরিটে চান্স পেয়েছি কিন্তু ঐ সাবজেক্ট পছন্দ না । এখন কি হবে ?
উঃ ১ম মেরিটে সুযোগ পেয়ে, আপনি যদি ভর্তি না হন, তবে আপনি ২য় মেরিটের জন্য যোগ্য হবেন না।অর্থাৎ, আপনাকে রিলিজে আবেদন করতে হবে, নতুবা আপনি ভর্তির সুযোগ হারাবেন।
- প্রশ্নঃ আর যদি ২য় মেরিটেও সুযোগ
পেয়ে ভর্তি না হই তবে কি আমার আসন থাকবে?
উঃ না, থাকবে না। তখন আপনাকে রিলিজ স্লিপ তুলতে হবে।
- প্রশ্নঃসুযোগ পাওয়ার পর কি করবো?
উঃ সুযোগ পাওয়ার পর আপনাকে ১টি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করত হবে। এই ফর্মটিতে আপনার থানা,বাবার নাম,মায়ের নাম,মোবাইল নাম্বর ইত্যাদি কিছু তথ্য দিতে হবে।
[একটি কলেজ কপি এবং একটি স্টুডেন্ট কপি]- প্রশ্নঃমেরিট লিস্টে/১ম রিলিজে চান্স পেয়েছি। চূড়ান্ত ফর্ম ডাউনলোড করেছি তবে ভর্তি হতে চাইনা আমি কি ১ম রিলিজে/২য় রিলেজে আবেদন করতে পারবো ?
উঃ হ্যাঁ।
- প্রশ্নঃ মাইগ্রেশন কি ভাবে করবো ?
উঃ মাইগ্রেশন শুধু মাত্র ১ম ও ২য় মেরিটে সুযোগ প্রাপ্তরাই করতে পারবে। সুযোগ পাওয়ার পর যে ফর্মটি ডাউনলোড করতে যাবেন তখন কম্পিউটার অপারেটরকে বলবেন যে মাইগ্রেশন অপশনটা চালু রাখতে।
- প্রশ্নঃমাইগ্রেশন করলে কোন সাবজেক্ট পাবো বা কি নিয়ম ?
উঃ ধরুন আপনি ৩টা কোর্স চয়েজ করেছেন। এখন ৩ বা ৪ নাম্বারটা পেয়েছেন। মাইগ্রেশ করলে আপনি ২ বা ১ নাম্বরটা পাবেন। আর ১নং টাই যদি আসে
তবে আর মাইগ্রেশন হবে না। কারন, মাইগ্রেশন নিচ থেকে উপরে যায়। উপর থেকে নিচে আসে না। আর মাইগ্রেশন করলেই যে বিষয় পরিবর্তন হবে এমন নয়। এটা ভাগ্যের ব্যাপারও বলতে পারেন।
- প্রশ্নঃ মাইগ্রেশন যে করবো তার রেজাল্ট কখন দিবে ?
উঃ ২য় মেরিট বা মেধা তালিকা প্রকাশের দিন মাইগ্রেশনের রেজাল্ট অটোমেটিক মেসেজের মাধ্যমে চলে যাবে।
যাদের মেসেজ যাবে না তাদের মাইগ্রেট হবে না।সার্ভার ক্রুটির কারনে মেসেজ নাও যেতে পারে। তাই ওয়েবসাইটে চেক করে নিবেন।
- প্রশ্নঃ যদি মাইগ্রেশন হয় তবে কি করতে হবে ?
উঃ মাইগ্রেশন হলে আপনাকে আবার রোল পিন দিয়ে লগ ইন করে, ১টা ফরম ডাউনলোড করতে হবে। এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন ঐ ডিপার্টমেন্টে জমা দিবেন। আর কিছু না এবং টাকাও দেয়া লাগবে না।
- প্রশ্নঃ মাইগ্রেট হওয়ার পর যদি আমি মত পরিবর্তন করি, যে সাবজেক্ট চান্স পেয়েছি ঐটাতে থাকি ।পারবো ?
উঃ না। কোনো ভাবেই না। যদি ফরম পূরণ না করে মাইগ্রেট করে জমা না দেন তবে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি বাতিল হতে পারে। কোনো ভাবেই আপনি নিজের ইচ্ছাতে বা কলেজের ইচ্ছাতে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না।
- প্রশ্নঃ মাইগ্রেশন করা কি বাধ্যতামূলক ?
উঃ না। এটা আপনার ইচ্ছা। যদি সাবজেক্ট পছন্দ না হয় তবে মাইগ্রেশন করে। যদি আপনি মাইগ্রেশন করতে ইচ্ছুক না থাকেন তবে অব্যশই ফরম ডাউনলোডের সময় কম্পিউটার অপারেটরকর মাইগ্রেশন অপশন (NO) করতে বলবেন। কারন ১ বার সাবমিট হলে আর ঠিক করার চান্স নেই।
- প্রশ্নঃ ভর্তির সময় কি কি জমা দিতে হবে ?
উঃ [কলেজ যা বলবে তাই জমা দিতে হবে] SSC ও HSC এর মূল মার্কশীট, মূল রেজিঃ কার্ড, মূল প্রশংসা পত্র, ২ বা ৪ বা ৬ কপি পাসর্পোট সাইজের ছবি, প্রাথমিক আবেদন ফর্ম, চূড়ান্ত ডাউনলোড ফর্ম।
এগুলোর আবার প্রত্যেকে ফটো কপি ২ বা ৪টি সেট ফটোকপি রাখবেন।
- প্রশ্নঃ সামনে পাবলিক পরিক্ষা যদি, পাবলিকে সুযোগ পাই। তাহলে ভাইভাতে সব মূল কাগজ নিয়ে যেতে হবে। তখন কি করবো?
উঃ আপনি কলেজে একটি দরখাস্ত লিখে জামানত দিয়ে সকল কাগজ সাময়িক সময়ের জন্য তুলে আনতে পাবেন।
- প্রশ্নঃ ছবি যদি ভিন্ন ভিন্ন অর্থ আবেদনের সময় ১টা আর ভর্তির সময় অন্যটা দিলে সমস্যা আছে ?
উঃ না। তবে টি-শার্ট পরা ছবি দিবেন না, ফরমাল দিবেন। মেয়েরা যে ছবি দিবেন সেই ছবিতে যেন ফরমাল হয়।
- প্রশ্নঃ ১ম ও ২য় মেরিটে চান্স পাইনি এখন কি করবো ?
উঃ রিলিজ স্লিপ তুলবেন।
- প্রশ্নঃ রিলিজ স্লিপ কি ?
উঃ যারা ১ম ও ২য় মেরেটি চান্স পায় না বা পেয়েও ভর্তি হয়না তারা আবার রিলিজ স্লিপে আবেদন করবে।
- প্রশ্নঃ রিলিজে কয়টা কলেজ আবেদন
করা যাবে ?
উঃ ৫টা আপনার ইচ্ছা মত। এমনকি, প্রাথমিক আবেদন যে কলেজে করেছেন ওটাতে। তবে ৫ টি দিতে হবে। কম ও না বেশি ও না ।
- প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েস দেয়া
যাবে ?
উঃ যে কয়টা প্রদর্শিত হবে সব। চাইলে
১টাও করতে পারেন ।
- প্রশ্নঃ রিলিজ স্লিপে আবেদনের সময়
কি কিছু লাগবে ?
উঃ না। আপনার প্রাথমিক আবেদন ফর্মটাতে পিন ও রোল কম্পিউটার অপারেটরকে দিবেন। এরপরে আপনি যেভাবে চয়েজ দিতে বলবেন তাই দিবে।
- প্রশ্নঃ রিলিজ ফর্মটা কি আবার কলেজে জমা দিতে হবে ?
উঃ না। কিছু করতে হবে না। বাসায় এনে যত্ন করে রেখে দিবেন। আর কোন টাকাও দেয়া লাগবে না কলেজে।
- প্রশ্নঃ চান্স পেলে কি করবো ?
উঃ উপরের দেয়া আছে কি কি কাগজ
লাগবে।
- প্রশ্নঃ রিলিজে চান্স পাইলে কি মাইগ্রেশ করা যাবে ? বা কলেজে পরে সাবজেক্ট পরিবর্তন করার কোনো নোটিশ দিবে ?
উঃ না এবং না।
- প্রশ্নঃযদি ১ম রিলিজে ভর্তি না হই ?
উঃ তবে ২য় রিলিজে আবেদন করবেন
ঠিক ১ম রিলিজে যেভাবে আবেদন করেছেন। কিন্তু ২য় রিলিজে সিট খালি থাকা সাপেক্ষে দিবে।আবার ৩য় রিলিজের আশায় কেউ থাইকেন না।
- প্রশ্নঃ রিলিজ ফর্ম টা ভুল বা মত পরিবর্তন করি তাহলে নতুন আবেদন করতে পারবো ?
উঃ হ্যাঁ । তবে মাত্র ১বার।
NU Admission 2021-Subject choice:
nu admission bd, nu admission 2020, nu admission 2021, nu admission form, nu admission apply, nu admission home, nu admission login, nu admission result, nu admission home bd, nu admission apply 2021, nu admission result 2020, nu admission result 2020-21, nu admission application form, nu admission twitter, national university admission-2020, national university admission bd, national university admission 2021, national university admission result 2021, national university admission rate, national university admission test, national university admission 2020-21, national university admission result, national university admissions address, national university admissions advisor, national university admissions office, national university admission bangladesh, national university admission application, national university admission requirements, national university admission 1st release slip 2021, national university admission 2nd release slip 2021, national university admission result 2021, national university admissions phone number, national university admissions office address, national university admission notice.