বিভিন্ন বিষয়ের জনক
☞ অর্থনীতির জনক কে ?
→ এডামস্মিথ
☞ আধুনিক অর্থনীতির জনক কে ?
→ পল স্যামুয়েলসন
☞ আধুনিক গণতন্ত্রের জনক কে ?
→ জন লক
☞আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে?
→ কোপার্নিকাস
☞ আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? → সিগমুন্ড ফ্রয়েড
☞ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
→ এরিস্টটল
☞ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? → নিকোলো মেকিয়াভেলী
☞ ইংরেজি নাটকের জনক কে?
→ শেক্সপিয়র।
☞ ইতিহাসের জনক কে ?
→ হেরোডোটাস
☞ ইন্টারনেটের জনক কে ?
→ ভিনটন জি কার্ফ
☞ WWW এর জনক কে ?
→ টিম বার্নাস লি ।
☞ ই-মেইল এর জনক কে ?
→ রে টমলি সন।
☞ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
→ এলান এমটাজ
☞ উদ্ভিদবিজ্ঞানের জনক কে ? →থিওফ্রাস্টাস
☞ এনাটমির জনক কে ?
→ আঁদ্রে ভেসালিয়াস
☞ ক্যালকুলাসের জনক কে?
→আইজ্যাক নিউটন।
☞ গণিতশাস্ত্রের জনক কে ?→আর্কিমিডিস
☞ চিকিত্সাবিজ্ঞানের জনক কে ? →হিপোক্রেটিস
☞ জীবাণুবিদ্যার জনক কে ?
→ লুই পাস্তুর
☞ জ্যামিতির জনক কে ?
→ইউক্লিড
☞ দর্শনশাস্ত্রের জনক কে ?
→সক্রেটিস
☞ প্রাণিবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল
☞ বংশগতি বিদ্যার জনক কে?
→ গ্রেগর জোহান মেন্ডেল
☞ বাংলা উপন্যাসের জনক কে?
→বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
☞ বাংলা কবিতার জনক কে?
→মাইকেল মধুসূদন দত্ত।
☞ বাংলা গদ্যের জনক কে?
→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
☞ বাংলা নাটকের জনক কে?
→দীন বন্ধু মিত্র।
☞ বিজ্ঞানের জনক কে ?
→ থেলিস
☞ বীজগণিতের জনক কে ?
→আল-খাওয়ারিজম
☞ ভূগোলের জনক কে ?→ইরাতেস্থিনিস
☞ মনোবিজ্ঞানের জনক কে ?→উইলহেম উন্ড
☞ রসায়নের জনক কে ?→
→জাবির ইবনে হাইয়ান
☞ শারীরবিদ্যার জনক কে ?→উইলিয়াম হার্ভে
☞ শ্রেণিবিদ্যার জনক কে ?→ক্যারোলাস লিনিয়াস
☞ সামাজিক বিবর্তনবাদের জনক কে?
→হার্বাট স্পেন্সর।
☞ সমাজবিজ্ঞানের জনক কে ?→অগাস্ট কোৎ
কম্পিউটার ও প্রযুক্তি: ১
☞কম্পিউটারের আবিষ্কারক কে ?
হাওয়ার্ড আইকেন
►কম্পিউটারের জনক — চার্লস ব্যাবেজ
► আধুনিক কম্পিউটারের জনক — জন ভন নিউম্যান
►মাইক্রোকম্পিউটারের জনক —হেনরি এডওয়ার্ড রবাট
► বাইনারী গণিতভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — এবিসি
►প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার —এনিয়াক-১
►বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — ইউনিভ্যাক-১
►বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার —মার্ক-১
►বিশ্বের প্রথম মিনি কম্পিউটার >> পিডিপি-১
►ট্রানজিস্টার ভিত্তিক প্রথম কম্পিউটার —TX-O
► ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনিকম্পিউটার— পিডিপি-৮
► IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটালকম্পিউটার— IBM system 360
► মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার— এ্যালটেয়ার ৮৮০
►বাণিজ্যিক ভিত্তিতে মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার>> ইনটেল-৪০০৪
► বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় —১৯৬৪ সালে পরমাণু শক্তি
►কেন্দ্র,ঢাকায়।IBM-1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার।
►বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু হয় —- ১৯৮৪ ।
►বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়— ১৯৯০ সালে।
►পৃথিবীতে প্রথম ল্যাপটপ আসে>> ১৯৮১, এপসন
► বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি >যুক্তরাষ্ট্রের আটলান্টায়
►বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার— সিডিসি-৬৬০০
► বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম >> তিয়ানহে-২(চীন)
► ‘পরম‘ নামে সুপার কম্পিউটার তৈরি করেছে> ভারত
► বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো>> IBM RS/6000
পূর্ণরূপ
► HTTP — Hyper Text Transfer Protocol.
► HTTPS — Hyper Text Transfer Protocol Secure.
► IP — Internet Protocol.
► URL — Uniform Resource Locator.
► USB — Universal Serial Bus.
► VIRUS — Vital Information Resources Under Seized.
► 3G — 3rd Generation.
► GSM — Global System for Mobile
গুরুত্বপূর্ণ কিছু ইংরেজী শব্দের অর্থ
Apiculture = মৌমাছি পালন বিজ্ঞান
Aviculture = পাখিপালন বিজ্ঞান
Sericulture = রেশমচাষ বিজ্ঞান
Horticulture = উদ্যানপালন বিদ্যা
Pearl Culture = মুক্তা চাষ
Herbal = ভেষজ
Pesticide / Insecticide = কীটনাশন
Piscicultre = মাছ চাষ বিজ্ঞান
Flora = উদ্ভিদকূল
Fauna = প্রাণিকুল
Entomology = কীটপতংঙ্গ সম্পর্কিত বিদ্যা
Genetics = জ়ীনতত্ত্ব বা বংশগতি সম্পর্কিত বিদ্যা
Physiology = শরীরবিদ্যা
Evolution = বিবর্তন সম্পর্কিত বিদ্যা
Microbiology = অণুজীব বিদ্যা
Anthropology = নৃ-বিজ্ঞান
Anatomy = শারীর বিদ্যা
Ecology = বাস্তুবিদ্যা
Geology = ভূতত্ত্ব বিদ্যা
Ophthalmology = চক্ষুবিজ্ঞান
Dermatology = চর্মরোগ বিজ্ঞান
Neurology = স্নায়ু বিজ্ঞান
Nephrology = রেচনতন্ত্র বিজ্ঞান
®®® ভূগোল ও পরিবেশ ®®®
১. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কী? উত্তর : ভূগোল।
২. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে?
উত্তর : গ্রিস।
৩. তার নাম কী? উত্তর: ইরাটসথেনিস।
৪. ' Perspectives on the nature of Geography' বইটি কত সালে প্রকাশিত?
উত্তর : ১৯৫৯ সালে।
৫. ভূগোলের শাখা কয়টি? উত্তর : ৯টি।
৬. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়? উত্তর : A ধরনের।
৭. মহাকাশে অসংখ্য কী রয়েছে?
উত্তর : জ্যোতিষ্ক।
৮. সূর্য কী? উত্তর : নক্ষত্র।
৯. চাঁদ কী? উত্তর : উপগ্রহ।
১০. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কী?
উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।
১১. নিজস্ব আলো ও উত্তপ আছে কার? উত্তর : নক্ষত্রের।
১২. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী? উত্তর : সূর্য।
১৩. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : ১৫ কোটি কি. মি.।
১৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ১ মি. ২০/৩০ সে.।
১৬. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর : প্রক্সিমা সেন্টারাই।
১৭. পৃথিবী থেকে তার দূরত্ব কত?
উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।
১৮. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কী বলে? উত্তর : ছায়াপথ।
১৯. ছায়াপথ কোন আকাশে দেখা যায়? উত্তর : উত্তর-দক্ষিণ।
২০. উল্কার অপর নাম কী?
উত্তর : ছুটন্ত তারা।
২১. ইংরেজিতে একে কী বলে?
উত্তর : Meteor.
২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
উত্তর : এডমন্ড হ্যালি।
২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর : 76 বছর।
২৪. সর্বশেষ কবে দেখা গেল?
উত্তর : ১৯৮৬ সালে।
২৫. পরবর্তীতে কবে দেখা যাবে?
উত্তর : ২০৬২ সালে।
২৬. ধূমকেতুর ইংরেজি নাম কী?
উত্তর : Comet.
২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে?
উত্তর: গ্রিক শব্দ komet থেকে
২৮. Komet অর্থ কী?
উত্তর : এলোকেশী।
২৯. গ্রহের নিজস্ব কী নেই?
উত্তর : আলো ও তাপ।
৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে? উত্তর : সূর্য থেকে।
৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে? উত্তর : ৮টি।
৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর : চাঁদ।
৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই? উত্তর : বুধ ও শুক্র।
৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি?
উত্তর : শনি। ২২টি
৩৫. সূর্য কোন বর্ণের? উত্তর : হলুদ।
৩৬. সূর্যের ব্যাস কত?
উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
৩৭. সূর্যের ভর কত?
উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম।
৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ?
উত্তর : বৃহস্পতি।
৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তর : বুধ।
৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত? উত্তর : বুধ।
৪২. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উত্তর : ৫.৮ কোটি কি.মি.।
৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে? উত্তর : ৮৮ দিন।
৪৪. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে? উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
৪৫. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
উত্তর : বুধ।
৪৬. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়? উত্তর : মেরিনার-১০
৪৭. শুক্র গ্রহের অপর নাম কি?
উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।
৪৮. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত? উত্তর : ১০.৮ কোটি কি.মি.।
৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর : শুক্র।
৫০. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta.
সবার পোপাইল এ শেয়ার করে রাখতে পারেন