জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজে শিক্ষার্থীদের টিকা গ্রহনের জন্য তথ্যছকটি ১২/০৭/২০২১ তারিখের মধ্যে অনলাইনে পূরণ করতে হবে। যাদের NID নাই তারা ১২/০৭/২০২১ পর online এ দেখার জন্য অনুরোধ করা হলো।
National University covid19 vaccine registration 2021
ইতিমধ্যে যারা তথ্যছক পূরণের সময় ভুল তথ্য দিয়ে Submit দিয়েছেন, অনলাইনে তাদের তথ্য সংশোধন করা যাবে নাহ।
আপনাদের ক্ষেত্রে করণীয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল (formfillup.nu@gmail.com) এ বিষয়টি বিস্তারিত লিখে পাঠাবেন।
রেজিষ্ট্রেশন করতে যা যা লাগবেঃ
- স্টুডেন্ট রেজিষ্ট্রেশন নাম্বার,
- জন্ম তারিখ,
- ভোটার আইডি নাম্বার,
- মোবাইল নাম্বার।
NU covid19 Vaccine Registration Link: http://103.113.200.29/student_covidinfo/
আবেদনের পূর্বে যে সতর্কতা অবলম্বন করতে হবে তা এখানে দেখুনঃ সঠিক আবেদন পদ্ধতি এবং সতর্কতা!
আবেদনের প্রথম ধাপ
আবেদনের দ্বিতীয় ধাপ
আবেদনের তৃতীয় ধাপ
তথ্যছকপূরণ করতে গিয়ে যাদের “Data Not Found” লিখা আসতেছে তারা পরবর্তী কার্যক্রমের জন্য অপেক্ষা করবেন! ওয়েবসাইটে আপনাদের ডাটা এন্ট্রির পর তথ্যছক পূরণ করতে পারবেন।
যারা রেজিষ্ট্রেশন কার্ড এখনো পাননি, আপনারা তথ্যছক পূরণ করতে পারবেন নাহ! পরবর্তীতে আপনাদের সুযোগ দেওয়া হবে…
- সংশোধনযোগ্য নয় বলে, তথ্যছক পূরণ করার সময় সর্তকতা অবলম্বন করুন।
- তথ্যছক পূরণ করা টিকা গ্রহনের রেজিষ্ট্রেশনের প্রথমধাপ মাত্র।
- পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হলে, সুরক্ষা এ্যাপে/ওয়েবসাইটে শিক্ষার্থীর সকল তথ্য,কেন্দ্র সিলেক্ট করে, রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করতে হবে!
- তথ্যছক পূরণ ব্যতিত এই রেজিষ্ট্রেশন করা যাবে নাহ।