জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজের শিক্ষার্থীরা টিকা গ্রহণের জন্য ১২ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে তথ্য ছক পূরণ করতে পারবেন।
NU students civid19 vaccine application 2021
তথ্যছক পূরণের জন্য অবশ্যই নিচের তথ্যগুলো আপনাকে দিতে হবে।
- ছাত্র/ছাত্রীদের জন্মতারিখ,মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, কোভিড ভেকসিন নিয়েছেন কিনা? – yes/no, আপনি কোন অবস্থানে আছেন – যেমন- হোস্টেল/মেস/বাড়ী।
- যারা এখনো রেজিষ্ট্রেশন কার্ড পাননি,তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে সুযোগ দিতে পারে।
- যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা তথ্যছক পূরণ করতে পারবেন নাহ! কারন শিক্ষার্থীদের এইতথ্যসহ জাতীয় পরিচয়পত্র নম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা এ্যাপে/ওয়েবসাইটে এন্ট্রি করার জন্য পাঠানো হবে।
- পরবর্তীতে সরকার যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের টিকা প্রদানের সুযোগ দিবে,তখন সুরক্ষা এ্যাপে/ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করতে হবে।
তাই তথ্যছক পূরণের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আবশ্যিক।
তথ্য একবার সাবমিট হলে সংশোধনের সুযোগ নেই। তাই তথ্য সাবমিটের সময় সতর্কতা অবলম্বন করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ পর্যায়ে ভ্যাক্সিন কার্যক্রম এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করা যাচ্ছে।
রেজিঃ করতে যা যা লাগবেঃ
- ভোটার আইডি নম্বর
- মোবাইল নম্বর
- আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন তার তথ্য।
- কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
প্রথমে এই লিংকে প্রবেশ করবেন-
http://103.113.200.29/student_covidinfo/
- ১ম ছবির ন্যায় খালিঘরে আপনার অনার্সের রেজিঃ নং দিয়ে প্রবেশ করবেন।
- এরপর সরাসরি আপনার তথ্য চলে আসবে।
- সেখানে আপনার নাম, পিতার নাম, কোর্স, সেশন দেখতে পাবেন।
- covid -19 vaccine taken? এখানে আপনি আগে টিকা নিয়েছেন কিনা তা জানতে চাচ্ছে। আগে টিকা নিয়ে থাকলে Yes আর না নিয়ে থাকলে No দিবেন।
- সেখানে আপনার ভোটার আইডি নং, মোবাইল নং, কোথায় অবস্থান করছেন (Home/Hostel/Mess) তা সিলেক্ট করে সাবমিট দিবেন।
- সাবমিট কমপ্লিট হলে ছবির ন্যায় কনফার্মেশন চলে আসবে।
Visitors search also:
national university bangladesh bd, national university bangladesh login, national university bangladesh address, national university bangladesh notice, national university bangladesh result, national university bangladesh website, national university bangladesh syllabus, national university bangladesh admission, national university bangladesh result 2017, national university bangladesh result 2019, national university bangladesh exam routine, national university bangladesh notice board, national university bangladesh llb admission, national university bangladesh result degree, national university bangladesh student login, national university bangladesh logo, national university bangladesh 2019, national university bangladesh result 2018,