Prime Minister’s Education Assistance Trust Estipend 2021 – estipend.gov.bd
Prime Minister’s Education Assistance Trust was formed in the year 2002, with the intention of the Prime Minister Sheikh Hasina, to ensure the education of the poor and meritorious students. According to the provisions of the Prime Minister’s Education Assistance Trust Act, 2002, the Honorable Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh is the President of the “Advisory Council” with five (five) members. The Honorable Minister of the Ministry of Education is the Chairman of the Board of Trustees, consisting of twenty-six members under the existing law.
উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ত্রুটিযুক্ত একাউন্ট নম্বর সংশোধন প্রসঙ্গে
উপবৃত্তি সংক্রান্ত নোটিশঃ Pass Course Stipend Notice 2020
প্রধানমন্ত্রী শিক্ষা সহযোগিতা ট্রাস্ট আওতায় 2020 সালে স্নাতক ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত হিসাব নম্বর (ব্যাংক হিসাব/বিকাশ/রকেট) ত্রুটিযুক্ত থাকায় সংশ্লিষ্ট হিসাব নম্বরে উপবৃত্তির অর্থ প্রেরণ করা সম্ভব হচ্ছে না।
যে সকল শিক্ষার্থীর ত্রুটিযুক্ত হিসাব পাওয়া গেছে তাদের তালিকা গুলো হলঃ
➤ বিকাশ ভুল একাউন্ট নম্বরের তালিকাঃ বিকাশ নাম্বার ভুল সংক্রান্ত..
➤ রকেট ভুল একাউন্ট নম্বরের তালিকাঃ রকেট নাম্বার ভুল সংক্রান্ত..
ওয়েবসাইট থেকে তালিকা সংগ্রহ করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের হিসাব নম্বর সংশোধনপূর্বক সঠিক হিসাব নম্বর প্রতিষ্ঠান প্যাডে লিখিতভাবে আগামী 10/02/2021 তারিখের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিবেন।
উল্লেখ্য, শুধুমাত্র নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যাদের হিসাব নম্বরে ত্রুটি পাওয়া গেছে তাদের তালিকা প্রকাশ করা হলো।
সারা বাংলাদেশে রকেট একাউন্টে ৫৪৬ জন এবং বিকাশ একাউন্টে ১২১০০ জন নির্বাচিত শিক্ষার্থীদের হিসাব নম্বরে ত্রুটি পাওয়া গেছে। প্রতিবছর উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচিত হয় ২লাখের বেশি! শীগ্রই ট্রাস্ট কর্তৃপক্ষ সব নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে।
উল্লেখ্য – উক্ত নোটিশের কার্যক্রমের হিসাব নম্বর সংশোধনের অনুমতি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের কাছে আছে।
শিক্ষার্থীরা কিছুই সংশোধন করতে পারবে না। যাদের নাম তালিকায় আছে শীগ্রই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করবে।
ইতিমধ্যে কিছু শিক্ষার্থীর মোবাইল নাম্বরে মেসেজ দিয়ে বিকাশ একাউন্ট সংশোধনের জন্য নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।