Primary Application Update 2020 – dpe.teletalk.com.bd

প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শেষ, পেমেন্ট সম্পন্ন প্রায় ১৩ লাখের।

এক মাস ধরে চলল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন। চাকরিপ্রত্যাশীরা গত ২৫ অক্টোবরে আবেদন শুরু করেন। গতকাল মঙ্গলবার রাত (২৪ নভেম্বর) পর্যন্ত চাকরিপ্রত্যাশীরা আবেদন করেন। গতকাল পর্যন্ত প্রায় ১৩ লাখ আবেদনের পেমেন্ট জমা পড়েছে। চাকরিপ্রত্যাশীরা পেমেন্ট করতে পারবেন আগামী শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ১৯ অক্টোবর। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ছাড়া দেশের বাকি সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক নিয়োগ হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার প্রথম আলোকে আজ বুধবার জানান, চাকরিপ্রত্যাশীরা ২৫ অক্টোবর আবেদন শুরু করেন। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত আবেদন করেছেন প্রার্থীরা। গতকাল রাত পর্যন্ত ১২ লাখ ৮৭ হাজার ৩০৫ আবেদনের পক্ষে পেমেন্ট জমা পড়েছে। চাকরিপ্রত্যাশীরা পেমেন্ট করতে পারবেন আগামী শুক্রবার পর্যন্ত।

[Source: job exam alert]

People Also Search:

dpe.gov.bd 2019, dpe.gov.bd psc, dpe.gov.bd notice, dpe.gov.bd result, dpe.gov.bd psc result, dpe.gov.bd result 2019, dpe.gov.bd primary result, dpe.gov.bd admit, dpe.gov.bd teletalk admit card, dpe.gov.bd admit card, dpe.gov.bd circular 2018, dpe.gov.bd assistant teacher admit 2019, dpe.gov.bd – directorate of primary education, dpe.teletalk.com.bd result 2019, dpe.teletalk.com.bd admit card 2018, dpe.teletalk.com.bd admit card 2019,

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now